নিউজ ডেস্কঃ এবারের পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে নিজেদের পক্ষে জয় ধরে রাখতে বিপুল পরিমান টাকা বিলাতে পারে বলে আসংখা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।তবে মমতা গাইছে অন্য সুরে জ্ঞান, মমতা জনসাধারনদের বলে বেরাচ্ছেন যদি বিজেপি আপনাদের ভোট কেনার জন্য আপনাদেরকে টাকা অফার করে তাহলে সেই টাকা আপনারা আপনাদের নিজের মনে করে নিবেন কিন্তু ভোট দিবেন না।আজকে শনিবার পূর্ব মেদিনীপুরের জনসভায় ভাষণ দেওয়ার সময় এই কথা বলেন তিনি।
এই সময় মমতা বলেন ওরা বিজেপি ওরা বর্তমানে কেন্দ্রীয় সরকারে আছে।ওরা আপনাদের ভোট কেনার জন্য টাকা দিতে চাইবে।আমি আপনাদের অনুরধ করব বিজেপি আপনাদের টাকা দিতে চাইলে নিয়ে নিন,কেননা এই টাকা আপনার।এই টাকা আপনার দেওয়া ট্যাক্সের টাকা।তাই বিজেপির কেউ টাকা অফার করলে লুফে নিন।কিন্তু তাদের ভোট দিয়েন না।
এই সময় মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, এমনিতে টাকার বিনিময়ে কাউকে ভোট দেওয়া একটি অপরাধ।কিন্তু বিজেপি আপনাকে টাকা দিলে সেইটা আপনারা নিতে পারেন কেননা এই টাকা আপনারই দেওয়া ট্যাক্সের টাকা।সুতরাং টাকা নিবেন বিজেপির থেকে আর ভোট দিবেন তৃণমূলকে।
বিরোধী শিবিরের সোমলোচনা করে তৃণমূল সুপ্রিমো বলেন, একটি কথা সর্বদা মনে রাখবেন যদি শান্তিতে বসবাস করতে চান তাহলে আমাদের এই রাজ্যের একটা ভোটও বিজেপিকে দেওয়া যাবে না।আমরা চাইনা আমাদের পশ্চিমবঙ্গে কোন বহিরাগত এসে রাজত্ব করুক।এই সময় বিজেপি কে লক্ষ্য করে তিনি আরও বলেন, বিজেপি মানুষকে চমকায়-ধমকায় ওরা মানুষের জমি লুত করে।
এই সময় মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদীকে আক্রমন করে বলেন, প্রধানমন্ত্রীকে বলুন ১৫ লাখ রুপি কোথায় গেল?এক লাখ রুপিওত দেয় নি শুধু শুধু মানুষের কাছে মিথ্যা বলে আর কুৎসা রটিয়ে বেড়ায়।
অন্যদিকে বিজেপির কেন্দ্র থেকে তৃণমূলকে তোলাবাজ দল হিসাবে বার বার আক্রমন করে আসছে।তার জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি নিজেরা লাখ লাখ কোটি কোটি রুপি তোলাবাজি করে এসে আমাদেরকে তোলাবাজ বলছে! বিজেপি হল এই দেশের সব চাইতে বড় তোলাবাজ।বিজেপিকে কোন রাজনৈতিক দল বলা যাবে না,বিজেপি হল একটা জঘন্য দল।
এই সময় মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, আমরা আমাদের নন্দিগ্রাম,সিঙ্গুরে আমাদের দেশের কৃষকদের রক্ষার জন্য প্রান দিয়েছি।আমরা কখনও কৃষকদের জমি কেড়ে নেই নি।কিন্তু বিজেপি তিনটি বিল এনে আমাদের দেশের কৃষকদের জমি কেড়ে নিতে চাচ্ছে।
Leave a Reply