ক্রেতা আর বিক্রেতার মাঝখানে দূরত্ব দাগ কেটে বুঝিয়ে দিলেন মমতা বন্দোপাধ্যায়

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় আজকে বৃহস্পতিবার কলকাতার একাধিক বাজার পরিদর্শন করেন এই সময় তার সফর সঙ্গি ছিলেন কলকাতার নগরপাল অনুজ শর্মা।করোনা ভাইরাসে মহামারি ঠেকাতে বাজার গুলো প্রশাসনের দিক নির্দেশনা গুলো মেনে চলছে কিনা তা সচক্ষে দেখতেই এই সমর করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

আজকে এই সফর এর সময় তিনি (পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়) দেখেন সরকারের বলে দেওয়া স্বাস্থ্যবিধি অনুসারে ক্রেতা এবং বিক্রেতার মাঝে এক মিটার দূরত্ব রাখার যে নির্দেশনা দেওয়া হয়েছিল তা কেউ মেনে চলছে না।আর এই অসচেতনতা মুখ্যমন্ত্রীর চোখে পড়তেই থমকে যান তিনি।এই সময় স্কুল এর শিক্ষিকার মত মাটিতে চক দিয়ে ডাক কেটে দোকান দার কে বুঝিয়ে দেন যে,ক্রেতা আর বিক্রেতার মাঝে আসলে কত দুরুত্ত রেখে চলতে হবে।এই সময় মুখ্যমন্ত্রী দুইটি দাগ টানেন।একটি ভুল এবং একটি সঠিক।কোনটা ভুল আর কোনটা সঠিক তা টিক চিহ্ন আর কাটা চিহ্ন দিয়ে বিক্রেতাকে খুব ভালো ভাবে বুঝিয়ে দেন তিনি। তথ্য সুত্রঃ এনডিটিভি

এদিকে গড়িয়াহাট বাজারে জায়গা সল্পতার কারনে বিক্রতেদের তিনি চক দিয়ে দাগ দিয়ে বুঝে দিতে পারেন নি কিন্তু ক্রেতা এবং  বিক্রেতা কিভাবে লেনদেন এবং পণ্য আদান প্রদান করবেন তা মহড়া দিয়ে বুঝে দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।মহড়ায় তিনি দেখান যে ক্রেতা বিক্রেতা এমন ভাবে টাকা এবং পণ্য আদান প্রদান করবে যেন কোন ভাবেই শারীরিক স্পর্শ না হয়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়,যখন বাজার পরিদর্শন করছিলেন তখন পরিচ্ছন্নকর্মীরা শহর পরিষ্কার রাখতে ব্যস্ত।তখন তিনি তাদের ভালো কাজের জন্য উৎসাহ দেন জাতে তারা কাজ করতে উৎসাহ বোধ করে।এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী।এছারাও মুখ্যমন্ত্রী সবজি এবং অন্যান্য পণ্য সমুহের দাম যাচায় করেন এবং তাদের কে স্বাস্থ্যবিধি মেনে কেনা-বেচা করতে আহ্বান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *