ওয়াইফাই রিপিটার এবং ওয়াইফাই এক্সটেন্ডার এর মধ্যে পার্থক্য সমূহ কি কি?

টেলিফোন আর মোবাইল দুইটা দিয়েই কথা বলা গেলেও এদের কাজের ধরন এদের কে আলাদা আলাদা নামকরণ করা হয়েছে।একই ভাবে ওয়াইফাই রিপিটার এবং ওয়াইফাই এক্সটেন্ডার এর কাজ একই হলেও এদের মধ্য কিছু পার্থক্য রয়েছে।আর এই নাম গুলো হয়ত আপনি অনেকবার শুনে থাকবেন।আজকের এই আর্টিকেল এর মাধ্যমে আমরা ওয়াইফাই রিপিটার এবং ওয়াইফাই এক্সটেন্ডার মধ্য পার্থক্য সমূহ জানবো।

আপনি হয়ত আপনার বাসা অথবা অফিসে ওয়াই-ফাই রাউটার লাগিয়েছেন ইন্টারনেট ব্যাবহার করার জন্য,কিন্তু আপনার বাসা অথবা অফিসের কোন এক জায়গায় হয়ত ইন্টারনেট সিগন্যাল পাচ্ছেন না।এমন হলে তখনই প্রয়োজন পরে ওয়াইফাই রিপিটার এবং ওয়াইফাই এক্সটেন্ডার ডিভাইস এর।আর এই ডিভাইস দু’টি আপনার নেটওয়ার্ক রেঞ্জ বাড়ানোর কাজে সাহায্য করে।

ওয়াইফাই রিপিটার আপনার রাউটার থেকে সিগন্যাল নিয়ে সেই সিগন্যাল কে আরও বেশী জায়গায় ছড়িয়ে দেয়।ওয়াইফাই রিপিটার সেই জায়গায় সেট করতে হয় যে জায়গা থেকে আপনার রাউটার এর সিগন্যাল দুর্বল হওয়া শুরু করে।আর ওয়াইফাই এক্সটেন্ডার আপনার রাউটারের সাথে ক্যাবল এর মাধ্যমে যুক্ত করে যে এলাকায় আপনার রাউটার এর সিগন্যাল দুর্বল সেসব জায়গায় নেটওয়ার্ক বিস্তার করে।

ওয়াইফাই রিপিটারকে নেটওয়ার্ক রিপিটারও বলা হয়ে থাকে।ওয়াইফাই রিপিটার তার নিজস্ব টেকনোলজি ব্যাবহার করে  আপনার মূল রাউটার এর সাথে যুক্ত হতে পারে,ওয়াইফাই রিপিটার দামেও অনেক সস্তা এবং দেখতে অনেক ছোট।এটা দেখতে অনেকটা ছোট মডেম অথবা পেন ড্রাইভ এর মতও হয়ে থাকে।আর আপনি খুব সহজেই ওয়াইফাই রিপিটারকে ইন্সটল করতে পারবেন।

আমরা আগেই জেনেছি ওয়াইফাই রিপিটারক আপনার যে জায়গা থেকে সিগন্যাল দুর্বল সেই জায়গায় লাগাতে হয়।আপনি এটা আপনার দেওয়াল এর সকেটেও লাগাতে পারেন।অনেক পুরাতন মডেল এর রাউটারে ওয়াইফাই রিপিটার অপশন আছে আপনি চাইলে সেই রাউটার ফেলে না দিয়ে ওয়াইফাই রিপিটার হিসাবে ব্যাবহার করতে পারেন।

ওয়াইফাই এক্সটেন্ডারও আপনার রাউটার এর সিগন্যাল এরিয়া বাড়াতে সাহায্য করে।তবে এর কার্যপ্রণালী ওয়াইফাই রিপিটার এর চাইতে সম্পূর্ণ আলাদা।ওয়াইফাই এক্সটেন্ডার কে তারের সাহায্যে আপনার রাউটার এর সাথে যুক্ত করতে হয়।মনে করেন আপনার বাসা অথবা অফিসের কোন এক রুমে কোন রকম নেটওয়ার্ক সিগন্যাল পায় না,এই ক্ষেত্রে ওয়াইফাই এক্সটেন্ডার হতে পারে আপনার জন্য বেস্ট সল্যুশন।কারন ওয়াইফাই এক্সটেন্ডার দিয়ে নেটওয়ার্ক এর সাথে যুক্ত হলে আপনি আপনার মেইন রাউটার এর স্পিডই পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *