১৭ মার্চ সারাদেশে দোকান-মার্কেট বন্ধ থাকবে

নিউজ ডেস্কঃ বাংলাদেশ দোকান মালিক সমিতি আগামী ১৭ মার্চ ২০২১ তারিখে দেশব্যাপী দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতি।

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন আমাদের এই প্রতিনিধিকে জানান গতকাল ১৪ মার্চ রবিবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই সময় বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন আরও বলেন, বঙ্গবন্ধুর প্রতি সম্মান জানাতেই আগামী ১৭ মার্চ সাড়া দেশব্যাপী সকল শপিং মল এবং দোকান বন্ধ থাকবে।তবে হোটেল,ফার্মেসী এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান খোলা থাকবে।

দোকান মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আগামী ১৭ মার্চ ২০২১ তারিখে সাড়া দেশব্যাপী দোকান এবং মার্কেট সমুহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সম্ভব হলে মার্কেটগুলোতে আলোকসজ্জার অনুরধ করা হয়েছে।

বাংলাদেশ দোকান মালিক সমিতির এই সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন, মহাসচিব মো. জহিরুল হক ভূঁইয়া, এফবিসিসিআইয়ের পরিচালক মো. আ. রাজ্জাক, আবু মোতালেব, হাফেজ হারুন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *