আজকে আমি আপনাদের মাঝে যে আর্টিকেলটি নিয়ে হাজির হয়েছে সেটি হল। ওয়েবসাইট ধীরগতি হলে একটি ওয়েবসাইটের কি কি সমস্যা হতে পারে? তা নিয়ে আমি আজকের আর্টিকেলটি রেডি করেছি। তো কথা না বাড়িয়ে বিস্তারিত আর্টিকেল এর মধ্যে চলে যাই।
আমরা যারা অনলাইনে এর সাথে জড়িত আছি। তাদের কম করে হলেও একটি ওয়েবসাইট রয়েছে। আবার অনেকের অনেক বেশি বেশি ওয়েবসাইট রয়েছে। কিন্তু হয়তো কোন কারণের জন্য আমাদের ওয়েব সাইট স্লো বা ধীরগতি হতে পারে। আবার আমরা অনেকে আছি যে সার্ভার ডাউন হয়ে সাইট ধীরগতি হয়ে গেলেও আমরা এটাকে খুব একটা গুরুত্ব দেই না। কিন্তু আমরা কি কোন বার লক্ষ্য করেছি যে এই ওয়েবসাইট দিয়ে করতে হলে আমাদের কি কি সমস্যা হতে পারে? আজকে আমি সাধারণত এই সমস্যাগুলো নিয়ে আপনাদের মাঝে কিছু কথা আলোচনা করব।
ওয়েবসাইট স্লো বা ধীরগতি হয়ে গেলে। আমাদের সর্বপ্রথম যে সমস্যা তৈরি হয় সেটি হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। যেটাকে আমরা এসইও বলে জানি। একটা ওয়েবসাইটের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এসইও। কোনো কারণে যদি এই জিনিসটির ব্যাঘাত ঘটে তাহলে আমাদের অনেক বড় একটি প্রবলেমের সম্মুখীন হতে হয়। কেননা আমরা জানি যে একটি ওয়েবসাইটে প্রাণ বা জীবনী হচ্ছে ভিজিটরস। যতদিন একটি ওয়েবসাইটের মধ্যে ভিজিটর রয়েছে। কতদিন সেই ওয়েবসাইট এর মূল্য রয়েছে। আর যদি একটি ওয়েবসাইটে ভিজিটর না থাকে তাহলে সেই ওয়েবসাইটে একদমই মূল্য নেই। এখন সাধারণত মানুষ গুগলের সার্চ করে যদি আপনার ওয়েব সাইটটি ভিজিট করতে যায়। সে ক্ষেত্রে ভিউয়ার্স ক্লিক করবে কিন্তু আপনার সাইটের লোড হতে অনেকটা টাইম নিচ্ছে। বা অনেকক্ষণ ধীরগতি অনুভব করতেছে। তাহলে অবশ্যই সেই ভিজিটর টি আপনার সাইটে আর ঢুকবে না। সে ব্যাক স্পেস এ ক্লিক করে অন্য ওয়েবসাইটে সেই তথ্যটি খোঁজার চেষ্টা করবে। অতএব আপনার থেকে ভিজিটর হারিয়ে গেল।
কিন্তু এখানে শুধু যে একবার এরকম হবে তা কিন্তু নয়। কোন ভিজিটর যদি আপনার সাইটে ক্লিক করে একবার যেন কিছু মনে করে থাকে। তাহলে পরবর্তী টাইমে কোন তথ্য খোঁজার সময় আপনার ওয়েবসাইট এ ক্লিক করতে আগ্রহী হবে না। কেননা আগে কোন সময় আপনার ওয়েবসাইটটি ভিজিট করতে ধীরগতির সম্মুখীন হতে হয়েছিল। অতএব আপনার মাত্র কিছু সমস্যার জন্য আপনার সাইটের প্রাণ যায় যায় অবস্থা।
তাই আমি সবসময় চিন্তা করব যে আমাদের ওয়েবসাইট যেন কোন সময় ডাউন না থাকে। এর জন্য আমরা সবসময় ভালো কোন ওয়েব হোস্টিং ব্যবহার করব। এবং সাইটকে সবসময় ফার্স্ট রাখার চেষ্টা করব।
Leave a Reply