আন্তর্জাতিক ডেস্কঃ আজকে শনিবার মিয়ানমারে সশস্ত্র বাহিনী দিবস ছিল।মিয়ানমারে নিরাপত্তা বাহিনী দিনটিকে সশস্ত্র বাহিনী দিবস এর পরিবর্তে রক্তাক্ত দিবস বানিয়ে ফেলেছে।বিক্ষোভকারীদের উপরে নির্বিচার গুলি চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী।স্থানীয় সংবাদমাধ্যম ও প্রত্যক্ষদর্শীর বরাতে জানা গেছে আজকে কমপক্ষে ৯০ জনেরও বেশী মানুষ নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন।
আজকে মিয়ানমারে সশস্ত্র বাহিনী দিবস পালিত হচ্ছে।সেই সাথে চলছিল বিক্ষোভকারীদের বিক্ষোভ।মনে করা হচ্ছে নিজেদের উদযাপনে বাঁধা আসতে পারে এমন চিন্তা থেকেই তারা এই ঘটনা ঘটিয়েছে।চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মিয়ানমারে সামরিক অভ্যুত্থান শুরু হয়েছিল।এর পরেই শুরু হয় বিক্ষোভ।মিয়ানমার এর আগেও অনেক রক্তাক্ত দিন দেখেছে কিন্তু আজকে শনিবার ছিল সবচাইতে বেশী রক্তাক্ত দিন।
আজকে শনিবার ইয়াঙ্গুন, মান্দালয়সহ বিভিন্ন শহরে বিক্ষোভকারীরা বিক্ষোভ শুরু করলে তাদেরকে মাথায় এবং পিঠে বন্দুক ঠেকিয়ে গুলি করার হুমকি দেওয়ার পরেও হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমে আসে।এরপরেই দেশটির নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের উপরে খ্রিপ্ত হয় এবং নির্বিচারভাবে গুলি করতে থাকে।এবং এই ঘটনায় ৯০ জন নিহত হয়।
দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম মায়ানমার নাউ জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর গুলিতে শুধুমাত্র মান্দালয় অন্তত ২৯ জন নিহত হয়েছে।এবং এর মধ্য পাঁচ বছরেরও কম বয়সের একটি শিশু রয়েছে।এছারাও মান্দালয়ের পার্শ্ববর্তী এলাকা সাগাইং সহ আরও কিছু এলাকায় নিহতের খবর পাওয়া গেছে।এছারাও ইয়াঙ্গুনে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে ২৪ জনের।মায়ানমারের নিউজ পোর্টাল মিয়ানমার নাউ বলছে আজকে শনিবার নিরাপত্তা বাহিনীর গুলিতে দেশটিতে অন্তত ৯১ জন নিহত হয়েছে।
Leave a Reply