আপনি যদি কোন ব্যাবসার জন্য অথবা ব্লগ সাইট চালু করার জন্য কোন ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে প্রথমেই আপনাকে যে কাজ করতে হবে তা হল আপনাকে একটি সুন্দর এবং ব্র্যান্ডেবল ডোমেইন নাম কিনতে হবে।কিন্তু এই কাজটি মোটেই সহজ নয়।কারন আপনাকে এমন একটি ডোমেইন নাম খুঁজে বের করতে হবে যেটি সম্পূর্ণ ইউনিক এবং ব্র্যান্ডেবল হয়।কারন এই নামেই আপনার ব্যাবসা অনলাইন অথবা অফলাইনে পরিচিত হবে।একটি সদ্য জন্ম নেওয়া শিশুর ক্ষেত্রে নাম রাখা যেমন জরুরি ঠিক তেমনি আপনার ব্যাবসার জন্য ইউনিক ডোমেইন নাম নির্বাচনও জরুরি।তাই এই ডোমেইন নাম নির্বাচন এর কাজটি আমাদের খুবই সতর্কতার সাথে সম্পন্ন করতে হবে।আমাদের আজকের আর্টিকেলে আমরা আলোচনা করব কিভাবে একটি সুন্দর ডোমেইন নাম খুঁজে বের করতে হয় এবং কিভাবে এই কাজটি আমরা খুব সহজে করতে পারি।
আমরা যেহেতু আমাদের ডোমেইন নাম নিয়ে সুদূর প্রসারি চিন্তা করছি সেই জন্য আমাদের এই বিষয় মাথায় রাখতে হবে যে আমরা যেই ডোমেইন কিনতে চাচ্ছি সেই ডোমেইন কি ভবিষ্যতে ব্র্যান্ড হিসাবে গড়ে উঠবে?আর এই কারনেই আমাদের এমন ডোমেইন নাম নির্বাচন করতে হবে যেন মানুষ তা খুব সহজেই মনে রাখতে পারে এবং অবশ্যই আমাদের নিরবাচিত ডোমেইন নামটি যথাসম্ভব ছোট রাখার চেষ্টা করতে হবে।
আপনি যখন ডোমেইন নাম খুজবেন তখন আপনাকে কী-ওয়ার্ড এর বিষয়টা মাথায় রাখতে হবে।এর জন্য আপনার ব্যাবেসার সাথে মিল আছে এমন ১০ টি প্রাথিমিক কী-ওয়ার্ড এবং জনপ্রিয় শব্দ নিরাবাচন করুন।এর পর এই কী-ওয়ার্ড এবং জনপ্রিয় শব্দ একত্র করে ডোমেইন নাম খুজতে থাকুন।এর জন্য আপনি ফ্রী ডোমেইন সাজেশন টুল গুলো ব্যাবহার করতে পারেন।
আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনি যখন ডোমেইন নাম পছন্দ করার জন্য খুজতে থাকবেন তখন আপনি রীতিমত কনফিউজ হয়ে যাবেন।যে এত ডোমেইন এক্সটেনশন এর ভেতর কোন ডোমেইন এক্সটেনশন আপনার ব্যাবসার বা ব্লগসাইট এর জন্য উপযুক্ত।তবে আপনার জন্য আমার সাজেশন হল আপনার প্রথমে .com ডোমেইন এক্সটেনশন কে অগ্রাধিকার দেওয়া উচিত।আপনি যদি .com ডোমেইন এক্সটেনশন খালি না পান তাহলে আপনার উচিত হবে এর পরের কোন পপুলার ডোমেইন এক্সটেনশন থেকে আপনার ডোমেইন এক্সটেনশনটি বেছে নেওয়া।
খুব সহজে মানুষ মনে রাখতে পারে এমন কোন নামকে আপনার ডোমেইন নাম হিসাবে নির্বাচন করা উচিত।আপনি হয়ত এমন কোন ডোমেইন নাম কিনলেন যেটা মানুষ মনে রাখতে পারেনা আবার উচ্চারন এর দিক থেকেও অনেক হার্ড একটি ওয়ার্ড।আবার দেখা গেল উচ্চারন এবং মনে রাখা সহজ হলে দেখা গেল সেই নাম লেখা ততটা সহজ নয়।সুতরাং আমাদের এমন ডোমেইন নাম নির্বাচন করতে হবে যেই নাম মনে রাখা সহজ,উচ্চারন করতেও সহজ আবার টাইপ করতেও একদম সহজ।
আমরা যখন আমাদের ওয়েবসাইট এর জন্য ডোমেইন নাম খুঁজবো তখন অবশ্যই হাইপেন দিয়ে কোন ডোমেইন নাম সিলেক্ট করব না।কারন কিছু বছর আগে হাইপেন দেওয়া ডোমেইন নাম গুলো সার্চ ফলাফলে রাঙ্ক করলেও বর্তমানে হাইফেন আছে এমন ডোমেইন নামের ওয়েবসাইট সার্চ ইঞ্জিন গুলো আর রাঙ্ক দিচ্ছে না।আপনি এখনি যেকোনো কী-ওয়ার্ড লিখে সার্চ করে দেখতে পারেন যে আসলেও হাইফেন ওয়ালা কোন ওয়েবসাইট সার্চ ফলাফলে আছে কিনা।হাইফেন এর আরও একটি অসুবিধা আছে,তাহল আপনার ওয়েবসাইটে যারা সরাসরি ব্রাউজারে ওয়েবসাইট এর ইউআরএল লিখে আসে তাদের অনেক সময় হাইফেন দেওয়ার কথা মনে থাকে না।সুতরাং ডোমেইন নাম নির্বাচন করার সময় আমাদের হাইফেন কে এরিয়ে চলা উচিত।
উপরোক্ত বিষয়গুলো মেনে আমরা যদি কোন ডোমেইন নাম নির্বাচন করতে পারি তাহলে তা অবশ্যই আমাদের ব্যাবসা এবং ব্লগ সাইট এর জন্য সুফল বয়ে আনবে।আর আমরা যদি এসব বিষয়ে সতর্ক না থাকি তাহলে আমাদের ডোমেইন নাম কেনা একেবারেই অর্থ নষ্ট করা ছাড়া কিছু হবে না।ডোমেইন নাম নির্বাচন নিয়ে আপনার কাছে যদি কোন নতুন আইডিয়া থেকে থাকে তাহলে আপনার সেই আইডিয়া এই পোস্ট এর কমেন্ট সেকশনে করুন।আমরা অবশ্যই তা আমাদের এই আর্টিকেলে যুক্ত করব।
Leave a Reply