ছবি তোলা কি আপনার শখ?অনলাইনে থেকে আয় করুন ছবি বিক্রি করে

ছবি তোলা কি আপনার শখ?আপনি কি ছবি তুলতে অনেক বেশী ভালবাসেন?তাহলে আপনি আপনার তোলা ছবি গুলো বিক্রি করে খুব সহজেই অনলাইন থেকে আয় করতে পারবেন।আপনার তোলা ছবি বিক্রি করার করার জন্য আপনাকে যে খুব ভালো মানের ফটোগ্রাফার হতে হবে ব্যাপারটা এমন নয়।শুধুমাত্র ফটোগ্রাফির সাধারণ ধারনা এবং কৌশল গুলো জানা থাকলেই আপনার তোলা ছবি গুলো আপনি অনলাইনে বিক্রি করতে পারবেন।এখন প্রশ্ন হল অনলাইনে কোথায় আপনার তোলা ছবি গুলো বিক্রি করে আপনি অর্থ আয় করতে পারবেন?অনলাইনে হাজার হাজার ওয়েবসাইট আছে যারা আপনাকে এই সুযোগ দিবে।আপনি তাঁদের ওয়েবসাইট ব্যাবহার করে আপনার তোলা ছবি গুলো খুব সহজেই বিক্রি করতে পারবেন।

ডিসক্লেইমারঃ আপনার যদি ফটোগ্রাফ সম্পর্কে নলেজ খুবই কম হয় তাহলে আমার সাজেশন হল,আপনি ফটোগ্রাফ সম্পর্কে পড়াশুনা শুরু করুন।কেননা যারা কিনবে তাঁরা অবশ্যই এমন কোন ছবি কিনবে না যা খুব সহজেই আপনার কাঙ্ক্ষিত বায়ার নিজেই তুলে নিতে পারে।বিক্রি করতে চাইলে আপনার ফটো গুলোর অবশ্যই সৃজনশীল এবং আকর্ষণীয়াতা থাকতে হবে।আর একটি বিষয় হল আপনি সেইসব ওয়েবসাইটে যা তা ছবি দিলেই তা পাবলিশ হবে না।সুতরাং এই পোস্ট এর শিরনাম দেখেই ছবি বিক্রি করে আয় করার চেষ্টা থেকে বিরত থাকুন।

আপনি যদি ছবি বিক্রি করে অনলাইন থেকে আয় করতে চান তাহলে প্রথমেই আপনাকে একটি ভালোমানের ক্যামেরা এবং লেন্স কিনে নিতে হবে।এবং আপনি যে ওয়েবসাইট এর মাধ্যমে আপনার তোলা ছবি বিক্রি করতে চান সেই ওয়েবসাইট এর ডিমান্ড ফুলফিল করে ছবি তোলার চেষ্টা করবেন এবং ছবি সেই ওয়েবসাইটে আপলোড দেওয়ার আগে কখনই আপনার তোলা ছবির রেজুলেশনের কমাবেন না,কারন ফটো বিক্রি করার প্রায় সকল ওয়েবসাইটই ছবির মূল রেজুলেশন সহ জেপিইজি ফরম্যাটে ছবি আপলোড করতে বলে।

ইন্টারনেট দুনিয়াতে ছবি বিক্রি করার হাজার হাজার ওয়েবসাইট আছে।আজকে আমরা এই আর্টিকেল এর মাধ্যমে সব চাইতে সেরা ৫ টি ছবি বিক্রি করার ওয়েবসাইট সম্পর্কে জানবো।তাহলে চলুন শুরু করা যাকঃ

১/500px Prime: পিক্সেল প্রাইম ছবি বিক্রি করার জন্য খুবই ভালো একটি ওয়েবসাইট।পিক্সেল প্রাইম এর তথ্য অনুসারে,সারা বিশ্বব্যাপী প্রায় পাঁচ মিলিয়ন এরও অধিক ফটোগ্রাফার তাঁদের ওয়েবসাইট এর মাধ্যমে ছবি বিক্রি করে থাকে।পিক্সেল প্রাইম প্রতিটি ছবির স্ট্যান্ডার্ড লাইসেন্স প্রায় ২৫০ ডলারে বিক্রি করে থাকে এবং এর থেকে ফটোগ্রাফারকে প্রায় ৭০% এর মত দিয়ে থাকে।

500px Website Homepage,Image Credit: 500px.com

এখন প্রশ্ন হল কিভাবে পিক্সেল প্রাইম ছবি প্রকাশ করব?এর জন্য আপনাকে প্রথমে পিক্সেল প্রাইমে একটি ফ্রী অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং আপনার তোলা ছবি গুলো আপলোড করতে হবে।ছবি আপলোড করার সময় প্রতিটি ছবির সাথে প্রয়োজনীয় তথ্যাদি যোগ করে দিতে হবে।যেমনঃ মডেল, তারিখ  ইত্যাদি।

পিক্সেল প্রাইম একটি ব্যাপার লক্ষণীয়,আপনি যখন এখানে প্রথম প্রথম আপনার তোলা ছবি বিক্রি করতে যাবেন তখন আপনার ছবির মূল্য অপেক্ষাকৃত কম পাবেন।তবে তা পর্যায়ক্রমে বাড়বে।পিক্সেল প্রাইম এর আরও একটি শর্ত হল আপনি এখানে কোন ছবি বিক্রি করার জন্য জমা দিলে তা আর অন্য কোথাও জমা দিতে পারবেন না।

২/ SmugMug Pro:  এই ওয়েবসাইট আপনাকে আপনার তোলা ছবি বিক্রি এর অর্থ থেকে ৮৫% পর্যন্ত কমিশন দিবে।তবে এই ওয়েবসাইট আপনাকে তাঁদের ওয়েবসাইট ফ্রী তে ব্যাবহার করতে দিবে না!এই ওয়েবসাইটে আপনার ছবি বিক্রি করতে চাইলে আপনাকে পেইড অ্যাকাউন্ট খুলতে হবে এবং এর জন্য মাসিক ১২.৫০ ডলার চার্জ প্রযোজ্য।

smugmug.com

Smugmug Homepage,Image Credit: smugmug.com

নোটঃ আপনি যদি এই লাইনে নতুন হয়ে থাকেন তাহলে আপনার এই ওয়েবসাইটকে স্কিপ করে যাওয়াটাই হবে বুদ্ধিমানের কাজ।

৩/ ShutterStock: শাটারস্টকে মেম্বার হবার পক্রিয়া অনেক জটিল।তবে একবার যদি আপনি শাটারস্টকে মেম্বার হতে পারেন তাহলে আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না।শাটারস্টকে আপনি প্রতিটা ছবি থেকে ১২০ ডলার পর্যন্ত আয় করতে পারবেন।শাটারস্টক থেকে সারা পৃথিবীতে প্রতি বছর  500 মিলিয়নেরও বেশি ছবি ডাউনলোডের মাধ্যমে ফটোগ্রাফার রা মোট $ 300 মিলিয়নের বেশি অর্থ আয় করেছে শাটারস্টক থেকে।ছবি ছারাও শাটারস্টকে  ভিডিও ফুটেজ, এইচডি এবং 4K ভিডিও সহ, ইমেজ এবং ভেক্টর বিক্রি করার ব্যাবস্থা রয়েছে সুতরাং আপনি চাইলে ছবির পাসাপাশি এসব বিক্রি করেও আয় করতে পারবেন।

shutterstock.com.jpg

Shutterstock Homepage,Image Credit: shutterstock.com

৪/ IstockPhoto: আইস্টকফটো ২০১১ সাল থেকে ছবি বিক্রি করার কার্যক্রম পরিচালনা করে আসছে।এই ওয়েবসাইট অনেক সুপরিচিত এবং যারা অনলাইনে ছবি বিক্রি করে আয় করে থাকে তাঁদের কাছে অনেক বিশ্বস্ত একটি প্লাটফরম।আইস্টকফটো নতুন ফটোগ্রাফারদের এটা নিশ্চিত করে যে তাঁরা তাঁদের তোলা ছবি বিক্রি করে আইস্টকফটো এর মাধ্যমে ভালো পরিমান অর্থ উপার্জন করতে পারবে।

istockphoto.com.jpg

IstockPhoto Homepage,Image Credit: istockphoto.com

আইস্টকফটো তে মেম্বার হবার জন্য আপনাকে আবেদন করতে হবে,আবেদন করার সময় আপনি যে ক্যাটেগরি তে ছবি আপলোড করতে চান টা অবশ্যই নিরাবাচন করতে দিতে হবে।আবেদন জমা দেওয়ার পর আইস্টকফটো টিম আপনার আবেদন রিভিউ করবে এবং আপনার যোগ্যতা যাচায় করার জন্য আপনাকে তাঁদের সামনে একটি কুইজে অংশগ্রহন করতে হবে।কুইজে বিজয়ী হলে তাঁরা আপনার কিছু কাজ (আপনার তোলা ছবি) দেখতে চাইবে।আপনার কাজ (আপনার তোলা ছবি) দেখে তাঁদের পছন্দ হলে আপনাকে তাঁদের ওয়েবসাইটে মেম্বার করে দিবে।আইস্টকফটো তে আপনার কোন ছবি বিক্রি হলে আপনি সর্বনিম্ন ১৫% কমিশন পাবেন এবং মাক্সিমাম ৪৫% কমিশন পাবেন।

৫/ Etsy: বিবাহ অথবা বিয়ের অনুষ্ঠানের ছবি তোলার জন্য Etsy খুবই একটি ভালো ওয়েবসাইট।এই ওয়েবসাইট এর ফ্রী ফিচার একজন নতুন ফটোগ্রাফার এর জন্য ভালো হলেও এরা প্রতিটি ছবি বিক্রয়ে ২0 সেন্ট এবং বিক্রয়ের দামের 3.5% কেটে রাখে।তবে একজন নতুন ফটোগ্রাফার এর জন্য এই ওয়েবসাইটটি অনেক ভালো।

etsy.com.jpg

Etsy Homepage,Image Credit: etsy.com

আপনি যদি আপনার তোলা ছবি বিক্রি করে আয় করতে চান তাহলে এই পাঁচটি ওয়েবসাইট নিঃসন্দেহে ব্যাবহার করতে পারেন।আর যদি আপনি ভবিষ্যতে ফটোগ্রাফার হিসাবে  আপনার পেশা শুরু করতে চান তাহলে আজ থেকেই ফটোগ্রাপ নিয়ে পরাশুনা শুরু করে দিতে পারেন এবং সাথে অবশ্যই প্রাকটিস চালিয়ে যেতে হবে।আর্টিকেলটি কেমন হয়েছে তাও জানাবেন।আপনাদের কমেন্ট পেলে পরবর্তী আর্টিকেল লিখতে উৎসাহ পাব।পরবর্তী আর্টিকেল নিয়ে আসব খুব শিগ্রয়।ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *