স্মার্ট ফোন কি আসলেই আমাদের জীবনকে উন্নত করেছে?

বর্তমান সময়ে স্মার্ট ফোন আমাদের জীবনে এনে দিয়েছে এক অভাবনীয় পরিবর্তন।যখন স্মার্ট ফোন ছিল না তখন কারও সাথে যোগাযোগ করতে হলে চিঠি,টেলিফোন অথবা ফাক্স এর মাধ্যমে যোগাযোগ করতে হত।আর এই পদ্ধতির কোনটায় সহজ এবং কম সময়ে যোগাযোগ করা মত ছিল না।কারও সাথে যোগাযোগ করতে অনেক সময় লেগে যেত।কিন্তু বর্তমান সময়ে স্মার্ট ফোনের কারনে আমার মুহূর্তের মধ্যে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কারও সাথে কথা বলতে পারি।শুধু কথায় না আমরা চাইলে এখন যে কারও সাথে ভিডিও কলেও কথা বলতে পারি।স্মার্ট ফোন ইন্টারনেটকে আমাদের হাতের নাগালে এনে দিয়েছে।আমাদের আজকের আর্টিকেল এর বিষয় স্মার্ট ফোন কি আসলেই আমাদের জীবনকে উন্নত করেছে?চলুন কেনে নেই এই সম্পর্কে বিস্তারিত সকল তথ্য।

সেই সময় গুলোতে আপনি কারও সাথে যোগাযোগ করতে চাইলে,তাঁকে আপনার প্রথমে চিঠি লিখতে হত,এর পর সেই চিঠি তার কাছে গিয়ে পৌঁছাত,এর পর অপরপ্রান্তের মানুষ সেই চিঠি পরে তার উত্তর দিত তারপর সেই চিঠি আবার পেরকের কাছে আসত।এই ছিল সেই সময়ের কারও সাথে যোগাযোগ করার পক্রিয়া।আবার দেখা যেত আপনার গ্রাম বা মহল্লার কারও সাথে আপনার শুধু মাত্র কয়েক মিনিট কথা বলা দরকার।কিন্তু সেই কয়েকটা অল্প কথা বলার জন্য তার বাড়িতে যেতে হত।কিন্তু স্মার্ট ফোন সহজলভ্য হবার পর মানুষের আর এত সময় নষ্ট হচ্ছে না।আপনি মুহূর্তের মধ্য সেই দুরের মানুষের সাথে যোগাযোগ করতে পারছেন আবার অল্প কথা বলার জন্য কারও বাড়িতেও যেতে হচ্ছে না।অতএব আমরা বলতে পারি স্মার্ট ফোন আমাদের সময় অপচয় রোধ করেছে এবং যোগাযোগের পক্রিয়া কে করেছে গতিশীল।

বর্তমান সময়ের যানবাহন এর মত সেই সময়ের যানবাহন গুলো এত স্মার্ট ছিল না।যদি এই শহর থেকে আরেক শহরে কারও সাথে যোগাযোগ করার প্রয়োজন হত তখন যোগাযোগ করার একমাত্র মাধ্যম ছিল এই যানবাহন।আর তাতে অনেক সময়ের অপচয় হত।প্রথমে কথা বলা যায় এমন মোবাইল ফোন এলাকার কিছু মানুষের হাতে দেখতে পাওয়া যেত।কিন্তু সেই কিছু সংখ্যক ফোনই আমাদের অনেক উপকারে এসেছিল।আমরা সেই মোবাইল ফোন ব্যাবহার করে একটু দ্রুত আমাদের দুরের মানুষ গুলোর সাথে যোগাযোগ করতে শুরু করলাম।

এরপর ধীরে ধীরে আমাদের সবার হাতে কথা বলা যায় এমন মোবাইল চলে আসল।শুরু হল এক নতুন বিপ্লব এর।আমরা খুব অল্প সময়ের ভেতর পৃথিবীর এক প্রান্ত হতে আরেক প্রান্তে বসাবাসকারী আমাদের প্রিয়জনদের সাথে যোগাযোগ শুরু করলাম।শেষ হল সেই চিঠি পাঠিয়ে দিনের পর দিন আর মাসের পর মাস অপেক্ষা করার পালা।এর পর আসল বর্তমান সময়ের স্মার্ট ফোনগুলি।এই স্মার্ট ফোনে শুধু কথা বলাই নয় আমরা চাইলে ভিডিও কলও করতে পারি।তাহলে আমাদের অবশ্যই স্বীকার করতে হবে মোবাইল তথা স্মার্ট ফোন আমাদের জীবনকে কতটা স্মার্ট/উন্নত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *