গত ২৪ ঘণ্টায় দেশে ৩৫৫৪ জন করোনা ভাইরাস শনাক্ত

নিউজ ডেস্কঃ গত বছরের জুলাই মাসের পর এই প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত ব্যাক্তির রেকর্ড ছাড়ল।গত ২৪ ঘণ্টায় দেশে ৩৫৫৪ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।আর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ১৮ জন।

আজ মঙ্গলবার ২৩ মার্চ ২০২১ তারিখে স্বাস্থ্য মন্ত্রালয় থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।এর আগে গত বছরের জুলাই মাসে (১৫ জুলাই) একদিনে করোনা রোগী শনাক্ত হয়েছিল ৩৫৩৩ জন।আর তারপরে এই প্রথম আজকে শনাক্ত করা হল ৩৫৫৪ জন।

বাংলাদেশে এই পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৫৭৭২৪১ জন এবং করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৮৭৩৮ জন।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত থেকে সুস্থ হয়ে উঠেছে ১৮৩৫ জন।এই পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে ৫২৫৯৯৪ জন।এবং গত ২৪ ঘণ্টায় দেশে কর্নার নমুনা সংগ্রহ করা হয়েছে ২৫৯৫৪ টি এবং নমুনা সংগ্রহ হিসাবে করোনা ভাইরাসে আক্রান্ত হবার হাড় ১৩.৬৯% ।

দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়।প্রথম রোগী শনাক্ত হবার ১০ দিন পর অর্থাৎ ১৮ মার্চ ২০২০ তারিখে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজন মারা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *