যে ফ্রি ওয়েব হোস্টিং কোম্পানির হোস্টিং আপনি একদম ফ্রী ব্যাবহার করতে পারেন

ওয়েবসাইট তৈরি করতে গেলেই  প্রথমে যে কথা আসে সেইটা হল ডোমেইন এবং হোস্টিং।আমরা যারা নতুন অনলাইনে এসেছি তাদের সবার হোস্টিং কেনার মত অবস্থা শুরুর দিকে থাকে না।আবার আমরা যারা নতুন কাজ শিখতে শুরু করি তাদেরও সেম প্রব্লেম দেখা দেয়।আজকে আমরা এই আর্টিকেলে এমন কয়েকটি ফ্রী হোস্টিং কোম্পানি সম্পর্কে জানবো যারা আপনাকে তাদের সার্ভিস সম্পূর্ণ ফ্রী ব্যাবহার করতে দিবে।তবে আগেই বলে রাখা ভালো যে আপনি এই সার্ভিস গুলো শুধু মাত্র আপনার শেখার কাজে ব্যাবহার করতে পারেন কখনই এসব ফ্রী সার্ভিস কোন রকম প্রফেশনাল সার্ভিস/কাজে ব্যাবহার করা উচিত নয়।

আপনি যদি ওয়ার্ডপ্রেস দিয়ে আপনার ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে আপনি অনেক ফ্রী ওয়েব হোস্টিং পেয়ে যাবেন।ফ্রী হোস্টিং খুঁজে পাতে আপনার ইন্টারনেট ব্রাউজার থেকে যেকোনো একটি সার্চ ইঞ্জিন ওপেন করুন এবং লিখুন “Best Free WP Webhosting” তাহলে আপনার সামনে অগনিত ফলাফল হাজির হয়ে যাবে।কিন্তু এই লক্ষ লক্ষ ফলাফল থেকে ভালো সার্ভিস খুঁজে বের করা একেবারেই সহজ কাজ নয়।তাই আপনাকে এই ঝামেলার হাত থেকে বাচাতেই আমাদের আজকের এই লেখা।

প্রথমেই বলতে হবে Hostingger এর কথা।যদিও হোস্টিংজার আমাদেরকে ফ্রী ডোমেইন হোস্ট করতে দেই না।কিন্তু এর দাম এতয় কম যে একে ফ্রীই বলা চলে।কারন আপনি চাইলেই এখানে সুধুমাত্র ০.৮০ সেন্ট খরচ করে আপনার ডোমেইন এখানে অ্যাড করে আপনার ওয়েবসাইট রান করতে পারবেন।

জিরো জিরো ওয়েব হোস্টে আপনি ফ্রী তে আপনার ডোমেইন হোস্ট করে আপনার ওয়েবসাইট রান করতে পারবেন।এখানে আপনি সম্পূর্ণ ফ্রীতে হোস্টিং সেবা উপভোগ করতে পারবেন।জিরো জিরো ওয়েব হোস্ট হোস্টিংজার এর পার্টনার কোম্পানি।এদের সেবাও হোস্টিংজার কোম্পানির মতই।আপনি হয়ত ভাবছেন তাঁরা আপনাকে ফ্রী হোস্টিং দিবে এদের সার্ভিস কি ভালো হবে?হ্যাঁ আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি এদের সার্ভিস সম্পর্কে।এদের সার্ভারে হোস্ট করা ওয়েবসাইট অনেক দ্রুত লোড হবে।এবং জিরো জিরো ওয়েব হোস্ট জম্পানি আপনার ওয়েবসাইটে কোন রকম বিজ্ঞাপন দিবে না।

InfinityFree হোস্টিং কোম্পানি আপনাকে ফ্রীতে হোস্টিং সেবা অফার করে।এখন পর্যন্ত প্রায় ৩ লাখেরও বেশী মানুষ তাদের ওয়েবসাইট ফ্রীতে ইনফিনিটি ফ্রীতে অ্যাড করে ব্যাবহার করছে।এরা প্রায় ১০ বছর হলে মানুসদের ফ্রী হোস্টিং সেবা প্রদান করে আসছে।তাই এদের সার্ভিস কোয়ালিটি নিয়ে আমাদের ভাবার কোন কারন নাই।আপনি যদি ফ্রী তে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে ইনফিনিটি ফ্রী হতে পারে আপনার জন্য এক্মত্র সল্যুশন।আর সব চাইতে বড় কথা হলে এদের সার্ভিস ফ্রী হলেও এরা আপনাকে সব ফিচার আনলিমিটেড দিবে।

Awardspace আরও একটি চমৎকার ফ্রী হোস্টিং কোম্পানি। আপনি হদি একটি ওয়ান পেজ ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে এওয়ার্ডস্পেস হোস্টিং কোম্পানি হতে পারে আপনার সেরা সল্যুশন।আপনি এখানে ৯৯% সার্ভার আপটাইম পাবেন এবং এক ক্লিকে ওয়ার্ডপ্রেস সিএমএস ইন্সটল করার সুবিধা ত আছে।এওয়ার্ডস্পেসও আপনার ওয়েবসাইটে কোন রকম বিজ্ঞাপন প্রদর্শন করবে না।

FreeHosting আরও একটি জনপ্রিয় ফ্রী হোস্টিং কোম্পানি,যারা আপানাকে ফ্রী তে তাদের সার্ভার ব্যাবহার করতে দিবে।এটি একটি ইউরপিয়ান হোস্টিং কোম্পানি।এদের সার্ভিস এর গুনগত মানের জন্য এটি খুবই জনপ্রিয়তা অর্জন করেছে।আপনি যখন এদের হোস্টিং এ আপনার ওয়েবসাইট চালু করবেন তখন এরা আপনাকে আনলিমিটেড ব্যান্ডউইথ সুবিধা প্রদান করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *