নরেন্দ্র মোদীর সফর ঘীরে ঢাবিতে ছাত্রজোটের ওপর ছাত্রলীগের হামলাঃ আহত ২৫

নিউজ ডেস্কঃ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর করতে আসবেন।আর ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশে আগমনের প্রতিবাদে প্রগতিশীল ছাত্রজোট বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ কর্মসূচি শুরু করলে সেই কর্মসূচিতে বাঁধা প্রদান করে বাংলাদেশ ছাত্রলীগের নেতা-কর্মীরা।এতে সাংবাদিক সহ অন্তত ২৫ জন হতাহতের খবর পাওয়া গেছে।

আজকে মঙ্গলবার ২৩ মার্চ বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন ডাস চত্বরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশ পুত্তালিকা দাহ করার সময় এই ঘটনা ঘটে।

ছাত্রফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সালমান সিদ্দিকী আমাদের এই প্রতিনিধিকে জানান, কিছু বুঝে উঠার আগেই তাঁরা আমাদের উপর হামলা করে।এই হামলার কারনে আমাদের ২০-২৫ জন নেতা-কর্মী হতাহত হয়েছে এর মধ্য ১৭ জন ঢাকা মেডিকেলে চিকিৎসার জন্য ভর্তি আছে।

এই ঘটনায় যারা আহত হয়েছে তারা হল- সেতু (১৮),, সূর্য (২৭),অন্ত (২২),মুন্না (২৬),সেবু (২২),সুমি আক্তার (২১),সাদিক (২৭),মাসুদ (৩০),রাশেদ (৩২),শিহাব (২৫),যুবেল (২৬),ইসরাত জাহান (২২),সাইফুর রহমান (২৭), মাসুদ রানা (২৯),তমা বর্মন (২৮),মেঘ মল্লার বসু (২২) এবং আসমানী আশা (২২)।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া আমাদের এই প্রতিনিধিকে নিশ্চিত করেন যে, অনেকেই ঢাকা মেডিক্যালে আসছেন তারা সবাই জরুরী বিভাগে চিকিৎসাধীন আছে।এবং প্রত্যেকের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *