পূর্বের আর্টিকেলে আমরা ব্যান্ডউইথ সম্পর্কে জেনেছি।এই পোস্টে জানব ভার্চুয়াল প্রাইভেট সার্ভার বা,ভিপিএস সম্পর্কে।যেহেতু সিন দিন ওয়েবসাইট এর সংখ্যা বেড়েই চলেছে।সুতরাং হোস্টিং এর গ্রাহক বেড়েই চলেছে।দামে সস্তা হবার কারনে শেয়ার হোস্টিং সবার কাছে অনেক জনপ্রিয়।শেয়ার হোস্টিং হল একটি ভার্চুয়াল কম্পিউটার যা অনেকে মিলে ব্যাবহার করে।আর একটি কম্পিউটার অনেকে ব্যাবহার করার কারনে এর গতি অনেকটা কমে যায়।অপরদিকে ভিপিএস হল আপনার পার্সোনাল কম্পিউটার এর মত,যার একমাত্র ব্যাবহারকারী হবেন আপনি এবং আপনার ওয়েবসাইট এর ভিসিটর।একসাথে অনেক ভিসিটর আপনার ওয়েবসাইটে প্রবেশ করলেও কখনও আপনার ওয়েবসাইট এর গতি স্লো হবে না।তাই যাদের ওয়েবসাইটে অনেক ভিসিটর আছে তাদের কাছে ভিপিএস হোস্টিং অনেক বেশী জনপ্রিয়।এত জনপ্রিয়তার পরেও ভিপিএস সার্ভার এর কিছু অসুবিধা আছে।আমরা আজকে ভিপিএস সার্ভার এর সুবিধা অসুবিধা সম্পর্কে জানব।
প্রথমে আমরা ভিপিএস সার্ভার এর সুবিধা সমূহ জানবো,যেকোনো শেয়ার হোস্টিং এর ওয়েবসাইট এর চাইতে ভিপিএস সার্ভারে হোস্ট করা ওয়েবসাইট এর স্পিড হবে কয়েকগুন বেশী।আমরা পূর্বেই জেনেছি শেয়ার হোস্টিং অনেক মানুষ এক সাথে ব্যাবহার করে এবং এটি একটি ভার্চুয়াল কম্পিউটার।যেহেতু একটি কম্পিউটার এবং ইউজার একাধিক কিন্তু একটি কম্পিউটারের যন্ত্রাংশ সবার ব্যাবহার করতে হয়।ফলে ভার্চুয়াল কম্পিউটারটি স্লো হয়ে পরে।অপরদিকে ভিপিএস একজন ব্যাবহার করে কিন্তু এই ভার্চুয়াল কম্পিউটার কখনও স্লো হয় না।শেয়ার হোস্টিং এর চাইতে ভিপিএস হোস্টিং এর সিকিউরিটি অনেক বেশী থাকে।কারনে এখানে শুধু মাত্র আপনার ওয়েবসাইটই থাকে।সুতরাং হোস্টিং কোম্পানি ভিপিএস হোস্টিং এর জন্য অনেক শক্তিশালী সিকিউরিটির বেবস্থা করে রাখে।ভিপিএস সার্ভারে সর্বশেষ সার্ভার প্রযুক্তি ব্যাবহার করা হয়ে থাকে তাই ভিপিএস সার্ভার সর্বদা শেয়ার হোস্টিং এর চাইতে অধিক গতি সম্পন্ন হয়ে থাকে।
এতক্ষণ আমরা ভিপিএস সার্ভার এর সুবিধা সমূহ জানলাম,এবার আমরা এই ভিপিএস সার্ভার এর অসুবিধা সমূহ জানবো।আমরা পূর্বেই জেনেছি শেয়ার হোস্টিং দামে সস্তা হবার কারনে অনেক জনপ্রিয়।এই থেকেই বুঝা যায় ভিপিএস হোস্টিং শেয়ার হোস্টিং এর চাইতে অনেক দাম বেশী।শুধু বেশী বললে ভুল হবে অনেক ক্ষেত্রে শেয়ার হোস্টিং এর চাইতে কয়েকগুন দাম বেশী হতে পারে।
এতক্ষণ আপনি হয়ত ভেবেছেন যেহেতু একটি ভার্চুয়াল কম্পিউটারে শুধু আপনার ওয়েবসাইট রাখা হবে।সুতরাং পুর কম্পিউটারই আপনি হোস্টিং হিসাবে ব্যাবহার করতে পারবেন।যদি আপনি এটাই ভেবে থাকেন তাহলে ভুল ভেবেছেন।আপনি ডেডিকেটেড হোস্টিং এর মত কখনই পুর কম্পিউটার কে হোস্টিং হিসাবে ব্যাবহার করতে পারবেন না।পুর কম্পিউটারকে হোস্টিং হিসাবে ব্যাবহার করতে চাইলে আপনাকে ডেডিকেটেড হোস্টিং ব্যাবহার করতে হবে।
Leave a Reply