অ্যাডসেন্স পাবলিশারদের করা কমন চারটি প্রশ্নের উত্তর

আপনি এই আর্টিকেল পড়া শুরু করেছেন তার মানে আমি ধরেই নিচ্ছি আপনি একজন গুগল অ্যাডসেন্স পাবলিশার।অথবা আপনি গুগল অ্যাডসেন্স নিয়ে কাজ শুরু করতে চাচ্ছেন,আর সেই জন্য অ্যাডসেন্স পাবলিশারদের করা কমন চারটি প্রশ্নের উত্তর আগে থেকেই জেনে রাখতে চাচ্ছেন।গুগল অ্যাডসেন্স পাবলিশাররা সচারচর যে চারটি প্রশ্ন করে থাকে সেগুল হলঃ ১/ আমি আমার সাইটে কয়টা অ্যাডসেন্স অ্যাড প্লেস করতে পারব? ২/ অ্যাডসেন্স এর ইনভ্যালিড ক্লিক আমি কিভাবে দেখব? ৩/ অ্যাডসেন্স ফর কন্টেন্টে ইনভ্যালিড ট্রাফিক কি? এবং ৪/ কিভাবে অ্যাডসেন্স এর ইনভ্যালিড ক্লিক বন্ধ করব?আমাদের আজকের এই আর্টিকেলে এই চারটি প্রশ্নেরই উত্তর পেয়ে যাবেন আশা করি।তাহলে চলুন শুরু করা যাকঃ-

১/ আমি আমার সাইটে কয়টা অ্যাডসেন্স অ্যাড প্লেস করতে পারব?(How Many AdSense Ads Can You Have Per Page?):

আপনি আপনার ওয়েবসাইটের প্রতি পেজে কতগুলো অ্যাড দেখাবেন অথবা প্লেস করবেন এমন কোন নির্দিষ্ট লিমিট নাই।তবে আপনার একটি ব্যাপার মাথায় রাখা উচিত তাহল আপনি যখন আপনার সাইট এর পেজে অতিরিক্ত অ্যাড প্লেস করবেন এটা আপনার সাইট এর ভিসিটরের উপর খারাপ প্রভাব ফেলতে পারে।কেননা তাঁরা আপনার সাইটে বিভিন্ন ধরনের ইনফরমেশন পাওয়ার আশা করেই ভিসিট করে কিন্তু আপনি যখন অসংখ্য অ্যাড প্লেস করেন তখন তাঁরা কন্টেন্ট এর চাইতে বিজ্ঞাপন ই বেশী দেখে এবং বিরক্তবোধ করে।এর ফলে তাঁরা কি করে?তাঁরা আপনার অ্যাডে ক্লিক করতে চায় না,তাঁরা আপনার সাইটে আসতে চায় না আর আসলেও অ্যাড ব্লকার ব্যাবহার করে আসে।সুতরাং আপনি যখন আপনার সাইটে অ্যাড প্লেস করবেন অবশ্যই আপনার ইউজারদের এক্সপেরিয়ান্স এর কথা মাথায় রেখে অ্যাড প্লেসমেন্ট সেট করবেন।

২/ অ্যাডসেন্স এর ইনভ্যালিড ক্লিক আমি কিভাবে দেখব?(How do I See AdSense Invalid Clicks?):

গুগল কখনো কোন অ্যাডসেন্স পাবলিশার এর সাথে তাদের সাইটে ধরা ইনভ্যালিড ট্রাফিক ডাটা অথবা ইনভ্যালিড ক্লিক ডাটা শেয়ার করে না।এটি তাঁরা কখনোই শেয়ার করে না তাদের সিস্টেম এর গোপনীয়তা রক্ষা করার জন্য।সুতরাং এটা দেখার কোন ওয়ে নেই।যখন কোন পাবলিশার এর অ্যাডসেন্স অ্যাকাউন্টে ইনভ্যালিড ট্রাফিক অথবা ক্লিক ধরা পরে গুগল তৎক্ষণাৎ তাদের রিয়াল টাইম ফিল্টার টুলস ব্যাবহার করে ইনভ্যালিড ট্রাফিক অথবা ক্লিক হতে আসা উপার্জন মাইনাস করে দেয়।অথবা কখনো কখনো মাসের শেষে যখন অ্যাডসেন্স পাবলিশারদের আয় ফাইনালাইজ করার হয় তখন মাইনাস করে দেওয়া হয়।

৩/ অ্যাডসেন্স ফর কন্টেন্টে ইনভ্যালিড ট্রাফিক কি?(What is invalid traffic AdSense for content?):

বিভিন্ন ধরনের ইনভ্যালিড ট্রাফিক রয়েছে,কিছু ইনভ্যালিড ট্রাফিক আছে সাধারণ আবার কিছু ইনভ্যালিড ট্রাফিক আছে যেগুলো সাধারণ নয়।যেসব ইনভ্যালিড ট্রাফিক সাধারণ নয় এর মধ্য রয়েছে অটো জেনেরেটেড ট্রাফিক,যে ট্রাফিক গুলোকে আমরা বট ট্রাফিক বলে থাকি সেই ট্রাফিককেই গুগল অটো জেনেরেটেড ট্রাফিক হিসাবে ধরে।আবার কিছু ট্রাফিক আছে যারা আপনার সাইটে ঢুকে উরাধুরা আপনার অ্যাডসেন্স এর অ্যাডে ক্লিক করে আপনার সাইট থেকে বের হয়ে যায়,এসব ট্রাফিককেও গুগল অ্যাডসেন্স এর জন্য ইনভ্যালিড ট্রাফিক হিসাবে গননা করা হয়।এর ফলে যা হয় বিজ্ঞাপনদাতারা রিয়াল ভিসিটররা দেখে না এমন বিজ্ঞাপন গুলিতে অবৈধ ক্লিকের জন্য অর্থ প্রদান করতে বাধ্য হয়।কিন্তু এই বিষয়টি অ্যাডসেন্স এর পাবলিশারদের জন্যও অনেক ক্ষতিকর,এই রকম ইনভ্যালিড ক্লিক এবং ভিসিটর বেশী হলে অ্যাডসেন্স পাবলিশারদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট ব্যান হবার ঝুঁকি থাকে।

৪/ কিভাবে অ্যাডসেন্স এর ইনভ্যালিড ক্লিক বন্ধ করব?(How do I Stop AdSense Invalid Clicks?):

ইনভ্যালিড ক্লিক কিভাবে বন্ধ করতে হবে এই ব্যাপারে গুগল তার পাবলিশারদের কখনই কোন কিছুই পরিস্কার করে বলেনি।এর পরিবর্তে তাঁরা কিছু পরামর্শ প্রদান করে,যেমনঃ তাঁরা অ্যাডসেন্স পাবলিশারদের লো কয়ালিটি ট্রাফিক গুলোকে এরিয়ে যেতে বলে (লো কোয়ালিটি বলতে এখানে সেই ট্রাফিককে নির্দেশ করা হয়েছে যে ট্রাফিক গুলোর অ্যাক্টিভিটি রোবট এর মত),কখনও টেস্ট করার জন্য হলেও আপনার নিজের অ্যাডে নিজে ক্লিক করা যাবে না,এবং আপনার সাইট এর এমন কোন প্লেসে অ্যাড প্লেসমেন্ট বসানো যাবে না যেগুলোতে দুর্ঘটনাক্রমে আপনার ভিসিটর ক্লিক করে ফেলতে পারে।এই গুলোই মোটামুটি অ্যাডসেন্স অ্যাকাউন্টকে ইনভ্যালিড ট্রাফিক থেকে বাঁচিয়ে রাখার সেরা টিপস।কিন্তু এই সকল সাবধানতা অবলম্বন করার পরেও আপনি ইনভ্যালিড ক্লিক এর শিকার হতে পারেন।আপনি যদি আপনার সাইট এর ইনভ্যালিড ট্রাফিক গুলোর জন্য অ্যাড দেখানো বন্ধ করতে চান তাহলে Traffic Cop সার্ভিস ব্যাবহার করতে পারেন।Traffic Cop সার্ভিসে ফিঙ্গারপ্রিন্ট অ্যালগরিদম এবং মেশিন লার্নিং ব্যবহার করে আপনার সাইট এর অবৈধ ট্র্যাফিক এর জন্য বিজ্ঞাপন দেখানো বন্ধ করে।

আশা করছি  আজকের এই আর্টিকেল আপনার অনেক উপকারে আসবে,বিশেষ করে এই আর্টিকেলের লাস্ট পারাগ্রাফে অবৈধ ট্র্যাফিকের জন্য কিভাবে অ্যাড দেখানো বন্ধ করবেন সেই সম্পর্কিত একটি টুলস এর নাম বলে দিয়েছি,লাস্ট পারাগ্রাফে ইংরেজিতে লেখা “Traffic Cop” (নীল রঙ এর টেক্সট) এর উপরে ক্লিক করলে “Traffic Cop” টুলস এর অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাবে।এর পরেও আপনার যদি অ্যাডসেন্স নিয়ে কোন প্রশ্ন থাকে তাহলে এই পোস্টের কমেন্ট সেকশনে কোন রকম দ্বিধা-দন্ধ ছাড়াই করে ফেলতে পারেন,আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Warning: Trying to access array offset on null in /home/bcsaid/instabangla.com/wp-content/themes/disto/single.php on line 260