মামুনুল হককে অবরুদ্ধের খবরে সিলেটে বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্কঃ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব আল্লামা মামুনুল হককে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে অবরুদ্ধের খবর পেয়ে সিলেটের জামিয়া মাদানিয়া কাজিরবাজার মাদরাসার ছাত্র-শিক্ষকরা বিক্ষোভ মিছিল করেছে।

আজকে শনিবার সন্ধ্যা ৬ টা সময় প্রায় ৫ শতাধিক ছাত্র শিক্ষক এই বিক্ষোভ মিছিল বের করে।এসময় তাদেরকে বিভিন্ন ধরনের শ্লোগান দিতে দেখা যায়।বিক্ষোভ মিছিলটি কাজিরবাজার মাদরাসা থেকে শুরু করা হয় এবং জননেতা কামরান চত্বর (সিটি পয়েন্ট) ঘুরে পুনরায় মাদ্রাসা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে জামিয়া মাদানিয়া কাজিরবাজার মাদরাসার প্রিন্সিপাল ছামিউর রহমান মুসা সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আল্লামা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে যে ষড়যন্ত্র শুরু করা হয়েছে তা ইতিহাসে ন্যাক্কারজনক একটি ঘটনা।আর এই ষড়যন্ত্র শুধু আল্লামা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে না এই সরজন্ত্র শুরু করা হয়েছে সকল ধর্ম প্রান মুসলমানদের বিরুদ্ধে।

এসময় তিনি আরও বলেন, আল্লামা মামুনুল হক সাহেবকে আটক করে আমাদের আলেম সমাজের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া যাবেনা।আল্লামা মামুনুল হক সাহেবের জন্য হাজার হাজার ধর্মপ্রান মানুষ জীবন দিতে প্রস্তুত।সুতরাং তাঁকে নিয়ে ছিনিমিনি খেলবেন না।

উল্লেখ্য, আজকে শনিবার হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব আল্লামা মামুনুল হককে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে অবরুদ্ধ হন।এরপর তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি মসজিদে নিয়ে যান স্থানীয় হেফাজতের কর্মীরা।এই সময় ঐ রিসোর্টে ব্যাপক ভাংচুর চালান হেফাজতের কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *