ইসলামী ব্যাংক খিদমাহ ক্রেডিট কার্ড এর বিস্তারিত আলোচনা

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নতুন একটি ক্রেডিট কার্ড চালু করেছে,যা ইসলামী ব্যাংক খিদমাহ কার্ড নামে পরিচিত।এটি ইসলামী শরিয়াহ এর ‘উজরা’ ধারণার উপর নিরবর করে চালু করা হয়েছে।এই কার্ড এর ক্ষেত্রে শুধুমাত্র নির্দিষ্ট ফি গ্রাহককে চার্জ করা হবে এবং এই কার্ড গ্রাহকদের সম্পূর্ণ বকেয়া অর্থ প্রদান করবে অথবা নির্দিষ্ট কোন তারিখ এর জন্য নির্দিষ্ট পরিমান নগদ অর্থ প্রদান করবে।ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড মনে করে  ইসলামী ব্যাংক খিদমাহ ক্রেডিট কার্ড নগদ অর্থ বহনে মানুষের যে ঝুঁকি রয়েছে তা কমিয়ে আনবে এবং নিত্য দিনের কেনা কাটা করে তুলবে আরও সহজ।

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড  চার ধরনের খিদমাহ ক্রেডিট কার্ড চালু করেছে,সেগুল হলঃ সিলভার কার্ড,গোল্ড কার্ড,প্লাটিনাম কার্ড এবং প্রিওরিটি প্লাটিনাম কার্ড।কার্ড গুলোর লিমিট যথাক্রমে,১০০০০০,২০০০০০,৩০০০০০ এবং ৫০০০০০ টাকা।

ইসলামী ব্যাংক খিদমাহ ক্রেডিট কার্ড এর সুবিধা কি?কেন আমরা ইসলামী ব্যাংক খিদমাহ ক্রেডিট কার্ড ব্যাবহার করব?

  • ইসলামী ব্যাংক খিদমাহ ক্রেডিট কার্ড সম্পূর্ণ ইসলামী শরিয়া নিয়ম অনুসারে পরিচালিত
  • ইসলামী ব্যাংক খিদমাহ ক্রেডিট কার্ড ব্যাবহার করে সহজেই বাকিতে পণ্য অথবা সেবা ক্রয় করা যায়,এছারাও বড় এবং অনেক ছোট ছোট শহরের দোকান গুলতেও ইসলামী ব্যাংক খিদমাহ ক্রেডিট কার্ড সাপোর্ট করে।
  • ইসলামী ব্যাংক খিদমাহ ক্রেডিট কার্ড এর ক্রেডিট লিমিট পর্যন্ত আপনি ধারে কেনাকাটা করা যায়
  • আপনার পণ্য অথবা সেবা ক্রয় করার পর নির্দিষ্ট ঠিকানায় অথবা আপনার যুক্ত করা ইমেইলে আপনার Bill Statement সেন্ট হবার পর নগদ অর্থ অথবা চেক এর মাধ্যমে আপনি আপনার বকেয়া পরিশোধ করতে পারবেন
  • আপনি যদি আপনার বকেয়া সম্পূর্ণ পরিশোধ না করতে পারেন তাহলে একটি নির্দিষ্ট পরিমান অর্থ পরিশোধ করতে পারবেন (তবে এই ক্ষেত্রে সার্ভিস চার্জ দিতে হবে)
  • বাকিতে কেনার সুবিধা ছারাও আপনি খিদমাহ ক্রেডিট কার্ড ব্যাবহার করে কেনাকাটা করলে ক্যাশ ব্যাক, বোনাস অথবা গিফট পয়েন্টে পেতে পারেন
  • ইসলামী ব্যাংক খিদমাহ ক্রেডিট কার্ড ব্যাবহার করে আপনি অনলাইন নির্ভর সকল সেবা ক্রয় করতে পারবেন
  • ইসলামী ব্যাংক খিদমাহ ক্রেডিট কার্ড ব্যাবহার করে আপনি আপনার ক্রেডিট লিমিত এর ২৫% এটিএম বুথ থেকে নগদ অর্থ তুলতে পারবেন
  • এছারাও iBanking ব্যাবহার করে আপনি আপনার কার্ড এর বিল দিতে পারবেন
  • ইসলামী ব্যাংক খিদমাহ ক্রেডিট কার্ড দিয়ে আপনি ইন্টারন্যাশনাল লেনদেন করতে পারবেন
  • এই কার্ড ব্যাবহার করে আপনি হাসপাতাল এবং হোটেল বুকিং করতে পারবেন
  • আপনি প্রথম কার্ডটি ফ্রী পাবেন
  • এই কার্ড ব্যাবহার করে সুপারস্টার এর ক্রয় এর উপর পাবেন আকর্ষণীয় ডিসকাউন্ট
  • ইসলামী ব্যাংক খিদমাহ ক্রেডিট কার্ড আপনার বেতনের অর্থ অগ্রিম ব্যাবহার করার সুবিধা প্রদান করে
  • ইসলামী ব্যাংক খিদমাহ ক্রেডিট কার্ড দিয়ে পকেটে টাকা না থাকলে কোন অসুবিধা ছারায় কেনাকাটা করা যায়
  • ইসলামী ব্যাংক খিদমাহ ক্রেডিট কার্ডে সর্বনিম্ন সার্ভিস চার্জ প্রযোজ্য

ইসলামী ব্যাংক খিদমাহ ক্রেডিট কার্ড পেতে কি কি কাগজপত্র প্রয়োজনঃ

ইসলামী ব্যাংক খিদমাহ ক্রেডিট কার্ড নেওয়ার জন্য এক এক পেশার মানুষের জন্য এক এক রকম ডকুমেন্টস জমা দিতে হবে।নিচে বিস্তারিত আলোচনা করা হলঃ

চাকরিজীবীদের জন্যঃ

  • দুই কপি পাসপোর্ট সাইজ ছবি
  • জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স
  • চাকুরি আইডি কার্ড/ছবিসহ জন্ম নিবন্ধন সার্টিফিকেট (কমিশনার কর্তৃক সত্যায়িত)
  • ই-টিন সার্টিফিকেট/ট্যাক্স রিটার্ন জমার স্বীকৃত স্লিপ
  • ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট
  • সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত বেতন সার্টিফিকেট
  • ভিজিটিং কার্ড (যদি থাকে)
  •  সিআইবি রিপোর্ট।

ব্যবসায়ী, ব্যক্তি বা পেশাজীবীদের জন্য

  • দুই কপি পাসপোর্ট সাইজ ছবি
  • জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স
  • ই-টিন সার্টিফিকেট/ট্যাক্স রিটার্ন জমার স্বীকৃত স্লিপ
  • ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট
  •  ট্রেড লাইসেন্স ও বিজনেস কার্ড
  • সিআইবি রিপোর্ট
  • হোল্ডিং ট্যাক্স রশিদ/বিদ্যুৎ বিল/টেলিফোন বিল
  • পেশাজীবীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক সদস্য সার্টিফিকেট।

ইসলামী ব্যাংক খিদমাহ ক্রেডিট কার্ড এর ফিঃ

১. বার্ষিক ফি (প্রাথমিক কার্ড)

  • সিলভার কার্ড বার্ষিক ফি ১,৫০০ টাকা
  • গোল্ড কার্ড বার্ষিক ফি ২,০০০ টাকা
  • প্লাটিনাম কার্ডবার্ষিক ফি ২,৫০০ টাকা এবং
  • প্রিওরিটি প্লাটিনাম কার্ড বার্ষিক ফি ৩,৫০০ টাকা

আগামী বছরের জন্য কোন বার্ষিক ফি প্রযোজ্য হবে না, যদি কোন কার্ড ব্যাবহারকারী আগের বছরে নিম্নোক্ত পরিমাণে খিদমাহ কার্ড ব্যবহার করে:

  • সিলভার কার্ড এর জন্য ১,৫০,০০০ টাকা
  • গোল্ড কার্ড এর জন্য ২,৫০,০০০ টাকা
  • প্ল্যাটিনাম কার্ড এর জন্য ৩,০০,০০০ টাকা এবং
  • প্রিওরিটি প্ল্যাটিনাম কার্ড এর জন্য ৩,৫০,০০০ টাকা।

পেশাদারদের ক্ষেত্রে বার্ষিক/নবায়ন ফি প্রযোজ্য হবে না। এখানে পেশাদার বলতে ডাক্তার, প্রকৌশলী, আইনজীবী, সিএ এবং সিএমএ কে বুঝানো হয়েছে।
(i) আইবিবিএলের কনফার্ম এমপ্লয়ি (ii) মর্যাদাপূর্ণ অবস্থা নিয়ে সুপরিচিত ব্যক্তিত্বের ক্ষেত্রে যিনি কোন ব্যাংকের এমডি/সিইও কর্তৃক উপযুক্ত বলে বিবেচিত বা অন্য কোন সম্মানিত ব্যক্তির জন্য বার্ষিক/পুনর্নবীকরণের ফি প্রযোজ্য হবে না।
অন্যান্য সকল ব্যাংকের কনফার্ম এমপ্লয়িকে বার্ষিক/নবায়ন ফি ৫০% পরিশোধ করতে হবে।

২. বার্ষিক ফি (সাপ্লিমেন্টারি কার্ড)

  • ইসলামী ব্যাংক খিদমাহ ক্রেডিট কার্ড প্রথমটি ফ্রি এবং পরবর্তী প্রতি কার্ডের জন্য ৫০০ টাকা চার্জ দিতে হবে।

৩. মাসিক কার্ড মেইন্টেন্যান্স ফি

  • সিলভার কার্ড এর জন্য মাসিক কার্ড মেইন্টেন্যান্স ফি  ৫০০ টাকা
  • গোল্ড কার্ড এর জন্য মাসিক কার্ড মেইন্টেন্যান্স ফি ১,০০০ টাকা
  • প্লাটিনাম কার্ড এর জন্য মাসিক কার্ড মেইন্টেন্যান্স ফি ১,৫০০ টাকা
  • প্রিওরিটি প্লাটিনাম কার্ড এর জন্য মাসিক কার্ড মেইন্টেন্যান্স ফি ২,৫০০ টাকা।
    মাসিক রক্ষণাবেক্ষণ ফি প্রযোজ্য যদি পেমেন্টের শেষ তারিখের উপর ১০০ টাকা বা তার বেশী থাকে।
    হিসাব বিবরণী প্রস্তুতের তারিখ: প্রতি মাসের ২৭ তারিখ এর ভেতর কার্ড ব্যাবহারকারীদের তাদের হিসাব বিবরণী তাদের নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দেওয়া হয়।
    বিল পরিশোধের তারিখ: হিসাব বিবরণী প্রস্তুতের তারিখ (প্রতি মাসের ২৭ তারিখ) এর পর হতে পরবর্তী ১৫ দিন এর ভেতর পাওনা পরিশোধ করতে হবে।

৪. মাসিক অনুমোদিত সীমা অতিরিক্ত ব্যবহার ফি

  • আপনি যদি আপনার ক্রেডিট লিমিট এর চাইতে বেশী অর্থ খরচ করে ফেলেন তাহলে আপনাকে  ৫০০ টাকা অতিরিক্ত ব্যাবহার ফি দিতে হবে (৫,০০০ টাকা পর্যন্ত ওভার লিমিট হিসাবে গ্রহণ করা হতে পারে)।

৫. বিলম্ব পরিশোধ ফি

  • যদি ন্যূনতম পাওনা পেমেন্ট তারিখের মধ্যে পরিশোধ না করা হয় তাহলে  ৫০০ টাকা বিলম্ব মাশুল দিতে হবে।

৬. কার্ড রিপ্লেসমেন্ট ফি

  • সিলভার কার্ড রিপ্লেসমেন্ট ফি ২০০ টাকা
  • গোল্ড কার্ড রিপ্লেসমেন্ট ফি ৩০০ টাকা
  • প্লাটিনাম কার্ড রিপ্লেসমেন্ট ফি ৫০০ টাকা এবং
  • প্রিওরিটি প্লাটিনাম কার্ড রিপ্লেসমেন্ট ফি ৭০০ টাকা।

৭. পিন রিপ্লেসমেন্ট ফি

  • সকল কার্ড এর জন্য পিন পরিবর্তন এর ফি ২০০ টাকা।

৮. নগদ উত্তোলন ফি (কার্ড লিমিটের ৫০% পর্যন্ত ক্যাশ উত্তোলন করা যায়)

  • আপনি এটিএম বুথ ব্যাবহার করে নগদ অর্থ উত্তোলন করতে চাইলে প্রতিবার উত্তোলনের জন্য ১৫০ টাকা করে চার্জ দিতে হবে।

৯. ফান্ড ট্রান্সফার ফি

  • আপনি যদি ইসলামী ব্যাংক খিদমাহ ক্রেডিট কার্ড ব্যাবহার করে ফান্ড ট্রান্সফার করতে চান তাহলে প্রতিটি লেনদেনের জন্য  ১৭৫ চার্জ দিতে হবে এবং সর্বোচ্চ  ২৫,০০০ টাকা ট্রান্সফার করতে পারবেন।

১০. কার্ড চেক বই ইস্যু ফি

  • ইসলামী ব্যাংক খিদমাহ ক্রেডিট এর প্রথম চেক বই ইস্যু ফ্রী এবং দ্বিতীয়বার নিতে চাইলে আপনাকে ১৫০ টাকা সার্ভিস চার্জ দিতে হবে।

১১. কার্ড চেক ট্রানজেকশন ফি

  • প্রতিবারের জন্য ৫০০ টাকা সার্ভিস চার্জ প্রযোজ্য হবে।

১২. রিটার্ন চেক ফি

  • অপর্যাপ্ত তহবিল, স্বতন্ত্র স্বাক্ষর, অর্থ প্রদান বন্ধ ইত্যাদি থাকলে ২০০ টাকা সার্ভিস চার্জ প্রযোজ্য হবে।

১৩. সেলস ভাইচার রিট্রাইভাল ফি

  • ৫০০ টাকা [৩ (তিন) মাসের মধ্যে কার্ড ধারক কতৃক দাবি উপস্থাপিত করা উচিত]।

১৪. মাসিক হিসাব বিবরণী ফি

  • ১০০ টাকা (২য় বার)।

১৫. সিআইবি ফি

  • ২০০ টাকা।

১৬. ইন্টারনেট ব্যাংকিং (বিল পরিশোধের জন্য)

  • ফ্রি।

বিশেষ দ্রষ্টব্য: সব রকম চার্জ এর উপর সরকারি নিয়ম অনুযায়ী ভ্যাট প্রযোজ্য হবে (যেমন @ ১৫% ফি/চার্জ)।

আরও বিস্তারিত জানতে ইসলামী ব্যাংকের যেকোন শাখায়/ এজেন্ট ব্যাংকিং আউটলেট/ বুথ ব্যাংকিংয়ে যোগাযোগ করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Warning: Trying to access array offset on null in /home/bcsaid/instabangla.com/wp-content/themes/disto/single.php on line 260