গুগলের তৈরি Google Nearby Share(নেয়ারবাই শেয়ার)কী?Nearby Share কিভাবে কাজ করে?

স্মার্টফোন আমাদের জীবনের দৈনন্দিন একটি অংশ, বলা যায় আজকের দিনে আমরা ছোট একটা পাওয়ারফুল ডিভাইস নিয়ে ঘুরি, ছোটখাটো একটা কম্পিউটার ও বলা যায়। এই ডিভাইস এর সাহায্যে আমরা ছবি তুলি, ভিডিও করি এছাড়া অন্যান্য ফাইল শেয়ার করে থাকি।তবে ফাইল শেয়ারিং মাধ্যমটা আসলে একটু জটিল ছিল, ব্লুটুথের সাহয্যে শেয়ার করাটাও ছিল সময় সাপেক্ষ , আর ওয়াফাই এর সাহয্যে আমাদের ফাইল শেয়ার করতে হলে বিভিন্ন থার্ডপার্টি এপ্লিকেশন ব্যবহার করতে হত।

এপেলের তাদের নিজস্ব ফাইল শেয়ারিং টুল ‘এয়ারড্রপ’ রয়েছে। আর আমরা অ্যান্ড্রয়েড ফাইল শেয়ার এর জন্য আগে মূলত ShareIt , Xender ,Zaypa , MiDrop, Nitroshare ইত্যাদি এপ্লিকেশন ব্যাবহার করা হত।তবে অ্যান্ড্রয়েডে অনেক সমস্যা ছিল। কারন, এপ্লিকেশন গুলো কখনো অপ্টিমাইজড ছিলো না , আবার কিছু এপ্লিকেশনে প্রচুর পরিমানে এড দেয়া হত।আবার কিছু এপ্লিকেশনের বিরুদ্ধে তথ্য চুরির অভিযোগ উঠে, যে তারা ইউজার এর ডাটা চুরি করে, এতে ফাইল কিংবা ফোনের প্রাইভেসি কোনোটাই সুরক্ষিত ছিল না। এবং অনেক দেশে চাইনিজ এইসব এপ্লিকেশন গুলো ব্যান করা হয়।

অ্যান্ড্রয়েড ব্যাবহারকারীরা অনেকদিন ধরে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ফাইল শেয়ার করার জন্য একটি সহজ উপায় খুঁজে আসছিল।এপেল তাদের ডিভাইস গুলোতে অনেক সহজ উপায়ে ফাইল শেয়ার করতে পারছিলো সেখানে অ্যান্ড্রয়েড অনেক পিছিয়ে ছিল।

তারপর গুগল ডেভোলেপারা অনেক বছর কাজ করার পর একটা সহজ পদ্ধতি সামনে নিয়ে আসে। তারা এমন একটা পদ্ধতি আবিষ্কার করে যার মাধ্যমে সব অ্যান্ড্রয়েড ব্যাবহারকারীদের কে এক সাথে তারা সংযুক্ত করতে পারবে।মূলত তারা চেয়েছে সমস্ত অ্যান্ড্রয়েড কমিউনিটিতে একটি সহজ উপায় নিয়ে আসতে যাতে করে সব অ্যান্ড্রয়েড ব্যাবহারকারীরা নিরাপদে ফাইল শেয়ার করতে পারে।

এরপর কিছুদিন আগে গুগল তাদের নিজস্ব ফাইল শেয়ারিং পদ্ধতি “Nearby Share” লঞ্চ করে।

Nearby Share কি?

Nearby share হল এমন একটি অ্যান্ড্রয়েড ফিচার যার মাধ্যমে একজন অ্যান্ড্রয়েড ইউজার আরেকজন আন্ড্রোয়েড ইউজার কে ফাইল শেয়ার করতে পারবে কোনো এপ্লিকেশন ছাড়াই।Nearby Share ফিচারটি অ্যান্ড্রয়েড ভার্শন ৬.০ থেকে সব ব্যবহারকারীরা বিনামুল্যে ব্যবহার করতে পারবে।এছাড়া খুব শীঘ্রই Chromebook-এ এই ফিচারটি আসবে।এই পদ্ধতির মাধ্যমে একজন অ্যান্ড্রয়েড ব্যাবহারকারী আরেকজন ব্যাবহারকারীকে সহজেই চারপাশের লোকজনের সাথে তৎক্ষণাত ছবি, লিঙ্ক, ভিডিও এবং আরও যেকোনো ফাইল তৎক্ষণিক ভাবে শেয়ার করতে পারবে।

আর এটি End to End encryption এর মাধ্যমে যে কোনো ফাইল এর গোপনীয়তা রক্ষা করবে। যার ফলে একজন ইউজার এর ডাটা শেয়ার করার সময় সবকিসুই সুরক্ষিত থাকবে।এছাড়া, ফাইল ট্রান্সফারের জন্য তিনটি অপশন পাবেন – হিডেন, সাম কন্ট্যাক্ট, অল কন্ট্যাক্ট। এর মধ্যে আপনি যার বা যাদের সাথে ফাইলগুলি শেয়ার করতে চান তার ডিভাইস সিলেক্ট করতে পারেন।গুগলের দাবি নিয়ারবাই শেয়ার ফিচারে ইউজারের তথ্য সম্পূর্ণ এনক্রিপ্টেড থাকে।

Nearby share কিভাবে কাজ করে?

অনলাইন এবং অফলাইন উভয় কাজ করতে পারে।প্রথমে আপনার সেটিংস থেকে Nearby Share ফিচারটি চালু করতে হবে।একজন ব্যবহারকারী যখন শেয়ার করবে তখন অন্য ব্যাবহারকারীর ফিচারটি এনাবল থাকা লাগবে।

তারপর কোনো ফাইল শেয়ার থেকে Nearby Share সিলেক্ট করলে অন্য ইউজাদের কাছে নটিফিকেশন যাবে,তখন তারা সেটিকে একসেপ্ট করলে,যিনি শেয়ার করবে শেয়ার লিস্টে তাদের ডিভাইস গুলি দেখা যাবে, তখন ব্যবহারকারী যার ডিভাইসে শেয়ার করবে সে ফাইলটি রিসিভ করতে পারবে।

Nearby share তখন স্বয়ংক্রিয়ভাবে ব্লুটুথ, ব্লুটুথ লো এনার্জি, ওয়েবআরটিসি বা পিয়ার-টু-পিয়ার ওয়াইফাই ব্যবহার করে দ্রুত এবং সহজে ট্রান্সফার করার জন্যসেরা প্রোটোকলটি বেছে নেয় এবং এভাবে ফাইলটি শেয়ার হয়ে থাকে ।কোনো ব্যবহারকারী সম্পূর্ণ অফলাইনে থাকা অবস্থায়ও অন্য ব্যবহারকারী কে ফাইল শেয়ার করতে পারবে।ফাইল শেয়ার হবার পর ফাইল গুলো ফোনের ডাউনলোড ফোল্ডারে থাকে।

কিভাবে Nearby Share শেয়ার ফিচারটি চালু করবেন?

উক্ত ফিচারটি অ্যান্ড্রয়েডে হিডেন অবস্থায় থাকে।আপনি আপনার ফোনের নটিফিকশন প্যানেলে অপশনটি খুজে পাবেন।যদি না থাকে তবে সেটিং থেকে এটিকে চালু করতে হবে ।

  • ফোনের সেটিং এ প্রবেশ করুন ।
  • সেখানে থেকে গুগল অপশনে যান 
  • গুগলে যাওয়ার পর Device Connections অপশনটি বাছাই করুন ।
  • সেখানে Nearby Share ফিচার দেখতে পারবেন।সেখানে গিয়ে এনাবল করে নিন
  • এবার আপনি আপনার পছন্দ মত সেটিং করে নিতে পারবেন।

যদি আপনি অনলাইনে ফাইল শেয়ার করে সেখানে ওয়াইফাই কিংবা ডাটা কানেকশন লাগবে আর ফাইল শেয়ার করতে ২ টার ক্ষেত্রেই ব্যান্ডউইথ এর প্রয়োজন হবে। এতে করে আপনি ডাটা ইউজার হলে আপনার ডাটা খরচ হবে।আর আপনি অফালাইনে ফাইল শেয়ার করতে চাইলে Without Internet অপশনটি বাছাই করে নিন।এতে করে আপনার মোবাইল ডাটার খরচ হবেনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Warning: Trying to access array offset on null in /home/bcsaid/instabangla.com/wp-content/themes/disto/single.php on line 260