আসুন জানি কেন আমাদের ফ্রী ওয়েবসাইট চালু করা উচিত নয়

আপনি যখন এই লেখা পড়ছেন তখনও আপনি একটি ওয়েবসাইটে আছেন।এবং অবশ্যই এটি একটি পেইড ওয়েবসাইট।আপনি হয়ত এমন অনেক ওয়েবসাইট ভিসিট করেছেন এখন পর্যন্ত তার অনেক ওয়েবসাইট হয়ত কোন টাকা খরচ না করেই তৈরি করা হয়েছে।আপনি যদি ইন্টারনেটে Free Website Maker লিখে সার্চ তাহলে এমন অগিনিত ওয়েবসাইট/কোম্পানি পাবেন যারা আপনাকে ফ্রী তে ডোমেইন এবং সার্ভার অফার করবে।আপনি হয়ত ভাবছেন বাহ!দারুনত আমি ওয়েবসাইট তৈরি করব বলে ভাবছি কিন্তু টাকার সমস্যার কারনে তৈরি করতে পারছি না।কিন্তু এরা সব কিছু ফ্রী তে অফার করছে।আপনি হয়ত উৎসাহ নিয়ে আপনার পছন্দের ডোমেইন নাম দিয়ে তাদের ওয়েবসাইটে ফ্রী তে আপনার ওয়েবসাইট চালু করলেন কিন্তু চালু করার পর বুঝতে পারবেন আসলেও সব কিছু ফ্রী নয়।যেমন দেখলেন আপনাকে আপনার বিজনেস ইমেইল চালু করতে দিচ্ছে না।আপনাকে বলা হচ্ছে তাদের ওয়েবসাইটে বিজনেস ইমেইল চালু করতে হলে আপনাকে নির্দিষ্ট পরিমান অর্থ পরিশোধ করতে হবে।আজকের এই আর্টিকেলে আমরা জানবো কেন আমাদের ফ্রী ওয়েবসাইট চালু করা উচিত নয়?তাহলে চলুন শুরু করা যাক।

প্রথমেই আপনি যে সমস্যার মুখোমুখি হবেন তা হল তাঁরা আপনার ডোমেইন নামের সাথে তাদের ডোমেইন নাম যুক্ত করে দিবে।যেমনঃ example.companyname.com অথবা shop.blogger.com অথবা shop.weebly.com এমন।এখন আপনি দেখলেন আসলেও ত আপনি এমন চান নি,আপনি চেয়েছিলেন সরাসরি আপনার পছন্দের ডোমেইন নামে আপনার ওয়েবসাইট চালু করতে।কিন্তু চালু করার পর আপনি দেখলেন তাদের ডোমেইন নাম আপনার ওয়েবসাইট এর সাথে যুক্ত করে দিয়েছে।আর আপনি যদি সত্যিই এই রকম নামে ডোমেইন চালু করতে চান তাহলে অবশ্যই আপনাকে ডোমেইন কিনে নিতে হবে।

আপনার ওয়েবসাইটে তাদের বিজ্ঞাপন শো করানো হবে।যেমন ধরেন আপনার ওয়েবসাইটটি একটি অনলাইন শপ যেখানে আপনি মোবাইল বিক্রয় করেন।আপনি একটি মোবাইল বিক্রি করার জন্য সুন্দর করে একটি আর্টিকেল পাবলিশ করলেন।এখন দেখা গেল তাঁরা আপনার ওয়েবসাইটে ঠিক একই মোবাইল এর বিজ্ঞাপন দিচ্ছে এবং আপনার দেওয়া দামের চাইতে অনেক কম দামে অফার করছে!এখন আপনিই এই প্রশ্নের উত্তর দেন মানুষ কোনটা কিনবে?আপনার টা নাকি অ্যাড এর মোবাইল টা ?অবশ্যই অ্যাড এর মোবাইল কিনবে কারন কেউ কম দামে পেলে আপনার টা কিনবে কেন?সুতরাং ফ্রী ওয়েবসাইট এর এটি একটি অসুবিধা।আর এই অসুবিধা থেকে বাঁচতে চাইলে আপনাকে ডোমেইন কিনে ওয়েবসাইট তৈরি করতে হবে।

বেশির ভাগ ফ্রী ওয়েবসাইট যারা অফার করে তাদের হোস্টিং সার্ভিসে অনেক বেশী ওয়েবসাইট একসাথে রান থাকে।আর অনেক ওয়েবসাইট একসাথে রান থাকার ফলে তাদের সার্ভার অনেক ধীর গতির হয়ে থাকে।এই সমস্যার কারনে আপনার গ্রাহক আপনার ওয়েবসাইট থেকে দ্রুত বের হয়ে যায়।আর এই সমস্যা থেকে বাঁচতে হলে আপনার উচিত হবে এসব ফ্রী হোস্টিং সার্ভিস ব্যাবহার করা থেকে বিরত থাকা এবন পেইড হোস্টিং সার্ভিস কিনে সেখানে আপনার ওয়েবসাইট তৈরি করা।

আপনার হয়ত অনেক বেশী ব্যান্ডউইথ এর প্রয়োজন,কিন্তু তাঁরা আপনাকেযে পরিমান ব্যান্ডউইথ দিবে এটা আপনার জন্য খুবই অল্প।আর এই পরিমান ব্যান্ডউইথ শেষ হলে অতিরিক্ত ব্যান্ডউইথ এর জন্য টাকা পরিশোধ করতে হবে।এখন কথা হল যদি আপনার টাকা দিয়ে কিনেই ব্যাবহার করতে হয় কেন আপনি ফ্রী হোস্টিং সার্ভিস ব্যাবহার করবেন?আপনি অবশ্যই পেইড হোস্টিং সার্ভিস ব্যাবহার করবেন।

যেহেতু তাঁরা আপনাকে ফ্রী সার্ভিস দিচ্ছে,সেহেতু তাঁরা আপনাকে অনেক বেশী সিকিউরিটি দিতে বাধ্য নয়।আর এই কারনেই আপনার ওয়েবসাইটটি যেকোনো সময় হ্যাক হয়ে যেতে পারে।আপনার ওয়েবসাইট এর সকল তথ্য মুছে দিতে পারে হ্যাকার।সুতরাং এই দিক বিবেচনা করে হলেও আপনার এসব ফ্রী সার্ভিস ব্যাবহার করা উচিত নয়।এছারা এসব সাইট থেকে ম্যালওয়ার ছড়ানো হয় যা আপনার এবং আপনার ওয়েবসাইট ব্যাবহারকারীর ডিভাইসের অনেক ক্ষতি সাধন করতে পারে।

ফ্রী ওয়েবসাইট গুলোর প্রধান লক্ষ্য থাকে যেকোনো ভাবে উপারজন করা।তাই তাঁরা আপনার পার্সোনাল ইনফোরমেসন সেল করে দিতে পারে।এমনকি আপনার ওয়েবসাইট এর ব্যাবহারকারীদের পার্সোনাল তথ্যও বিক্রি করে দিতে পারে।যা আপনার এবং আপনার বিজনেসের জন্য কখনই সুফল বয়ে আনবে না।আর আপনি যদি এসব নিয়ে তাদের সাথে যোগাযোগ করেন তাহলে তাঁরা বিভিন্ন ধরনের কন্ডিশন আপনার হাতে ধরিয়ে দিবে।

আর যারা ফ্রী ওয়েবসাইট অফার করে তাদের বেশিরভাগ কোম্পানির ওয়েবসাইট গুলো ডেক্সটপ ভার্সন এর হয়ে থাকে,যা মোবাইল থেকে ব্যাবহার করা অনেক কষ্টকর এবং বিরক্তিকর।আপনি হয়ত জেনে থাকবেন বর্তমানে সবচাইতে বেশী ইন্টারনেট ব্যাবহার করা হয় মোবাইল ডিভাইস থেকে।সুতরাং আমাদেরও দরকার মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইট।প্রায় সব মেজর সার্চ ইঞ্জিন মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইট পছন্দ করে এবং মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইটে সার্চ রাঙ্কে সামনের দিকে জায়গা দেয়।

সুতরাং উপরক্ত বিষয় গুলোর প্রতি নজর রেখে আমাদের প্রফেশনাল কাজের জন্য কখনই এসব ফ্রী ওয়েবসাইট কোম্পানি অফার গ্রহন করা উচিত নয়।কারন এখানে রয়েছে অনেক বেশী প্রতিবন্দিকতা।যা আপনার বিজনেসে অনেক খারাপ প্রভাব ফেলতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *