করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ব্রাজিলে একদিনে ৩২৫১ জনের মৃত্যু

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল মঙ্গলবার ব্রাজিলে একদিনে ৩২৫১ জনের মৃত্যু হয়েছে।করোনায় আক্রান্ত হয়ে এটাই ব্রাজিলে একদিনে বেশী মৃত্যুর রেকর্ড।আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়াতে এই রকমই তথ্য প্রকাশ করা হয়েছে গতকাল।

ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারো করোনা ভাইরাসের শুরু থেকেই করোনা ভাইরাসের জন্য WHO এর পক্ষ থেকে জারি করা সকল প্রকার স্বাস্থ্য নির্দেশনা এবং লক ডাউন নীতিমালা প্রত্যাখ্যান করে আসছেন।গতকাল মঙ্গলবার ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারো ডা. মারসেলো কোয়েরোগাকে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার পরে এই সংক্রান্ত একটি আদেশে সাক্ষর করেন।

এর আগে ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছিল সেনা কর্মকর্তা এদুয়ার্দো পাজুয়েলো,তবে তার জন স্বাস্থ্য সম্পর্কে কোন জ্ঞান না থাকায় বরাবরই সোমলচনার শীর্ষে ছিলেন।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্বাস্থ্যমন্ত্রী হিসাবে নতুন নিয়োগ পাওয়া এই মন্ত্রী সকল যোগ্যতা পুরন সাপেক্ষে নিয়োগ পেয়েছে এবং স্বাস্থ্য বিষয়ে তিনি অনেক বেশী অভিজ্ঞ।

গত সপ্তাহে কুইরোগা  মিডিয়াকে জানিয়েছিল, তিনি করোনা ভাইরাস প্রতিরোধ করার জন্য বোলসোনারোর নির্দেশনা অনুসারে কাজ করছেন।এসময় তিনি আরও বলেন, ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী পাজুয়েলো ব্রাজিলের সাস্ত সেবার মান উন্নয়নে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং ব্রাজিলের প্রেসিডেন্ট আমাকে তার সাথে সহযোগিতার মাধ্যমে এই কাজ চালিয়ে যেতে অনুরোধ জানিয়েছেন।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্য অনুসারে ব্রাজিলে এই পর্যন্ত প্রায় ১২ কোটির বেশী মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।এবং এই পর্যন্ত ব্রাজিলে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ২ লাখ ৯৫ হাজারেরও বেশী মানুষ।

করোনা ভাইরাসের আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা দেশটির হাসপাতাল এবং স্বাস্থ্য সেবাকে চরম সংকটের মধ্য ফেলে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *