COVID-19 সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা ছাড়াল ১২ লক্ষ আর মৃতের সংখ্যা ৬৪ হাজার

কোভিড-১৯ তথা করোনা ভাইরাস দ্বারা সংক্রামনের সংখ্যা বেড়েই চলেছে।কোন ভাবেই যেন করোনা ভাইরস এর সংক্রামনের গতিকে থামানো যাচ্ছে না।জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, COVID-19 সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা ছাড়াল ১২ লক্ষ আর মৃতের সংখ্যা ৬৪ হাজার।

আক্রান্ত দেশ গুলোর মধ্য সবচাইতে খারাপ অবস্থা ইউএসএ এর।সেখানে প্রতি মুহূর্তে বাড়ছে করোনা ভাইরাস দ্বারা আক্রান্তের সংখ্যা আর সাথে পাল্লা দিয়ে মৃতের সংখ্যা।এখন পর্যন্ত আমেরিকায় আক্রান্তর সংখ্যা ৩ লক্ষ ছারিয়েছে এবং মারা গেছে প্রায় সাড়ে আট হাজারের মত মানুষ।বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত ২৪ ঘণ্টায় আমেরিকায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ১৪৮০ জন মানুষ,যা একদিনে সব চেয়ে বেশী মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাবার রেকর্ড।

আক্রান্তর সংখ্যায় এর পড়েই রয়েছে স্পেন।স্পেনে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্তর সংখ্যা ১ লাখ ২৬ হাজার ছারিয়েছে।এর পড়েই আছে ইটালি,ইটালিতে করোনা ভাইরাস দ্বারা আক্রান্তর সংখ্যা ১ লক্ষ ২৪ হাজার ৬৩২ জন।জার্মানিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৯৬ হাজার ৯২ জন,এর পরে আছে ফ্রান্স,সেখানে আক্রান্তর সংখ্যা ৯০ হাজার ৮৫৩ জন এবং চীনে আক্রান্তর সংখ্যা ৮২ হাজার ৫৭৪।এবং প্রতিটা দেশে প্রতিনিয়ত করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত এবং মৃতের সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত বেশি মানুষ মারা গেছে ইটালিতে,সেখানে মৃতের সংখ্যা ১৫ হাজার ছারিয়েছে এখন পর্যন্ত।স্পেনে বাড়ছে মৃতের সংখ্যা,এখন পর্যন্ত সেখানে ১২ হাজার মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছে।এর পড়েই আছে ফ্রান্স,সেখানে মারা গিয়েছে সাড়ে সাত হাজারের মত।তবে এত খারাপ খবরের মধ্যে ভালো খবর হল,ইতিমধ্যেই প্রায় আড়াই লক্ষ মানুষ করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন।আর একারনেই করোনা ভাইরাস মোকাবিলায় আসার আলো দেখছেন গবেষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Warning: Trying to access array offset on null in /home/bcsaid/instabangla.com/wp-content/themes/disto/single.php on line 260