আপনি যদি গুগল অ্যাডসেন্স নিয়ে কাজ করেন তাহলে আপনার ওয়েবসাইটে অবশ্যই কোন অ্যাডসেন্স ফ্রেন্ডলি থিম ব্যাবহার করতে হবে।কারন থিম নেভিগেশন এর উপরেও আপনার আরনিং অনেক সময় নির্ভর করে।আপনি হয়ত আপনার ওয়েবসাইটে এমন কোন থিম ব্যাবহার করছেন যার সাথে গুগল অ্যাডসেন্স এর অ্যাড ফরম্যাট ম্যাচ করতে অসুবিধা হচ্ছে,আর অ্যাডসেন্স এর সাথে কোন থিম পুরোপুরি ফিট না হলে সেই ওয়েবসাইট/ব্লগ আপনার ইউজার দের জন্যও ব্যাবহার করা একটু কষ্টকর।সে যাই হোক আমরা আজকেই এই আর্টিকেলে এমন ১০ টি সেরা ওয়ার্ডপ্রেস থিম সম্পর্কে জানবো যে থিম গুলো গুগল অ্যাডসেন্স সাইট এর জন্য পারফেক্ট।তাহলে চলুন শুরু করিঃ-
১/ WordPress Jannah Themes:

WordPress Jannah Themes,Image Credit: tielabs.com
জান্নাহ থিম তৈরি করেছে টেইল্যাবস।এই টেইল্যাবস সুন্দর আর কাস্টমাইজ ম্যাগাজিন এবং নিউজ থিম তৈরি করার জন্য বিখ্যাত।জান্নাহ থিমও এই বৈশিষ্ট্য থেকে আলাদা নয়।জান্নাহ থিম দেখতে অনেক সুন্দর এবং এর নেভিগেশন এবং মোবাইল ভিউ আমার কাছে অসম্ভব ভালো লেগেছে।আপনার যদি কোন নিউজ অথবা ম্যাগাজিন টাইপ এর ওয়েবসাইট অথবা ব্লগ থাকে তাহলে কোন দ্বিধা-দন্দ ছারাই জান্নাহ থিম ব্যাবহার করতে পারবেন।
২/ Grimag by StrictThemes:

Grimag by StrictThemes,Image Credit: themeforest.net
Grimag অসংখ্য বিজ্ঞাপন প্লেসমেন্ট সম্বলিত একটি ক্লিন ম্যাগাজিন ওয়ার্ডপ্রেস থিম।এই থিম এর লে আউট আকর্ষণীয় এবং সহজ হবার কারনে ওয়েবসাইট এর ইউজারদের সাইট ব্রাউজ করতে একটু বেশীই সুবিধা হয়।এই থিম এর আরও একটি সুবিধা হল এর নেভিগেশন একদম ক্লিয়ার।গ্রিমাগ তার ম্যাগাজিন-স্টাইল ডিজাইনের জন্য ম্যাগাজিন টাইপ সাইটে বেশী বেভার করা হয়ে থাকে,তবে আপনি চাইলে এই থিম ব্লগ সাইটেও ব্যাবহার করতে পারবেন।এই থিমে বাডিপ্রেস এবং বিবিপ্রেস ইনট্রিগেশন আছে যার সাহায্যে আপনি চাইলেই আপনার সাইট এর জন্য সোশ্যাল প্লাটফরম এবং ফোরাম তৈরি করতে পারবেন।
৩/ Splash by MyThemeShop:

Splash by MyThemeShop,Image Credit: MyThemeShop.com
আপনি যদি আপনার ওয়েবসাইট থেকে বিভিন্ন মাধ্যমে আয় করতে চান তাহলে স্প্ল্যাশ থিমের কোন বিকল্প নাই।এই থিমে বিলট ইন রিভিউ অপশন রয়েছে।আপনি যদি আপনার সাইট এর মাধ্যমে affiliate করতে চান তাহলে স্প্লাশ থিম হবে আপনার সেরা চয়েচ।কোন ব্যাবহারকারী যখন কোন ওয়েবসাইট ভিসিট করে এবং ভিসিট করার সময় যে প্লেসের অ্যাড গুলোর উপর বেশী ক্লিক করে সেই সেই প্লেসে অ্যাড বসানর জন্য রেডিমেড উইজেট রয়েছে,আপনাকে শুধু সেই প্লেসে অ্যাড কোড পেস্ট করে সেভ করে দিতে হবে।
৪/ Ad-Sense by MyThemeShop:

Ad-Sense by MyThemeShop,Image Credit: MyThemeShop.com
মাইথিমশপের অ্যাডসেন্স থিমটি মাইথিমশপের সব চাইতে বেশী সেল হওয়া থিম গুলোর একটি।এই থিম টি তৈরি ই করা হয়েছে যেন আপনি আপনার অ্যাড প্লেসমেন্ট থেকে সব চাইতে বেশী ইনকাম করতে পারেন।এবং থিমটি সম্পূর্ণ অ্যাডসেন্স এর পলিসি মেনে তৈরি করা হয়েছে।এই থিম এর সব চাইতে বড় সুবিধা হল এই থিম যেকোনো অ্যাড ব্লকার ডিটেকট করতে পারে এবং কারও ব্রাউজারে যদি অ্যাড ব্লকার ইন্সটল করা থাকে সেই ভিসিটরকে আপনার সাইটে প্রবেশ করতে দেয় না :D।
৫/ MagXP by MyThemeShop:

MagXP by MyThemeShop,Image Credit: MyThemeShop.com
এখন পর্যন্ত যত থিম মার্কেট গুলোতে পাওয়া যায় সেই থিম গুলো তৈরি করার সময় অবশ্যই ব্লগারদের সুবিধার কথা মাথায় রেখেই কোডিং এবং আউটপুট ডিজাইন করা হয়।কারন বেশিরভাগ থিম ব্লগাররাই ব্যাবহার করে।কিন্তু MagXP থিম শুধু মাত্র ম্যাগাজিন এর জন্যই তৈরি করা হয়েছে।আপনার সাইটে যদি অনেক বেশী কন্টেন্ট থাকে এবং আপনার রাইটারও যদি এখাধিক হয়ে থাকে তাহলে আপনার জন্য এই ওয়ার্ডপ্রেস থিম উপযুক্ত।এতে অনেক বেশী সংখ্যক অ্যাড প্লেসমেন্ট যুক্ত করা হয়েছে যেন আপনার সিটিআর বেড়ে যায় এবং আরনিং বেশী হয়।এই থিম অ্যাডসেন্স এর জন্য উপজক্ত মনে হয়েছে আমার কাছে।
উপরে যে পাঁচটি থিম এর কথা আলোচনা করা হল এই থিম গুলো আমি ব্যাক্তিগত ভাবে ব্যাবহার করেছি।তাই নিঃসন্দেহে আপনি এই থিম গুলো আপনার গুগল অ্যাডসেন্স এর ওয়েবসাইটে ব্যাবহার করতে পারেন।এবং এই থিমগুলো সেটাপ করতে যেয়ে কোন সমস্যার সম্মুখীন হলে অবশ্যই কমেন্ট এর মাধ্যমে জানাবেন আমি সাহায্য করার চেষ্টা করব।
Leave a Reply