এডুকেশন ডেস্কঃ আগামী ১ লা এপ্রিল থেকে ২০২১ সালের এসএসসি পরীক্ষার জন্য ফরম পুরনের কার্যক্রম শুরু করা হবে।গতকাল রবিবার এই সংক্রান্ত একটি বিজ্ঞতি ঢাকা বোর্ড থেকে জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১লা এপ্রিল থেকে নির্দিষ্ট ফি এর মাধ্যমে শিক্ষার্থীরা ফরম ফিলাপ করতে পারবে এবং আগামী ৭ এপ্রিল পর্যন্ত কোন প্রকার বিল্মব ফি ছাড়াই শিক্ষার্থীরা ফরম ফিলাপ করতে পারবে।তবে এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে করোনা ভাইরাসের কারনে দেশের সার্বিক প্ররিস্থিতির কথা বিবেচনা করে এই বছর এসএসসি শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা নেওয়া হবে না।
উক্ত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সকল শিক্ষার্থীদের তথ্য ও সম্ভাব্য তালিকা আগামী ২৮ মার্চ ঢাকা শিক্ষা বোর্ড এর ওয়েবসাইটে প্রকাশ করা হবে। সম্ভাব্য তালিকায় প্রকাশ হওয়া শিক্ষার্থীরা আগামী ১লা এপ্রিল হতে ৭ এপ্রিল পর্যন্ত বিলম্ব ফি ছাড়া তাদের ফরম পুরন করতে পারবে।এছারাও বিলম্ব ফি ছাড়া অনলাইনের মাধ্যমে আগামী ৮ এপ্রিল পর্যন্ত ফি জমা দেওয়া যাবে।
১ থেকে ৭ তারিখের মধ্য কেউ ফরম পুরন না করতে পারলে তাঁরা ১০ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত বিলম্ব ফি সহ ফরম পুরন করতে পারবে।এবং ১০০ টাকা বিলম্ব ফি জমা দিয়ে ১৫ এপ্রিল পর্যন্ত ফরম পুরন করা যাবে।
Leave a Reply