টেক ডেস্কঃ মোবাইল ফোন!এটা যেন আমাদের জীবনের আরও অন্যান্য মৌলিক চাহিদার মতই হয়ে গেছে।মোবাইল ফোন ছাড়া আমাদের যেন চলেই না।কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের মোবাইল ফোন আমাদের অনিচ্ছাকৃত ভাবে বৃষ্টির পানিতে ভিজে যায় অথবা যেকোনোভাবে পানি দ্বারা ভিজে যায়।সেসয়ময় আমরা দ্বিধায় পরে যাই যে আমাদের আসলেও এখন কি করা উচিত।
আপনার মোবাইল ফোন পানিতে ভিজে গেলে সর্বপ্রথম শুকনা কাপড় দ্বারা মুছে ফেলুন।দ্রুত মুছেতে বলার কারন হল আপনার ফোনে যত বেশী সময় তরল পদার্থের স্পর্শে থাকবে আপনার ফোনের বিভিন্ন পার্টস ততবেশি ক্ষতি হবার সম্ভবনা বেড়ে যাবে।
অনেক বেশী সময় তরল পদার্থের স্পর্শে থাকলে অনেক সময় ফোনে শর্ট সার্কিট হয়ে মোবাইল ফোনের সমস্ত ডাটা নষ্ট হয়ে যায়।
শুকনা কাপড় দিয়ে মুছার পর আপনার ফোন রিস্টার্ট করা আগে আপনার ফোনের ব্যাটারি,সিম কার্ড এবং মেমোরি কার্ড খুলে শুকনা কাপড় দিয়ে মুছে ফেলুন এবং সেগুলো শুকনা কাপড় দিয়ে মুরিয়ে রেখে দিন।এটা করলে দেখবেন আপনার ফোনের কোন ক্ষতিই হবে না।এই ব্যাটারি,সিম কার্ড এবং মেমোরি কার্ড খুলে রাখার পর আপনার ফোনের ভিতরতা পাতলা এবং শুকনা কাপড় দ্বারা মুছে নিতে হবে।
ভুলেও আপনার ফোনে পানি শুকানোর জন্য হেয়ার ড্রাইয়ারের ব্যাবহার করবেন না।এতে করে হেয়ার ড্রাইয়ারের গরম বাতাসে আপনার ফোনের ভিতরের খুদ্র পার্টসগুলো গলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভবনা বেড়ে যায়।এর চাইতে আপনার মোবাইল ফোনটি খোলা অবস্থায় কিছু সময়ের জন্য রোদে রেখে দিন,শুকনা কাপড় দিয়ে মোছার পরেও যদি কোথাও অল্প পরিমান পানি থেকে যায় তাহলে তা রোদের তাপে শুকিয়ে যাবে।
Leave a Reply