বিশ্বের নামকরা কিছু সেরা ক্লাউড হোস্টিং সার্ভার কোম্পানি,জানুন বিস্তারিত

আপনি এই আর্টিকেল পড়া শুরু করছেন তার মানে আমি ধরে নিচ্ছি আপনার একটি ওয়েবসাইট আছে এবং ওয়েবসাইটটি অনেক জনপ্রিয় না হলে একটি নির্দিষ্ট পরিমান ভিসিটর আপনি পেয়ে থাকে যার কারনে আপনার বর্তমান ব্যাবহার করা হোস্টিং পরিবর্তন করতে চাচ্ছেন।এবং আমি ধরে নিলাম আপনার বর্তমান ওয়েবসাইট এর হোস্টিং প্যাকেজটি শেয়ার হোস্টিং।যদি এই পর্যন্ত ঠিক হয় তবে আপনি সঠিক আর্টিকেল পড়া শুরু করছেন,কারন আজকে আপনি এই আর্টিকেল এর মাধ্যমে জানানর চেষ্টা করব সারা ইন্টারনেট দুনিয়াতে এত পরিমান ক্লাউড হোস্টিং এর ভিরে কোন হোস্টিং কোম্পানি গুলো আপনাকে সবচাইতে ভালো মানের ক্লাউড হোস্টিং সেবা দিবে এবং কারা দুনিয়া সেরা ক্লাউড হোস্টিং কোম্পানি।তাহলে চলুন মূল আলোচনা শুরু করা যাক।

অনলাইনে সবাই অনেক কথায় বলবে।যেমন আমরাই সেরা।আমরাই সবচাইতে ভালো গ্রাহক সেবা দিয়ে থাকি এমন অনেক কথা।দেখে শুনে আপনার সবাই কে পৃথিবী বিখ্যাত ক্লাউড হোস্টিং কোম্পানি মনে হবে।কিন্তু না,সব ক্লাউড হোস্টিং কোম্পানি কিন্তু সেরা না।ইন্টারনেট দুনিয়াতে ব্যাঙের ছাতার মত হোস্টিং কোম্পানি সবাই খুলে বসেছে তাই হোস্টিং কেনার আগে অবশ্যই আপনাকে যাচায় করে নিতে হবে কোন কোম্পানির সার্ভারে আপনার ওয়েবসাইট এর ডাটা হোস্ট করলে আপনার ডাটা সমূহ নিরাপদ থাকবে।

ইন্টারনেট ব্যাবহার করে অথচ গুগল এর নাম শুনেন নি এমন মানুষ আপনি খুঁজে পাবেন না।আপনিও শুনেছেন নিশ্চয়।গুগল এর অনেক গুলো সেবার ভেতর ক্লাউড হোস্টিং সেবা ও আছে।যেহেতু গুগল ক্লাউড বিখ্যাত ইন্টারনেট জায়ান্ট গুগল এর প্রোডাক্ট।সেহেতু আপনি কোন চিন্তা না করেই গুগল এর ক্লাউড সেবা ক্রয় করতে পারেন।আপনি যদি পেমেন্ট ক্লিয়ার রাখতে পারেন তাহলে আপনি গুগল এর ক্লাউড হোস্টিং সেবায় ১০০% আপটাইম গ্যারান্টি।

এর পরে আছে মাইক্রোসফট এর ক্লাউড হোস্টিং সার্ভিস।মাইক্রোসফট এর ক্লাউড সার্ভিস এর নাম অজার ক্লাউড।মাইক্রোসফট যেহেতু পৃথিবীর সেরা টেক জায়ান্ট গুলোর মধ্যে একটি সেহেতু আপনি কোন সন্দেহ ছাড়া মাইক্রোসফট এর ক্লাউড হোস্টিং সেবা ক্রয় করতে পারেন।আপনি এখানেও ১০০% সার্ভার আপটাইম গ্যারান্টি পাবেন।

এরপরে আছে পৃথিবী বিখ্যাত ই-কমার্স ওয়েবসাইট অ্যামাজন এর ক্লাউড হোস্টিং কোম্পানি।ইন্টারনেট জগতে ই-কমার্স ওয়েবসাইট এর রাজা বলা চলে অ্যামাজনকে।অন্যান্য প্রোডাক্ট এর পাশাপাশি আমাজনের ক্লাউড হোস্টিং সেবাও অনেক উন্নত।তাই আপনি নিঃসন্দেহে অ্যামাজনের ক্লাউড সেবা গ্রহন করতে পারেন।এখানেও আপনি ৯৯% আপটাইম গ্যারান্টি পাবেন।

এরপরে আছে ডিজিটাল ওসান হোস্টিং কোম্পানি।আমি পার্সোনালই এই ক্লাউড হোস্টিং সেবা ব্যাবহার করি।আপনি যদি এখানে একজন নতুন ইউজার হিসাবে নিবন্ধন করেন তাহলে আপনি এখানে ১০০ ডলার বোনাস পাবেন।আর এই বোনাস পাওয়া অর্থ দিয়ে আপনি তাদের সেবা ক্রয় করতে পারবেন।আপনি চাইলে ডিজিটাল অসান এর ক্লাউড হোস্টিং সেবা ক্রয় করতে পারেন কোন রকম সংকোচ ছাড়া।এখানেও আপনি ১০০% আপটাইম গ্যারান্টি পাবেন।তবে অবশ্যই এদের নীতিমালা গুলো হোস্টিং কেনার আগে মনোযোগ দিয়ে পরে নিবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *