স্মার্ট ফোন কেন গরম হয়ে যায়?গরম হলে আপনার করনীয় কি?

বর্তমান সময়ে স্মার্ট ফোন নেই এমন মানুষ খুঁজে পাওয়া অনেক কষ্টকর একটি কাজ।কারন সহজলভ্যতার কারনে আমাদের সবার হাতে হাতে জায়গা করে নিয়েছে স্মার্ট ফোন।কিন্তু অনেক সময় দেখা যায় আপনার শখের মোবাইল ফোন ব্যাবহার করার সময় অথবা কারনে অকারনে অনেক গরম হচ্ছে।আর আপনি ভয় পেয়ে যাচ্ছেন কেন আপনার স্মার্ট ফোন কোন কারন ছাড়াই গরম হয়ে যাচ্ছে।আপ্রা আজকের এই আর্টিকেল এর মাধ্যমে জানবো কেন আমাদের শখের স্মার্ট ফোন গরম হয়ে যায় এবং স্মার্ট ফোন গরম হয়ে গেলে এর থেকে প্রতিকার পাওয়ার উপায় কি?

আমরা যত দামী মোবাইল ফোন ব্যাবহার করি না কেন স্মার্ট ফোন গরম হবেই।তবে এই গরম হবার ও একটি মাত্রা আছে।যদি দেখেন আপনার হাতে থাকা স্মার্ট মোবাইল অযথায় অত্তাধিক গরম হয়ে যাচ্ছে তাহলে আপনাকে বুজে নিতে হবে আপনার মোবাইলে হয়ত বা কিছু কারিগরি সমস্যা রয়েছে।অথবা আপনি স্মার্ট ফোন দিয়ে এমন কিছু করছে যা এই মোবাইল ফোনের জন্য অতিরিক্ত চাপের হয়ে যাচ্ছে।আর এই অতিরিক্ত চাপের কারনে আপনার মোবাইলটি স্বাভাবিক এর চাইতে বেশী গরম হয়ে যাচ্ছে।এখন আমরা জানবো কেন আমাদের স্মার্ট ফোনটি অত্তাধিক গরম হয়ে যায় যা আমাদের কাছে অস্বাভাবিক মনে হয়।যদি নিচের কারন গুলোর জন্য আপনার মোবাইল ফোন গরম হয়ে যায় তবে এই সমস্যা সমাধানের জন্য সার্ভিসিং সেন্টারে নিয়ে যাবার কোন প্রয়োজন নাই,যে কারনে আপনার মোবাইল গরম হচ্ছে সেই কাজ থেকে বিরত থাকলেই আশা করা যায় আর গরম হবে না।

আপনি কি আপনার মোবাইল দিয়ে খুব বেশী গেমিং করেন?যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে এটাই হতে পারে আপনার স্মার্ট ফোন গরম হয়ে যাবার কারন।যখন আমরা আমাদের স্মার্ট ফোনে গেমিং করি তখন আমাদের মোবাইল ফোনের প্রসেসর সম্পূর্ণ ব্যাবহার হয়ে থাকজে এবং আমরা যে গেম গুলো খেলে থাকি সেইগুলো সাধারণত একটি হাই লেভেল এর গ্রাফিক্স দিয়ে তৈরি করা হয়।আর এই হাই গ্রাফিক্স ওপেন আর প্রসেসর এর ব্যাবহার আপনার স্মার্ট ফোনকে স্বাভাবিক এর চাইতে বেশী গরম করে তুলে।তাহলে এর প্রতিকার কি?আমি আপনাকে বলব না যে আপনি আপনার স্মার্ট ফোন দিয়ে গেমিং বন্ধ করে দেন।তবে এটা আমি অবশ্যই বলব যে আপনি যদি মোবাইল গেমিং এর প্রতি অত্তাধিক আসক্ত হয়ে থাকেন তাহলে তা কমিয়ে আনুন।তাহলেই আপনার মোবাইল আর ততটা গরম হবে না।

আপনি কি এমন এলাকায় বসবাস করেন যেখানে নেটওয়ার্ক সিগন্যাল অনেক দুর্বল?এই প্রশ্নের উত্তরও যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে আপনার স্মার্ট ফোন গরম হবার জন্য এই দুর্বল সিগন্যাল দায়ী।কারন আমাদের হাতে থাকে মোবাইল ফোন যখন লো নেটওয়ার্ক সিগন্যাল এর শিকার হয় তখন আমাদের স্মার্ট ফোনের প্রসেসর দুর্বল সিগন্যাল থেকে সিগন্যাল গ্রহন করার জন্য অত্তাধিক পরিমানে ব্যাবহার হতে থাকে।আর আমরা জানি প্রসেসর বেশী ব্যাবহার হওয়া মানেই বিদ্যুৎ বেশী খরচ হওয়া।আর যে কোন ইলেক্ট্রনিক ডিভাইসে বিদ্যুৎ বেশী খরচ হলে সেই ডিভাইস অনেক বেশী গরম হবে এটাই স্বাভাবিক এবং এতে ভয় পাবার কিছু নাই।আপনি আজকে থেকে খেয়াল করবেন যখন আপনার নেটওয়ার্ক সিগন্যাল দুর্বল থাকবে তখন আপনার স্মার্ট ফোন অনেক গরম হয়ে যাচ্ছে আবার যখন নেটওয়ার্ক সিগন্যাল ঠিক থাকছে তখন আপনার স্মার্ট ফোন একদমই গরম হচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *