কেউ কি আপনার ফেসবুক অ্যাকাউন্টে নজর রাখছে?জানতে পারবেন যেভাবে

টেক ডেস্কঃ কেউ কি গোপনে আপনার ফেসবুক অ্যাকাউন্ট এর উপরে নজর রাখছে কিনা এটা যেভাবে চেক করার যাবে সেই পদ্ধতি নিয়েই আজকের এই লেখা।অনেকেই হয়ত আপনার ফেসবুক বন্ধু তালিকায় আছে কিন্তু আপনার হয়ত তাঁর সাথে কখনও সেভাবে মেসেজ আদান প্রদান হয়নি।কিন্তু সে হয়ত নিয়মিত আপনার ফেসবুক প্রোফাইল এর উপর নজর রেখে চলেছে (হতে পারে সে আপনাকে খুব পছন্দ করে অথবা হয়ত তাঁর কোন খারাপ উদ্দেশ্যও থাকতে পারে)।সে যে কারনেই হোকনা কেন নজর যে রাখছে এটাই বড় কথা।

কেউ আপনার ফেসবুক অ্যাকাউন্ট এর উপরে নজর রাখছে কিনা এটা জানার যে কয়টি পদ্ধতি আছে তার মধ্য আজকের এই আর্টিকেলে আলোচিত পদ্ধতিটিই সব চাইতে জনপ্রিয়।এই পদ্ধতিতে প্রথমে আপনার কম্পিউটার এর ইন্টারনেট ব্রাউজার থেকে https://facebook.com এই ঠিকানায় যেতে হবে।এখন ফেসবুকের হোম পেজ আসলে আপনার লগিন তথ্য দিয়ে ফেসবুকে লগিন করতে হবে আর যদি আপনার কম্পিউটার ব্রাউজারে আগে থেকেই আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগিন করা থাকে তাহলে আবার পুনরায় লগিন করার দরকার নাই।

লগিন এর পর আপনাকে আপনার ফেসবুক প্রোফাইলে যেতে হবে।এরপর পেজের যেকোনো জায়গায় মাউস রেখে মাউসের ডান বাটনে ক্লিক করতে হবে।ক্লিক করার পর নিচের ছবির মত দেখা যাবে এখন View Page Source এই লেখাতে ক্লিক করতে হবে।এই লেখায় ক্লিক করার পর ফেসবুকের সেই পেজের সোর্স কোড একটি ট্যাবে ওপেন হয়ে যাবে।

 

View Page Source.jpg

সোর্স কোড ওপেন হবার পরে কী-বোর্ডে Ctrl+F প্রেস করুন এবং এর পর ‘BUDDY_ID’ এই লেখাটি সোর্স কোড থেকে খুঁজে বের করুন।এই লেখাটি খুঁজে পেলে এখানে আপনি কিছু নাম্বার পাবেন।এই নাম্বার গুলো মূলত আপনার বন্ধুদের ফেসবুক অ্যাকাউন্ট এর আইডি নাম্বার যারা আপনার প্রোফাইল নিয়মিত ভিসিট করে।নিচের ছবিতে মার্ক করা অংশ দেখুন।

BUDDY_ID.jpg

আপনি এখান থেকেও আপনার প্রোফাইল যারা ভিসিট করে তাদের সম্পূর্ণ ইনফর্মেশন দেখতে পারবেন আবার আপনি চাইলে facebook.com/BUDDY_ID এখানে BUDDY_ID এর জায়গায় খুঁজে পাওয়া ১৫ ডিজিটের সংখ্যা দিয়ে ভিসিট করেও আপনি সরাসরি তার ফেসবুক প্রোফাইল দেখতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Warning: Trying to access array offset on null in /home/bcsaid/instabangla.com/wp-content/themes/disto/single.php on line 260