নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসে মহামারী থেকে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে মসজিদে ওয়াক্ত এবং তারাবী নামাজে সর্বোচ্চ ২০ জন অংশগ্রহণ করতে পারবে।ঠিক এমনটাই সিদ্ধান্ত নিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রালয়।
চলমান করোনা মহামারীর এই পরিস্থিথিতে মন্ত্রী পরিষদ বিভাগের নির্দেশে আজকে ১২ এপ্রিল সোমবার এই নির্দেশনা জারী করেছে ধর্ম বিষয়ক মন্ত্রালয়।
ধর্ম বিষয়ক মন্ত্রালয় থেকে জারী করা নির্দেশনায় বলা হয়েছে, করোনা ভাইরাসের মহামারীর কারনে আগামী ১৪ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মসজিদে নামাজ আদায়ে নিম্নোক্ত নির্দেশনা বহাল থাকবেঃ
১/ মসজিদে ওয়াক্ত নামাজ আদায় করার জন্য সর্বোচ্চ ২০ জন অংশগ্রহণ করবেন
২/ রমজান মাসের তারাবীর নামাজের সময় খতিব, ইমাম, হাফেজ, মুয়াজ্জিন ও খাদিমসহ সর্বোচ্চ ২০ জন অংশগ্রহণ করতে পারবেন
৩/ জুমার নামাজের সময় মুসল্লিরা সামাজিক এবং যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অংশগ্রহণ করবেন
৪/ সম্মানিত মুসল্লিদের পবিত্র রামজান মাসে কোরআন তিলাওয়াত এবং জিকির এর মাধ্যমে মহান আল্লাহর রহমত ও বিপদ মুক্তির জন্য দোয়া করার অনুরোধ করা হলো।
উক্ত নির্দেশনায় স্থানীয় প্রশাসন,আইন শৃঙ্খলা বাহিনী,ইসলামিক ফাউন্ডেশন এর কর্মকর্তা-কর্মচারী এবং মসজিদ কমিটির সদস্যদের নির্দেশনা বাস্তবায়ন করার অনুরধ জানানো হয়েছে।
Leave a Reply