নিউজ ডেস্কঃ ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশে সফরে আসার প্রতিবাদে ঢাকার মতিঝিলে যুব অধিকার পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিল করা হয়েছে।উক্ত বিক্ষোভ মিছিলে যুব, ছাত্র অধিকারসহ আরও কয়েকটি সংগঠনের কর্মীরা অংশগ্রহনে করে।
এসময় পুলিশ এই বিক্ষোভ মিছিলের গতিরোধ করতে চাইলে পুলিশের সাথে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে।এসময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেড ছুরে।এবং বিক্ষোভকারীরা এই সময় পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ে।
আজকে বৃহস্পতিবার ২৫ মার্চ দুপুর নাগাদ এই সংঘর্ষের ঘটনা ঘটলে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়।প্রায় ৩০ মিনিট ধরে এই সংঘর্ষ চলে।
এই ঘটনার পর পুলিশ মতিঝিল এলাকা থেকে শিশু বক্তা নামে পরিচিত রফিকুল ইসলাম মাদানিসহ ১১ জনকে আটক করে নিয়ে যায় পুলিশ।
পুলিশের সাথে সংঘর্ষের সময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্র অধিকার পরিষদের নেতা তানজিদ এবং সুবর্ণ আহত হয়েছে।আহত ২ জন বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।
এই বিষয়ে বিস্তারিত জানার জন্য মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মিন্টু কুমারের সাথে যোগাযোগ করা হলে তিনি আমাদের এই প্রতিনিধিকে জানান, বিক্ষোভকারীরা মিছিল করতে করতে মতিঝিলে এসে পৌঁছালে পুলিশ সদস্যরা তাদের বাঁধা দেয় এবং বাঁধা দেওয়ার কারনে তারা খিপ্ত হয়ে পুলিশের উপর আক্রমন শুরু করে।আক্রমনের ফলে আমাদের বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন এবংএর মধ্য একজনের অবস্থা গুরুতর।মতঝিলের সার্বিক পরিস্থিথি এখন ভালো এবং আমাদের নিয়ন্ত্রনে আছে।আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পর এই ব্যাপারে পরবর্তী ব্যাবস্থা গ্রহন করব।
এর আগে ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশে আগমনের প্রতিবাদে প্রগতিশীল ছাত্রজোট বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ কর্মসূচি শুরু করলে সেই কর্মসূচিতে হামালা করে অপরিচিত কিছু মানুষ।ছাত্রজোটের নেতারা অবশ্য এই হামলার জন্য ছাত্রলীগ নেতাদের দায়ী করেছেন।সেই হামলায় সাংবাদিক এবং ছাত্র সহ ২৫ জন হতাহত হয়।
আজকের বিক্ষোভ থেকে আটক হওয়া শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানি লেখাপড়া করছেন রাজধানীর জামিয়া মাদানীয়া বারিধারা মাদরাসায়।তার বয়স বেশী হলেও তার শারীরিক গঠন এবং আকৃতির কারনে শিশু বক্তা নামেই পরিচিত।
শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানি নেত্রকোনা জেলার পশ্চিম বিলাশপুর সাওতুল হেরা মাদরাসার পরিচালকের দায়িত্তে আছেন এবং এছারাও তিনি ২০ দলীয় জোটভুক্ত জমিয়তে উলামায়ে ইসলাম ও রাবেতাতুল ওয়ায়েজিনের সঙ্গে যুক্ত আছে বলে নিশ্চিত করেছে একটি সূত্র।
Leave a Reply