গণতন্ত্রের স্বার্থে শক্তিশালী বিরোধী দল অবশ্যই দরকার: প্রধানমন্ত্রী

প্রধান মন্ত্রী শেখ হাসিনা বলছেন,গনতন্ত্র রক্ষা করার স্বার্থে শক্তিশালী বিরোধী দল অবশ্যই গুরুত্বপূর্ণ।গণতন্ত্রের জন্য শক্তিশালী বিরোধী দল অবশ্যই দরকার।কারন আমরা গণতন্ত্রের ধারা চলমান রাখতে চাই।আজকে রবিবার একাদশ জাতীয় সংসদে গৃহীত মুজিববর্ষের কার্যক্রম মুজিববর্ষ ওয়েবসাইট ২০২০-২০২১ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ভাষণের ডিজিটাল সংকলনের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা।খবর ইউএনবির

এসময় প্রধান মন্ত্রী আরও বলেন যোগ্য নেতৃত্বের অভাবের কারণে বর্তমান বিরোধী দল্গুল জনগনের আশা এবং বিশ্বাস ধরে রাখতে পারেন নি।দেশে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখার জন্য সংসদের নিজস্ব ভূমিকা রয়েছে।জনপ্রতিনিধিরা সংসদে এসে জনগনের পক্ষে কথা বলতে পারেন।এসময় তিনি তার বিরোধীদলের নেত্রী থাকাকালীন দিনগুলোর কথা স্মরণ করেন।সে সময় বিরোধী দলেরা সংসদে কথা বলতে কেমন সমস্যার সম্মুখীন হতেন বলেন তিনি।এই সময় প্রধান মন্ত্রী শেখ হাসিনা বলেন আমাদের সরকারের সময় এই রকম সমস্যায় বিরোধী দলেরা পড়ছে না এটা অন্তত আমরা বলতে পারি।

করোনাভাইরাস এবং ভাক্সিন প্রসঙ্গে প্রধান মন্ত্রী বলেন,করোনা মহামারী মোকাবিলায় আমাদের দেশ যথেষ্ট সফলতা অর্জন করেছে এবং দেশে করোনা ভাইরাসের ভাক্সিন আসার কারনে আমরা আরও ভালোভাবে করোনা ভাইরাস প্রতিরোধ করার সক্ষমতা অর্জন করেছি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের অবদানের কথা বলতে যেয়ে প্রধান মন্ত্রী বলেন,১৯৭৫ সালের ১৫ আগস্টের পর জাতির পিতার নাম চিরতরে মুছে ফেলার অপ-চেষ্টা করা হয়েছিল।এমনকি তারা বাংলাদেশের স্বাধীনতা এবং ভাষা আন্দোলন থেকেও জাতির পিতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নাম মুছে ফেলতে চেয়েছিল।

এসময় প্রধান মন্ত্রী আরও বলেন,জিয়াউর রহমান, এইচ এম এরশাদ এবং খালেদা জিয়া বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারের অনেক সংরক্ষণাগার ধ্বংস করে দিয়েছে।

প্রধান মন্ত্রী আরও বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে চেয়েছিলেন।তবে তিনি তা শেষ করে যেতে পারেননি।তবে আমরা তার অসমাপ্ত কাজ কে সম্পূর্ণ করার জন্য কাজ করছি এবং আমরা সেইভাবেই সামনের দিকে এগিয়ে যাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *