আজকে থেকে দেশের সব ক’টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি পক্রিয়া শুরু হচ্ছে।আজকে ১৫ ডিসেম্বর মঙ্গলবার থেকে শুরু করে আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে।চলতি বছরে করোনাভাইরাস এর প্রাদুর্ভাব এর কারনে সরাসরি ভর্তি ফরম বিতরন করবে না স্কুলগুলো।সুধুমাত্র অনলাইনের মাধ্যমে gsa.teletalk.com.bd এর মাধ্যমে ভর্তির আবেদন করা যাবে।এবং আগামী ৩০ ডিসেম্বরে ভর্তির জন্য লটারি এর মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে।
গতকাল ১৪ ডিসেম্বর সোমবার এই সংক্রান্ত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এর একটি বিজ্ঞপ্তিতে বিস্তারিত নিয়ামবলি উল্লেখ করা হয়েছে।সেখানে থানা,জেলা এবং বিভাগ পর্যায়ে যত সরকারী বিদ্যালয় রয়েছে তাদের ভর্তির নিয়ামবলি উল্লেখ করা হয়েছে।উল্লেখ করা হয়েছে কিভাবে অনলাইন এবং এসএমএস এর মাধ্যমে আবেদন ফরম পুরন করার যাবে এবং ভর্তি ফি সংক্রান্ত বিস্তারিত তথ্য।
এর আগে ঢাকা মহানগরে সরকারি মাধ্যমিক বিদ্যালয় ছিল ৩৯ টি এবং এদের শাখা ছিল ৩ টি।এবার আরও দুটি বিদ্যালয় জাতীয়করণ হওয়ার কারনে নতুন করে যুক্ত হয়েছে।বরাবরের মত এবারও বিদ্যালয়গুলোকে ৩ টি গ্রুপে A,B,C ভাগ করে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে।
যেকোনো শিক্ষার্থী যেকোনো গ্রুপের ৫ টি বিদ্যালয় তার পছন্দের তালিকায় দিতে পারবে।এবং এই পছন্দ তালিকা থেকে লটারি এর মাধ্যমে যেকোনো একটি বিদ্যালয় কে সেই শিক্ষার্থীর জন্য নির্বাচন করা হবে।এর আগে শিক্ষার্থীরা শুধু একটি গ্রুপ এর যেকোনো একটি স্কুলকে ভর্তি হবার জন্য পছন্দ করতে পারত।
আবেদন সংক্রান্ত সকল তথ্য পাওয়া যাবে এই লিংকেঃ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি
Leave a Reply