যে কারনে আপনার ডেক্সটপ নয় ল্যাপটপ থাকা উচিত

বর্তমান সময় বিজ্ঞান আর প্রযুক্তির সময়।আর বিজ্ঞান প্রযুক্তির সাথে পাল্লা দিতে আপনার অবশ্যই একটি কম্পিউটার থাকা উচিত।কারন আধুনিক যুগে বিজ্ঞান ও প্রযুক্তিকে জানতে হলে অবশ্যই আপনার একটি কম্পিউটার লাগবেই।কম্পিউটার এর কথা বললেই আমাদের চোখের সামনে চলে আসে দুই ধরনের কম্পিউটার,ডেক্সটপ আর ল্যাপটপ।আজকের এই আর্টিকেলে আমরা জানবো যে কারনে আপনার ডেক্সটপ নয় ল্যাপটপ থাকা উচিত।

কম্পিউটার এর সূচনা মূলত ডেক্সটপ কম্পিউটার এর হাত ধরেই।তারপরেও সর্বপ্রথম ১৯৭১ সালে প্রথম ল্যাপটপ বাজারে আসে।আপনি ডেক্সটপ ব্যাবহার করেন আর ল্যাপটপ ব্যাবহার করেন দুইটা ব্যাবহার করেই আপনি কম্পিউটার এর সকল কাজ করতে পারবেন।এর পরেও সহজে বহনযোগ্য হবার কারনে ল্যাপটপ এর জনপ্রিয়তা আকাশচুম্বী।

যদিও অনেক কাজের জন্য আপনার অবশ্যই একটি ডেক্সটপ কম্পিউটার থাকা উচিত।যেমনঃ গেমিং, ওয়ার্ক স্টেশনসহ হাই-পারফর্মেন্সের জন্য আপনার অবশ্যই ডেক্সটপ কম্পিউটার হলে ভালো হবে।ডেক্সটপ নাকি ল্যাপটপ আমাদের জন্য বেশী দরকারি কোনটা?এই প্রশ্নের উত্তর দেওয়া খুবই মুশকিল।তবে এক কথায় আমরা এই উত্তর পেতে পারি যে,এটা নির্ভর করে সম্পূর্ণ আমাদের কাজের উপর।আজকে আমরা এই প্রশ্নের উত্তর খুঁজবো না,আমরা জানবো কেন আমাদের একটি ল্যাপটপ কম্পিউটার থাকা উচিত বা,কেন আমরা ল্যাপটপ ব্যাবহার করব?

সহজে বহন করা যায় বলে ল্যাপটপ এর জনপ্রিয়তা অনেক।আপনি চাইলেই আপনার ল্যাপটপ একটি ব্যাগে করে এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যেতে পারেন।যা কিনা আমাদের ডেক্সটপ কম্পিউটার এর বেলায় সম্ভব না।ধরেন আপনি গাড়িতে করে কোথাও জাচ্ছেন অথবা আপনি ভ্রমনে আছেন সেই মুহূর্তে আপনি মেইল পেলেন যে আপনার অফিসের একটি কাজ করতে হবে।আপনি সাথে সাথে আপনার ল্যাপটপ বের করে কাজটি কমপ্লিট করতে পারবেন।ল্যাপটপ যেখানে খুশি সেখানে নেওয়া যায় বলে আপনি যখন তখন কাজ করতে পারেন,ফলে আপনার কাজের অউতপুট বেড়ে যায়।সুতরাং এই দিক থেকে ডেক্সটপ এর চাইতে ল্যাপটপ সেরা।আপনি যখন ল্যাপটপ কিনবেন তখন কম ওজন এর ল্যাপটপ কেনার প্রতি আপনার খেয়াল রাখা উচিত।

আপনি কি চান আপনি বাসার যেখানে খুশি সেখানে স্বাচ্ছন্দ্যে  কম্পিউটার ব্যাবহার করবেন?তাহলে আপনার উচিত হবে ল্যাপটপ কেনা।কারন আপনি শুয়ে,বসে,এমন কি রান্না করতে করতেও ল্যাপটপ ব্যাবহার করতে পারবেন।আপনি যদি চান যে আপনার ডেক্সটপ আপনার রান্না ঘরে নিবেন,এটা করা সম্ভব তবে বেশ ঝামেলা পূর্ণ ও বটে।কারন রান্নার কাজ শেষে আবার আপনাকে আপনার ডেক্সটপ আপনার শোবার ঘরে নিয়ে আস্তে হবে।সুতরাং এই দিক চিন্তা করে হলেও আপনার ডেক্সটপ কম্পিউটার নয় ল্যাপটপ কম্পিউটার কেনা উচিত।

আপনি যদি কখনও ডেক্সটপ কম্পিউটার ব্যাবহার করে থাকেন তাহলে অবশ্যই আপনার জানা আছে এটা রাখতে কত জায়গার প্রয়োজন!অপরদিকে ল্যাপটপ কম্পিউটার এর জন্য এত জায়গার প্রয়োজন নেই।বিশেষ করে ছাত্ররা এবং অবিবাহিত যারা মেসে থাকেন তাদের ঘরে জায়গার অনেক সংকট।তাদের জন্য ল্যাপটপ হল আসল সল্যুশন।কম জায়গায় আপনি স্বাচ্ছন্দ্যে ল্যাপটপ রেখে ব্যাবহার করতে পারবেন।

ডেক্সটপ কম্পিউটার ল্যাপটপ কম্পিউটার এর চাইতে তুলনামূলক ভাবে কম বিদ্যুৎ খরচ করে।আপনি যদি বিদ্যুৎ খরচ বাঁচিয়ে কম্পিউটার ব্যাবহার করতে চান তাহলে ল্যাপটপ কম্পিউটার হবে আপনার জন্য প্রধান পছন্দ।

আপনি যদি একজন ছাত্র হয়ে থাকেন,তাহলে আপনি আপনার ল্যাপটপ নিয়ে আপনার শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে যেতে পারেন এবং আপনার ক্লাস এর ফাকে ফাকে আপনার প্রয়োজনীয় কাজ গুলো শেষ করতে পারেন।যা আপনার সময়ের মূল্য দেয়।এছারা আপনার বিভিন্ন ক্লাস এর নোট, প্রেজেন্টেশন এবং বই পড়ার মত কাজগুলোও আপনার ল্যাপটপে করে নিতে পারেন।

ল্যাপটপ আর একটি কারনে জনপ্রিয়।ল্যাপটপ এর আছে ব্যাকআপ ব্যাটারি।যার ফলে আপনি কাজ করতে করতে বিদ্যুৎ চলে গেলেও আপনার কাজ আপনি সাচ্ছন্দে ব্যাবহার করতে পারবেন।আর এই ব্যাটারির কারনে আপনি রাস্তা-ঘাটে আপনার ল্যাপটপ ব্যাবহার করতে পারবেন।আর এটি ডেক্সটপ কম্পিউটারে কখনই সম্ভব নয়।কারন ডেক্সটপ কম্পিউটার এর ল্যাপটপ এর মত ব্যাটারি সুবিধা নেই।

অতিরিক্ত অনেক কিছুই আপনি ল্যাপটপ এর সাথে ফ্রী পেয়ে থাকেন যেমনঃ ওয়েব ক্যামেরা ,মাউস, টাচ-প্যাড, স্পিকার সহ আরও অন্যান্য ফিচার গুলো আপনি ল্যাপটপ এর সাথেই পেয়ে থাকেন।অপরদিকে আপনি যদি ডেক্সটপ কম্পিউটার কিনেন তাহলে এই ওয়েব ক্যামেরা ,মাউস, টাচ-প্যাড, স্পিকার সহ আরও অন্যান্য ফিচার আপনাকে আলাদা ভাবে কিনে নিতে হবে।সুতরাং এই দিক চিন্তা করে হলেও ডেক্সটপ কম্পিউটার এর চাইতে ল্যাপটপ কম্পিউটারই আপনাকে বেশী সুবিধা দিবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *