খুব শীঘ্রয় বাজারে আস্তে যাচ্ছে Realme X2 মোবাইল ফোন।এতি একটি চায়না মোবাইল ফোন,আমার কাছে মোবাইল ফোনটি খুব ভাল লেগেছে।আপনি যদি নতুন ফোন কেনার কথা চিন্তা করেন তাহলে Realme X2 মোবাইল ফনেতি নিয়ে নিতে পারেন।আমি আশা করছি Realme X2 মোবাইল ফোন আপনার কাছে খুব ভাল লাগবে।নিচে Realme X2 মোবাইল ফোনের বিস্তারিত রিভিউ তুলে ধরা হলঃ
দেখতে কেমন?
Realme X2 মোবাইল ফোনের ব্যাক সাইড প্লাস্টিক এর তৈরি।সাথে আছে গরিলা ফাইভ প্রোটেকশন।প্লাস্টিক হবার কারনে এটি দেখতে অনেক আকর্ষণীয় এবং খুব সহজে হাত দিয়া ধরে রাখা যায়।যার ফলে আপনি আপনার মাত্র একটি হাত কে ব্যাবহার করে এই মোবাইল ফোনটি সহজভাবে ব্যাবহার করতে পারেন।বর্তমানে Realme X2 মোবাইল ফোনের দুইটি রঙ মার্কেটে পাওয়া যাচ্ছে।রঙ গুলো হলঃ পারেল ব্লু, এবং অন্যটি হচ্ছে পারেল হোয়াইট।মোবাইল ফোনটি দৈর্ঘ্য ১৫৮.৭মিলিমিটার এবং প্রস্থ ৭৫.২ মিলিমিটার।আর ওজন ১৮২ গ্রাম তবে এটি আপনি হাতে নিলে আপনার ওজন অনেক হালকা অনুভব হয়।মোবাইল ফোনটি দেখতে অনেক পাতলা মনে হলেও এর ব্যাটারি ক্যাপাসিটি সন্তুষ্টজনক।দ্রুত চার্জ করার জন্য রয়েছে ইউএসবি Type-c পোর্ট,ফোনতির নিচের দিকে রয়েছে স্পিকার এবং মাইক্রোফোন এবং উপরের দিকে রয়েছে আরও একটি মাইক্রোফোন।সামনে পপ-আপ ক্যামেরার পরিবর্তে ব্যাবহার করা হয়েছে নজ।
ডিসপ্লে কেমন?
Realme X2 মোবাইল ফোনে ড্রপ ফুল স্ক্রিন সুপার এমোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যার পরিমাপ ৬.৪ ইঞ্চি।আর এর ফলে আপনি স্ক্রিন রেশিও পাচ্ছেন ৯১.৯%।ফোনটির ডিসপ্লে রেজুলেসন হচ্ছে ২৩৪০ পিক্সেল বাই ১০৮০ পিক্সেল।এছারাও রয়েছে ডিসপ্লে প্রটেক্টর।এছারাও আছে আই কেয়ার এবং ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুবিধা।দিনের আলতে এর স্ক্রিন এর আল কম হওয়াতে ফোনটি ব্যাবহার করা একটু কষ্টকর ব্যাপার তবে টাচ রেস্পন্স ১০০%।এবং আপনি যখন কোন ভিডিও প্লে করবেন তখর এর ডিসপ্লের উজ্জলতা ১০০% পাবেন দিনের আলোতেও।
ক্যামেরা কেমন?
Realme x2 মোবাইল ফোন রয়েছে একটু সুন্দর ক্যামেরা।মোটামুটি বাজেট এর মোবাইল এর ভেতর এই ফোন এর ক্যামেরা আমার কাছে অনেক ভাল লেগেছে।আরও আকর্ষণীয় ব্যাপার হল এই মোবাইল ফোনের পিছনে রয়েছে চারটি ক্যামেরা।ক্যামেরা গুলা যথাক্রমে,৬৪,৮,২ এবং ২ পিক্সেল।আর সামনের সেলফি ক্যামেরা ৩২ মেগা পিক্সেল।পিছনের মেইন ক্যামেরা দিয়ে ২১৬০ পিক্সেল এর 30fps ভিডিও করা যাবে এবং সামনের সেলফি ক্যামেরা দিয়ে ১০৮০ পিক্সেল এর 30fps ভিডিও করা যাবে।
হার্ডওয়ার সম্পর্কে বিস্তারিতঃ
Realme x2 মোবাইল ফোনে হার্ডওয়্যার হিসাবে ব্যাবহার করা হয়েছে 730G Octa-core CPU 8 ন্যানো প্রসেস টেকনোলজি।এই মোবাইল ফোন ক্লক স্পিড পাওয়া যায় 2.2GHz পর্যন্ত।এবং আপনি চাইলে এই মোবাইল ফোন ২৫৬ জিবি পর্যন্ত এক্সট্রারনাল মেমোরি কার্ড ব্যাবহার করতে পারবেন।আপনি যদি একজন গেমার হন তাহলে এই ফোনটি আপনার জন্য খুব ভাল হবে।পাবজি, ফিফা, কল অফ ডিউটি এবং এই রকম হাই রেজুলেসন এর গেম গুলো আপনি এই মোবাইলে খুব সহজে খেলতে পারবেন।কারন সুধু মাত্র গেম খেলার জন্য এই মোবাইলে আলাদা ভাবে ডিফল্ট গেম টেকনোলজি ব্যাবহার করা হয়েছে।আপনি যখন এই মোবাইল দিয়ে গেম খেলবেন তখন আপনি সব রকম নোটিফিকেশন সাইলেন্ট করতে পারবেন।সুতরাং গেম খেলার সময় কোন নোটিফিকেশন আপনাকে বিরক্ত করবে না।
Leave a Reply