দেশ ভিত্তিক কিছু অ্যাডসেন্স হাই পেইং নিশ আইডিয়া (Top Paying Keywords and Niches)

দেশ ভিত্তিক কিছু অ্যাডসেন্স হাই পেইং নিশ আইডিয়া!টাইটেল দেখে অবশ্যই বুঝতে পারছেন আজকের আর্টিকেলে কি নিয়ে আলোচনা হতে যাচ্ছে?গুগল অ্যাডসেন্স শুরু থেকেই ওয়েবসাইট মালিকদের কাছে সবসময়ই জনপ্রিয় এবং পছন্দের তালিকায় এক নাম্বারে ছিল।কারন যত বিজ্ঞাপন নেটওয়ার্ক আছে গুগল এর অ্যাডসেন্সই পাবলিশারদের সব চাইতে বেশী পে করে থাকে।এবং কিছু নিশে এত বেশী পরিমান পে করে যা অবাক করার মত।এর আগে একটি আর্টিকেলে আমি লিখেছিলাম,গুগল অ্যাডসেন্সে কাজ করার জন্য কিছু হাই পেয়িং নিশ নিয়ে।আজকেও এই আর্টিকেলেও গুগল অ্যাডসেন্সে কাজ করার জন্য কিছু হাই পেয়িং নিশ নিয়েই আলোচনা করা হবে তবে তা হবে দেশ ভিত্তিক।অর্থাৎ,কোন নিশ নিয়ে কোন দেশকে টার্গেট করলে আমরা গুগল অ্যাডসেন্স থেকে বেশী আয় করতে পারব সেই বিষয়ে আলোচনা করা হবে।তাহলে চলুন শুরু করিঃ-

আপনি যদি আপনার সাইটে অ্যাডসেন্স অ্যাড প্লেস করে আয় করতে চান তাহলে আপনি তা খুব সহজেই করতে পারেবন,কারন অ্যাডসেন্স আপ্রুভ করানো তেমন কোন কঠিন কাজ না।কিন্তু আপনি যদি সঠিকভাবে আপনার নিশ এবং দেশ টার্গেট না করতে পারেন তাহলে আপনার জন্য গুগল অ্যাডসেন্স থেকে ভালো পরিমান আয় করা খুবই কঠিন একটি কাজ হয়ে যাবে।কারন গুগল অ্যাডসেন্স সকল নিশে এবং কী-ওয়ার্ডে সমান আরনিং দেয় না।

এবং আরও একটি কথা না বললেই নয় ,আপনি যদি অ্যাডসেন্স থেকে ভালো পরিমান আয় করতে চান তাহলে আপনাকে অবশ্যই ভালো মানের এসইও জানতে হবে।কারন আপনি শুধু হাই পেইং নিশ নিয়ে সাইট বানাবেন আর আরনিং হবে এমন নয়,সাইটে ত ভিসিটর আসতে হবে তাইনা?যাইহোক কথা না বাড়িয়ে মূল টপিক শুরু করা যাক।

ইউএসএ,কানাডা,ইউকে এবং অস্ট্রেলিয়ার জন্য হাই পেইং গুগল অ্যাডসেন্স নিশঃ

আপনি যদি হাই পেইং নিশ নিয়ে একটু পড়াশোনা করেন তাহলেই বুঝতে পারবেন শুধু হাই পেইং নিশ হলেই হবে না,সাথে ঐ নিশ এর জন্য টার্গেট কান্ট্রি খুঁজে বের করে সেই কান্ট্রি বেসড আর্টিকেল সাইটে পাবলিশ করতে হবে।”কান্ট্রি বেসড আর্টিকেল” এই কথাটা কেন বললাম?ধরেন আপনি নিশ টার্গেট করলেন Insurance এবং কান্ট্রি USA আর সাইটে পাবলিশ করলেন; Top 10 Best Insurance Company In India!অথচ আপনার কান্ট্রি টার্গেট অনুসারে আর্টিকেল লেখার কথা ছিল Top 10 Best Insurance Company In USA।আচ্ছা আপ্নাকেই জিজ্ঞাসা করি আপনি যদি ইউএসএ টার্গেট করে ইন্ডিয়া বেসড আর্টিকেল সাইটে লিখেন তাহলে সেই আর্টিকেল কখনোও কোনদিন ইউএসএ এর ভিসিটররা পড়বে?এক কথায় উত্তর পড়া ত দূরে থাক ইউএসএ এর মানুষ আপনার সাইট যদি সার্চে কখনও পেয়েও যায়;কিন্তু আপনার আর্টিকেল এর টাইটেল দেখে তাঁরা আর আপনার সাইটে ঢুকবে না।সুতরাং নিশ এবং দেশ টার্গেট এর সাথে সাথে আমাদের আর্টিকেল পাবলিশ এর বেপারেও সতর্ক হতে হবে।

ক) ইউএসএ এর জন্য বেস্ট গুগল অ্যাডসেন্স নিশঃ

আমেরিকার জন্য ইনস্যুরেন্স নিশ সব সময়ই সেরা,ইউএসএ তে ইনস্যুরেন্স নিশের জন্য এভারেজ সিপিসি ১৭.৫৫ ডলার।এবং ইনস্যুরেন্স নিশের আওতায় সকল প্রকার ইনস্যুরেন্স নিশ কে গননা করা হয় যেমনঃ হেল্‌থ ইনস্যুরেন্স,হোম ইনস্যুরেন্স,অটো ইনস্যুরেন্স,লাইফ ইনস্যুরেন্স।সকল প্রকার ইনস্যুরেন্স কী-ওয়ার্ড এর জন্য বিজ্ঞাপনদাতারা সব সময় পাবলিশারদের বেশী পে করে থাকে।কারন এখানে বিজ্ঞাপনদাতারা বিজ্ঞাপন এর জন্য যে পরিমান অর্থ ব্যায় করে তার চাইতে তাদের বেশী আয় করার সুযোগ রয়েছে।আর এই কারনেই ইনস্যুরেন্স নিশে এত বেশী সিপিসি পাওয়া যায়।

ইউএসএ এর জন্য বেস্ট গুগল অ্যাডসেন্স নিশ.jpg

ইউএসএ এর জন্য বেস্ট গুগল অ্যাডসেন্স নিশ,Image Credit: Semrush

আপনার টার্গেট কান্ট্রি যদি আমেরিকা হয় তাহলে আপনি ইনস্যুরেন্স ছারাও নিচের নিশগুলো নিয়ে কাজ করতে পারেনঃ-

  • Online Education-$12.08 (একটি ক্লিক এর জন্য এভারেজ ১২.০৮ ডলার পর্যন্ত পাবেন)।
  • Marketing and Advertising-$6.45 (একটি ক্লিক এর জন্য এভারেজ ৬.৪৫ ডলার পর্যন্ত পাবেন)।
  • Legal Averaging-$6.11 (একটি ক্লিক এর জন্য এভারেজ ৬.১১ ডলার পর্যন্ত পাবেন)।
  • Internet & Telecom-$4.96 (একটি ক্লিক এর জন্য এভারেজ ৪.৯৬ ডলার পর্যন্ত পাবেন)।

এই নিশ গুলো ছাড়া বাকি যে নিশ গুলো আছে সেই নিশ গুলো নিয়ে কাজ করলে আপনার আরনিং অনেক কম হবে,অন্য নিশ গুলোর জন্য আপনি এভারেজ প্রতি ক্লিক এর জন্য ২.২৮ ডলার পেতে পারেন।আপনি যদি এমন কোন সাইট তৈরি করতে পারেন যার ভিসিটর অনেক বেশী আছে তাহলে আপনি লো সিপিসি দিয়েও অনেক বেশী পরিমান আয় করতে পারবেন।যেমন স্বর্ণালঙ্কার (Jewelry Industry) নিশের জন্য আপনি প্রতি ক্লিকে ১.৯০ ডলার পর্যন্ত আয় করতে পারেবন।

খ) ইউকে এর জন্য বেস্ট গুগল অ্যাডসেন্স নিশঃ

ইউকে এর জন্য বেস্ট গুগল অ্যাডসেন্স নিশ.jpg

ইউকে এর জন্য বেস্ট গুগল অ্যাডসেন্স নিশ,Image Credit: semrush

ইউএসএ এর মত ইউকে এর জন্যও ইনস্যুরেন্স নিশ সেরা,ইউকে টার্গেট করে ইনস্যুরেন্স নিশ নিয়ে কাজ করলে আপনি এভারেজ প্রতি ক্লিকে ৬.৮৬ ডলার পর্যন্ত আয় করতে পারবেন।ইনস্যুরেন্স এর পর ইউকে তে Marketing আর Advertising নিশ থেকে ভালো পরিমান আয় করা যায়,Marketing এবং Advertising নিশ নিয়ে কাজ করলে আপনি এভারেজ ৩.২১ ডলার পর্যন্ত পেতে পারেন।এরপরে আরও একটি নিশ হল Cryptocurrency,এই নিশে আপনি প্রতি ক্লিকে ১.৮২ ডলার পর্যন্ত এভারেজ আয় করার সুযোগ পাবেন।

গ) অস্ট্রেলিয়ার এর জন্য বেস্ট গুগল অ্যাডসেন্স নিশঃ

অস্ট্রেলিয়ার এর জন্য বেস্ট গুগল অ্যাডসেন্স নিশ.jpg

অস্ট্রেলিয়ার এর জন্য বেস্ট গুগল অ্যাডসেন্স নিশ,Image Credit: semrush.com

অস্ট্রেলিয়ার হাই পেইং নিশ ইউকে এর মতই।কিন্তু ইনস্যুরেন্স অস্ট্রেলিয়ার অ্যাডসেন্স পাবলিশারদের জন্য সবচাইতে সেরা নিশ।অস্ট্রেলিয়াতে ইনস্যুরেন্স নিশের এভারেজ সিপিসি ৮.৩৯ ডলার।এছারা Marketing এবং Advertising এর জন্য এভারেজ সিপিসি $4.12, Cryptocurrency এর জন্য এভারেজ সিপিসি $3.08, Internet এবং Telecom এর জন্য এভারেজ সিপিসি $2.67, এবং Online Banking এর জন্য এভারেজ সিপিসি $2.09 ডলার।

ঘ) কানাডা এর জন্য বেস্ট গুগল অ্যাডসেন্স নিশঃ

কানাডা এর জন্য বেস্ট গুগল অ্যাডসেন্স নিশ.jpg

কানাডা এর জন্য বেস্ট গুগল অ্যাডসেন্স নিশ,Image Credit: semrush.com

কানাডা এর সিপিসি অন্যান্য দেশের চাইতে কিছুটা কম,যেমন আপনি কানাডাতে ইনস্যুরেন্স নিশের জন্য এভারেজ ৩.৫৭ ডলার পর্যন্ত পেতে পারেন।এছারা Marketing এবং Advertising নিশ এর জন্য এভারেজ পাবেন $2.74, Home এবং Garden নিশ এর জন্য এভারেজ পাবেন $2.21,Internet এবং Telecom, Legal নিশ এর জন্য এভারেজ পাবেন $2.19।সবমিলিয়ে ইনস্যুরেন্স,মার্কেটিং,অ্যাডভার্টাইজমেন্ট,ইন্টারনেট,টেলিকম এই নিশ গুলো অনেক লাভজঙ্ক নিশ হলেও তা কানাডা এর জন্য খুব একটা ভালো না।আপনি জসি কানাডা এর পাশাপাশি অন্য কোন দেশকে টার্গেট করতে পারেন তাহলে আপনি ভালো পরিমান আয় গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে করতে পারবেন।

এখন আমরা জানবো ইউএসএ,কানাডা,ইউকে এবং অস্ট্রেলিয়ার জন্য টপ পেইং কী-ওয়ার্ড  সম্পর্কেঃ

আমরা এতক্ষণ হাই পেইড গুগল অ্যাডসেন্স এবং নিশ সম্পর্কে জানলাম,এখন আমরা জানবো ইউএসএ,ইউকে,কানাডা এবং অস্ট্রেলিয়া এই দেশ গুলোর জন্য কোন কী-ওয়ার্ড গুলো অ্যাডসেন্সে কাজ করা জন্য বেস্ট।এখানে আমাদের ২ টি জিনিস খুব ভালো ভাবে খেয়াল রেখে কাজ করতে হবে।আমরা যখন কোন আর্টিকেল লিখবেন তখন আর্টিকেল এর ভেতর আমাদের কে দুই ধরনের কী-ওয়ার্ড ইনপুট করতে হবে।এখন প্রশ্ন হল কোন দুই ধরনের কী-ওয়ার্ড আর্টিকেল লেখার সময় ইনপুট করব?এক,আমরা যখন আর্টিকেল লিখব তখন এমন কী-ওয়ার্ড আমাদের কন্টেন্টে রাখতে হবে যেগুলোর সিপিসি অনেক হাই কিন্তু এই কী-ওয়ার্ড দিয়ে সাইটে ভিসিটর নিয়ে আসা অনেক কষ্টকর ব্যাপার।দুই,আমরা যখন আর্টিকেল লিখব তখন এমন কী-ওয়ার্ড আমাদের কন্টেন্টে রাখতে হবে যেগুলোর সিপিসি লো+মোটামুটি কিন্তু এই কী-ওয়ার্ড দিয়ে সাইটে ভিসিটর নিয়ে আসা অনেক সহজ।কিন্তু কেন আমরা এই কাজ করব?এই রকম করে কী-ওয়ার্ড দিয়ে আর্টিকেল লিখলে মানুষ লো কম্পিটিশন এর কী-ওয়ার্ড দিয়ে আমাদের সাইটে আসবে কিন্তু আমাদের আর্টিকেলে হাই সিপিসি কী-ওয়ার্ড থাকার কারনে আমাদের সাইটে গুগল অ্যাডসেন্স হাই সিপিসি বিজ্ঞাপন দেখাবে আর হাই সিপিসি বিজ্ঞাপনে ক্লিক পড়লে আপনার আরনিং স্বাভাবিক ভাবেই বেড়ে যাবে।

গুগল অ্যাডসেন্স এর জন্য ইউএসএ বেসড হাই পেইং কী-ওয়ার্ড কোনগুলো?

ইনস্যুরেন্স নিশ ইউএসএ এর জন্য ভালো এটা আমরা এই আর্টিকেল এর শুরুর দিকেই জেনেছি!নিচে কিছু ইনস্যুরেন্স কী-ওয়ার্ড এবং তাদের সিপিসি উল্লেখ করা হলঃ

  • Geico Insurance ($83.24)
  • Instant Auto Insurance Quote ($69.72)
  • Get Auto Insurance Online ($67.28)
ইউএসএ বেসড হাই পেইং কী-ওয়ার্ড

ইউএসএ বেসড হাই পেইং ইনস্যুরেন্স কী-ওয়ার্ড,Image Credit: semrush

এছারাও জনিপ্রিয় সার্চ এর তালিকায় আছে Farmer’s Insurance যার প্রতি মাসে সার্চ ভলিউম প্রায় ৪৫০,০০০, Farm Insurance এই কী-ওয়ার্ডও প্রতি মাসে প্রায় ৪৫০,০০০ বার সার্চ করা হয়ে থাকে,Car Insurance এই কী-ওয়ার্ড প্রতি মাসে প্রায় ৩৬৮,০০০ বার সার্চ করা হয়ে থাকে,Travel Insurance এই কী-ওয়ার্ড প্রতি মাসে প্রায় ৩৬৮,০০০ বার সার্চ করা হয়।

অনলাইন এডুকেশন এর জন্য জনপ্রিয় সার্চ করা কী-ওয়ার্ড গুলো হল;

  • Start Online College Today এই কী-ওয়ার্ড এর সিপিসি $68.22
  • Apply For Online College Classes এই কী-ওয়ার্ড এর সিপিসি  ($67.36)
  • Online College Application এই কী-ওয়ার্ড এর সিপিসি ($66.08)

এবং এই নিশের প্রায় সকল কী-ওয়ার্ড এর প্রতি মাসে সার্চ ভলিউম প্রায় ৫৫০,০০০ থেকে ১১০,০০০ এর মধ্য।

ইউএসএ বেসড হাই পেইং কী-ওয়ার্ড

ইউএসএ বেসড হাই পেইং অনলাইন এডুকেশন কী-ওয়ার্ড,Image Credit: semrush.com

এরপরেই আছে Marketing এবং Advertising নিশ,এবার আমরা এই নিশের কিছু কী-ওয়ার্ড এবং তাদের এভারেজ সিপিসি সম্পর্কে জানবো;

  • Local Internet Advertising এই কী-ওয়ার্ড এর সিপিসি $22.08
  • Email Marketing এই কী-ওয়ার্ড এর সিপিসি $20.95
  • Seo Consulting Services এই কী-ওয়ার্ড এর সিপিসি 16.29$
ইউএসএ বেসড হাই পেইং কী-ওয়ার্ড.jpg

ইউএসএ বেসড হাই পেইং মার্কেটিং এবং বিজ্ঞাপন সম্পর্কিত কী-ওয়ার্ড,Image Credit: semrush

এবং এই নিশের প্রায় সকল কী-ওয়ার্ড এর প্রতি মাসে সার্চ ভলিউম প্রায় ৯্‌৫০০ থেকে ১৩,৫০০০ এর মধ্য।

গুগল অ্যাডসেন্স এর জন্য ইউকে বেসড হাই পেইং কী-ওয়ার্ড কোনগুলো?

আমরা যদি ইউকে এর জন্য গুগল অ্যাডসেন্স এর কী-ওয়ার্ড নিয়ে রিসার্চ করি তাহলে আমরা দেখতে পারব,ইউকে তে ইউএসএ এর মত ইনস্যুরেন্স নিশেই বেশী পে করা হয়।তবে ইউকে তে মূলত বিজনেস রিলেটেড ইনস্যুরেন্স কী-ওয়ার্ডে বেশী সিপিসি প্রদান করা হয়।নিচের কী-ওয়ার্ড গুলো দেখুনঃ

  • Low Cost Life Insurance এই কী-ওয়ার্ড এর সিপিসি 28.83$
  • Business Health Insurance এই কী-ওয়ার্ড এর সিপিসি 42.25$
ইউকে বেসড হাই পেইং কী-ওয়ার্ড.jpg

ইউকে বেসড হাই পেইং ইনস্যুরেন্স কী-ওয়ার্ড,Image Credit: semrush

ইউকে এর পপুলার কী-ওয়ার্ড গুলো ইউএসএ এর মতই,তবে অ্যাডসেন্স থেকে বেশী আয় করার জন্য আপনাকে Car Insurance এবং Travel Insurance নিয়ে কাজ করতে হবে।

Marketing এবং Advertising নিশের সিপিসি জন্য প্রতি ক্লিক এর রেট $20.80 থেকে শুরু;নিচের কী-ওয়ার্ড এবং সিপিসি দেখুনঃ

  • Local SEO Company এই কী-ওয়ার্ড এর সিপিসি $20.80
  • Yahoo Advertising এই কী-ওয়ার্ড এর সিপিসি $25.48
  • Internet Security Firewall এই কী-ওয়ার্ড এর সিপিসি $155.13
ইউকে বেসড হাই পেইং কী-ওয়ার্ড

ইউকে বেসড হাই পেইং মার্কেটিং এবং বিজ্ঞাপন সম্পর্কিত কী-ওয়ার্ড,Image Credit: semrush.com

এছারাও, Logo Design,SEO,PR এবং Branding ইউকে তে এই কী-ওয়ার্ড গুলো বেশী সার্চ করা হয় এবং বেশ জনপ্রিয়।

ইন্টারনেট এবং টেলিকম কী-ওয়ার্ডেও ইউকে তে ভালো পরিমান পে করে গুগল অ্যাডসেন্স।ইন্টারনেট এবং টেলিকম কী-ওয়ার্ডে সর্বনিম্ন $36.80 থেকে শুরু এবং মাক্সিমাম পে করা কী-ওয়ার্ড হলঃ

  • Internet Security Firewall এই কী-ওয়ার্ড এর সিপিসি 155.13$
  • 3 Mobile Broadband এই কী-ওয়ার্ড এর সিপিসি 36.80$
  • Network Firewall Security এই কী-ওয়ার্ড এর সিপিসি 98.93$
ইউকে বেসড হাই পেইং কী-ওয়ার্ড.jpg

ইউকে বেসড হাই পেইং ইন্টারনেট এবং টেলিকম কী-ওয়ার্ড,Image Credit: semrush

অস্ট্রেলিয়া বেসড হাই পেইং কী-ওয়ার্ডঃ

অস্ট্রেলিয়াতে হাই পেইং কী-ওয়ার্ড এর মধ্য রয়েছে “Life insurance” এবং ইনস্যুরেন্স কী-ওয়ার্ড গুলোর জন্য সিপিসি শুরু ৫৩.৩৪ ডলার,যেমনঃ “Family Life Insurance Quotes” এই কী-ওয়ার্ড এর জন্য সিপিসি ৫৩.৩৪ ডলার;এই রকম আরও কিছু কী-ওয়ার্ড হলঃ

  • Life Insurance Quote এই কী-ওয়ার্ড এর সিপিসি 58.50$
  • Family Life Insurance Quotes এই কী-ওয়ার্ড এর সিপিসি 53.34$
  • Purchase Life Insurance Online এই কী-ওয়ার্ড এর সিপিসি 54.86$
অস্ট্রেলিয়া বেসড হাই পেইং ইনস্যুরেন্স কী-ওয়ার্ড.jpg

অস্ট্রেলিয়া বেসড হাই পেইং ইনস্যুরেন্স কী-ওয়ার্ড,Image Credit: semrush

Marketing এবং Advertising নিশের সিপিসি ৩১.৬২ ডলার থেকে শুরু করে ১১২.৯৩ ডলার পর্যন্ত আছে।যেমনঃ Web Marketing Company এর সিপিসি ৩১.৬২ ডলার!!!এই রকম আরও কিছু কী-ওয়ার্ড হলঃ

  • Search Marketing Company এই কী-ওয়ার্ড এর সিপিসি 112.93$
  • Web Marketing Company এই কী-ওয়ার্ড এর সিপিসি 112.93$
  • Search Engine marketing Agency এই কী-ওয়ার্ড এর সিপিসি 85.99$
অস্ট্রেলিয়া বেসড হাই পেইং কী-ওয়ার্ড.jpg

অস্ট্রেলিয়া বেসড হাই পেইং কী-ওয়ার্ড,Image Credit: semrush

আপনি চাইলে ক্রিপ্টোকারেন্সি কী-ওয়ার্ড অথবা নিশ নিয়েও অস্ট্রেলিয়াতে কাজ করতে পারেন।কারন এই নিশের প্রচুর ডিমান্ড রয়েছে অস্ট্রেলিয়াতে।যেমনঃ How to Buy Cryptocurrency in Australia এই কী-ওয়ার্ড এর সিপিসি $50.51 এবং Cryptocurrency Trading Sites এই কী-ওয়ার্ড এর সিপিসি অস্ট্রেলিয়াতে $31.49।

অস্ট্রেলিয়া বেসড হাই পেইং কী-ওয়ার্ড.jpg

অস্ট্রেলিয়া বেসড হাই পেইং কী-ওয়ার্ড,Image Credit: semrush

কানাডা বেসড হাই পেইং কী-ওয়ার্ডঃ

আলোচিত অন্যান্য দেশের চাইতে কানাডাতে সকল কী-ওয়ার্ড এর সিপিসি তুলনামূলকভাবে অনেক কম।যেমন,সেরা ৫ টি ইনস্যুরেন্স এর কী-ওয়ার্ড এর সিপিসি ১২.৪৭ ডলার থেকে ১৭ ডলার পর্যন্ত।সেরা কিছু ইনস্যুরেন্স কী-ওয়ার্ড এর সিপিসি হলঃ

  • Auto Insurance Price Quotes এই কী-ওয়ার্ড এর সিপিসি 17$
  • Home Insurance Quotes এই কী-ওয়ার্ড এর সিপিসি 14.43$
  • Homeowners Insurance Quotes এই কী-ওয়ার্ড এর সিপিসি 13.59$
কানাডা বেসড হাই পেইং কী-ওয়ার্ড.jpg

কানাডা বেসড হাই পেইং কী-ওয়ার্ড,Image Credit: semrush

ইনস্যুরেন্স এর পর পপুলার কী-ওয়ার্ড হল মার্কেটিং এবং অ্যাডভারটাইসিং এই নিশের কী-ওয়ার্ড এর জন্য সিপিসি শুরু ১৭ ডলার থেকে ২৬.১০ ডলার পর্যন্ত।নিচে মার্কেটিং এবং অ্যাডভারটাইসিং এর হাই পেইং কী-ওয়ার্ড গুলো দেখুনঃ

  • Search Engine Marketing Agency এই কী-ওয়ার্ড এর সিপিসি 17$
  • Email Marketing এই কী-ওয়ার্ড এর সিপিসি 26.10$
  • Online Video Advertising এই কী-ওয়ার্ড এর সিপিসি 20.54$
মার্কেটিং এবং অ্যাডভারটাইসিং কী-ওয়ার্ড.jpg

মার্কেটিং এবং অ্যাডভারটাইসিং কী-ওয়ার্ড,Image Credit: semrush.com

ইন্টারনেট এবং টেলিকম ইউএসএ,ইউকে এবং অস্ট্রেলিয়া এর চাইতে কম হলেও তুলনামুলকভাবে অন্যান্য দেশের থেকে অনেক ভালো সিপিসি আছে,ইন্টারনেট এবং টেলিকম নিশের কী-ওয়ার্ড এর সিপিসি ১৮.৩২ ডলার থেকে শুরু করে ২৩.৮২ ডলার পর্যন্ত।নিচে ইন্টারনেট এবং টেলিকম নিশের পপুলার কিছু কী-ওয়ার্ড সিপিসি সহ দেখুনঃ

  • Network Security Monitoring এই কী-ওয়ার্ড এর সিপিসি 23.82$
  • Data Security Industry এই কী-ওয়ার্ড এর সিপিসি 21.77$
  • Cloud Data Security এই কী-ওয়ার্ড এর সিপিসি 19.77$
ইন্টারনেট এবং টেলিকম কী-ওয়ার্ড.jpg

ইন্টারনেট এবং টেলিকম কী-ওয়ার্ড,Image Credit: semrush

এই ছিল আজকে আর্টিকেল এর আলোচ্য বিষয়।আমি আশা করছি আপনি এই আর্টিকেল পরে ইউএসএ,ইউকে,অস্ট্রেলিয়া এবং কানাডা এর সব চাইতে লাভজনক গুগল অ্যাডসেন্স নিশ এবং কী-সম্পর্কে একটি ধারনা পেয়েছেন,যা আপনার নিশ এবং কী-ওয়ার্ড রিসার্চে কাজে লাগবে বলে আমি মনে করি।এই আর্টিকেল পড়ে আপনার কোন জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই মন্তব্য করে জানাবেন।আর এই সাইটে আপনি আমাদের নিকট কি ধরনের কন্টেন্ট আশা করেন তা মন্তব্যর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Warning: Trying to access array offset on null in /home/bcsaid/instabangla.com/wp-content/themes/disto/single.php on line 260