এভারকেয়ার হসপিটাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া

আজকে ১৫ এপ্রিল রাজধানীর বসুন্ধুরা এলাকার এভারকেয়ার হসপিটালে সিটি স্ক্যান করাতে এসেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।এবং সিটি স্ক্যান শেষে বাসায় ফিরেছেন তিনি।রাত সাড়ে ১০ টার সময় হাসপাতাল থেকে বের হয়ে রাত ১০ টা ৫০ মিনিটে বাসায় পৌঁছান তিনি।

এর আগে আজকে রাত ৯ টা ২৫ মিনিটে গুলশানের ভারা বাসা থেকে গাড়ি বের হয়ে ৯ টা ৪৫ মিনিটে গাড়ি এভারকেয়ার হসপিটালে পৌছায়।এবং সেই সময় এভারকেয়ার হসপিটাল কর্তৃপক্ষ গেট বন্ধ করে দেয়।এবং সেখানে বিএনপির প্রধানের সিটি স্ক্যান করানো হয়।

হাসপাতালে বিএনপি প্রধানের সাথে উপস্থিত ছিলেন, বেগম জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার, ডা. এ জেড এম জাহিদ হোসেন, ডা. আল মামুন, গৃহপরিচারিকা ফাতেমা।

দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত বিএনপির এই ছাড়পারসন ২ বছর কারাভোগের পর করোনা ভাইরাসের মহামারীর কারনে গত বছরের ২৫ মার্চ তাঁর সাজা স্থগিত করে তাঁকে মুক্তি দেওয়া হয় এবং শর্ত হল এই সময়ে খালেদা জিয়া বাসা থেকে বের হতে পারবেন না এবং দেশ ত্যাগ করতে পারবে না।এবং এরপরে আরও দুই ধফা বেগম খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো হয়।

গত ১১ এপ্রিল স্বাস্থ্য মন্ত্রালয় থেকে জানানো হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছিলেন, প্রয়োজনে বিএনপি প্রধান দেশের যেকোনো হাসপাতালে যেয়ে চিকিৎসা নিতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Warning: Trying to access array offset on null in /home/bcsaid/instabangla.com/wp-content/themes/disto/single.php on line 260