নিউজ ডেস্কঃ খাদিজা আক্তার (বয়স আনুমানিক ০৫ বছর) গত ১১ এপ্রিল আনুমানিক বেলা ১১ টার সময় তাঁর নিজ গ্রাম ছোট তুলা বাড়ির পাশে থেকে নিখোঁজ হয়েছে।অনেক সময় অতিবাহিত হয়ে গেলে খাদিজা আক্তার বাড়িতে ফিরে না আসলে অনেক খোঁজাখুঁজি করেও পরিবারের সদস্যরা তার কোর সন্ধান পায়নি।
খাদিজা আক্তারের গায়ের রঙ ফর্সা,স্বাস্থ্য হালকা-পাতলা,মুখমন্ডল: গোলাকার,মাথার চুল : কালো ও ছোট-ছোট, চোখের বর্ণ: কালো, উচ্চতা: ৪ ফুট।এবং খাদিজা আক্তার চাঁদপুরের আঞ্চলিক ভাষায় কথা বলে।
খাদিজা আক্তারের পিতার নাম:মোঃ সাব্বির হোসেন। ঠিকানা – সাং: ছোট তুলা, ডাকঘর: কাদরা, থানা: শাহরাস্তি, জেলা: চাঁদপুর।
নিখোঁজ হবার সময় তার পরনে ছিল কালো প্যান্ট, হলুদ গেঞ্জি। এ বিষয়ে চাঁদপুর জেলার শাহরাস্তি থানায় একটা জিডি করা হয়েছে। জিডি নং – ৪৭৪। যদি কোন হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পান তাহলে উপরোক্ত ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
ভিডিওতে যে মেয়েকে দেখা যাচ্ছে এটাই খাদিজা আক্তারঃ
Leave a Reply