আপনি নিয়মিত আপনার কম্পিউটার অথবা মোবাইলে ইন্টারনেট ব্যাবহার করেন অথচ মজিলা ফায়ারফক্স চিনেন না এমনটি হতেই পারে না।কারন এটি একটি কমন ইন্টারনেট ব্রাউজার,যা আমরা প্রায়ই ব্যাবহার করে থাকি।আপনি যখন এই পোস্ট পড়ছেন হয়তবা আপনি এই লেখা মজিলা ফায়ারফক্স ব্যাবহার করেই লেখাটি পড়ছেন।সে যাই হোক আমরা আজকে মজিলা ফায়ারফক্স ব্রাউজার এর সুবিধা অসুবিধা সম্পর্কে বিস্তারিত জানবো।যদিও বর্তমানে গুগল ক্রম ব্রাউজার এর ব্যাবহারকারীই বেশী তবুও মোট ইন্টারনেট ব্যাবহারকারীর ২৮% ব্যাবহারকারী মজিলা ফায়ারফক্স ব্রাউজার ব্যাবহার করে।
মজিলা ফায়ারফক্স ব্রাউজার তৈরি করেছে মজিলা ফাউনডেশন।ফায়ারফক্স উইন্ডোজ এর সকল ভার্শনে ব্যাবহার করা যায় এছারাও এটি ম্যাক,লিনাক্সে ব্যাবহার করা যায় এবং মজিলার অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় ভার্সন রয়েছে।এবার চলুন মজিলা ফায়ারফক্স এর সুবিধা অসুবিধা গুলো জেনে নেওয়া যাক।
সুবিধাঃ
এর প্রথম সুবিধা হল আপনি এই ব্রাউজার ব্যাবহার করে একসাথে অনেক গুলো ট্যাব ওপেন করে অনেক গুলো পেজ একসাথে ব্রাউজ করতে পারবেন।এই সুবিধা কে যেকোনো ইন্টারনেট ব্রাউজার এর প্রধান সুবিধা হিসাবে ধরা হয়ে থাকে।এই রকম অনেক পেজ ব্রাউজ করার সময় যদি কোন কারনে আপনার কম্পিউটার বন্ধ হয়ে যায় তবুও আপনি আবার আপনার কম্পিউটার চালু করার পর মজিলা ব্রাউজার ওপেন করলে পুরবেন চালু করা ট্যাব গুলো ফিরে পাবেন।
অন্যান্য ব্রাউজার এর মত মজিলা ফায়ারফক্স এর ও রয়েছে বিশাল অ্যাড-অন লাইব্রেরী।আমাদের অনেক কাজ করতে গেলেই অ্যাড-অন এর প্রয়োজন পরে।বিশেষ করে যারা ডিজিটাল মার্কেটার তাদের অ্যাড অন অনেক প্রয়োজনীয় একটি জিনিস।আর মজিলা আপনাকে এই অ্যাড-অন এর সুবিধা দিচ্ছে।যা কোন ইন্টারনেট ব্রাউজার এর দ্বিতীয় সুবিধা বলে গণ্য করা হয়।
যেকোনো জিনিস ব্যাবহার করতে গেলে কিছু টেকনিক্যাল সমস্যা হবেই।আর আমাদের এই টেকনিক্যাল সমস্যা দূর করার জন্য রয়েছে মজিলা ফায়ারফক্স এর টেকনিক্যাল সাপোর্ট টিম।আপনি চাইলে ২৪ ঘণ্টাই এই টেকনিক্যাল সাপোর্ট টিমের সাপোর্ট নিতে পারেন।এবং তাদের টিম আপনাকে ইমেইল এবং মোবাইলেও সাপোর্ট দিয়ে থাকে।এই দিক থেকে আমার কাছে মজিলা ফায়ারফক্স কে অনেক ভালো একটি ইন্টারনেট ব্রাউজার মনে হয়।
আপনি চাইলেই মজিলা ফায়ারফক্স কে কাস্টোমাইজ করে নিতে পারবেন।আপনি চাইলে এর মেনু বার,বুকমার্ক,সেটিংস ইত্যাদি সহজেই কাস্টোমাইজ করে নিতে পারবেন।মোট কথা আপনি যদি মজিলা ফায়ারফক্স ব্যাবহার করেন তাহলে আপনি চাইলেই আপনার এই ইন্টারনেট ব্রাউজার কে নিজের মত করে সাজিয়ে নিতে পারবেন।
মজিলা ফায়ারফক্স ইন্টারনেট ব্রাউজারের আছে অ্যাডভান্সড্ সিকিউরিটি সিস্টেম,যার ফলে আমাদের কোন ইনফোরমেশন কেউ চুরি করতে পারে না।এমন কি কোন প্রকার ক্ষতিকর সফটওয়্যার আমাদের কম্পিউটারে প্রবেশ করতে দেয় না।সুতরাং সিকিউরিটির দিক থেকে মজিলা ফায়ারফক্স আমাদেরকে অনেকটা সুরক্ষিত রাখে।
অসুবিধাঃ
মজিলা ফায়ারফক্স এর এত সুবিধা থাকেল এরও কিছু অসুবিধা রয়েছে।যেমনঃ এটি কিছু কিছু প্লাটফর্মে এখন পর্যন্ত সাপোর্ট করে না।মোবাইল ভার্সন দিয়ে এখনও কোন কোন ওয়েবসাইট লোড করতে পারে না।আবার কম্পিউটারেও কিছু কিছু ওয়েবসাইট এর ফ্রেম এর বাহিরে চলে যায়।এটি মূলত মজিলা ফায়ারফক্স ইন্টারনেট ব্রাউজার এর স্ক্রিন রেজ্যুলেশন সমস্যার জন্য হয়ে থাকে।
আমরা যারা ওয়েবসাইট এর মালিক তাঁরা হয়ত জানেন যে আমরা আমাদের ওয়েবসাইটে যত বেশী প্লাগিন্স ব্যাবহার করব আমাদের ওয়েবসাইট এর গতি তত কম হবে।মজিলার ও ঠিক একই সমস্যা।মজিলা অনেক বেশী প্লাগইন্স ব্যাবহার করে যার ফলে মজিলা ফায়ারফক্স আমাদের ইন্টারনেট ব্রাউজিং এর গতি কমিয়ে দেয়।
আপনি গুগল ক্রমে যখন কোন ফাইল ডাউনলোড করেন এবং ডাউনলোড করার সময় আপনার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অথবা ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে আপনি সেই ফাইল পুনরায় একই জায়গা থেকে ডাউনলোড করার সুবিধা পান।কিন্তু আপনি মজিলা ফরেফক্স ব্রাউজারে এই সুবিধা পাবেন না।
Leave a Reply