মোবাইল ফোনের জন্য প্রয়োজনীয় এন্ড্রয়েড অ্যাপ

আপান্র যদি একটি এন্ড্রয়েড মোবাইল ফোন থাকে,তাহলে অবশ্যই আপনি তাতে ভিডিও,অডিও,ছবি তোলা,ভিডিও করা সহ আরও অনেক কিছু করে থাকেন।আর আপনি হয়ত এই বেপারেও অবগত আছেন যে এই কাজ গুলো আমাদের হাতে থাকা এন্ড্রয়েড মোবাইল ফোন কোন একটি নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে করে থাকে।আজকে আমরা এই লেখায় জানবো এমন কিছু এন্ড্রয়েড অ্যাপের বেপারে যা আমাদের জীবনকে করে তুলবে আরও সহজ।আমাদের আজকের লেখার বিষয় মোবাইল ফোনের জন্য প্রয়োজনীয় এন্ড্রয়েড অ্যাপ।

আমরা এই আর্টিকেলে যে অ্যাপ গুলোর কথা জানবো সেই অ্যাপ গুলো আমরা গুগল প্লে ষ্টোরে ফ্রীতেই পাব।তাহলে চলুন কথা বাড়িয়ে মূল লেখায় চলে যাইঃ

Avast antivirus for android: আমাদের স্মার্ট ফোন ভাইরাস প্রবেস করার সম্ভবনা অনেক বেশী।মোবাইলে ভাইরাস ব্যাবহার করার কারন হল আমাদের অসাবধানতার ফল।আমরা অনেক সময় না বুঝে এবং না জেনে অনেক ওয়েবসাইট ভিসিট এবং ইন্সটল করে ফেলি যে অ্যাপ বা ওয়েবসাইটগুলো কোন দিক দিয়েই আমাদের কোন কাজে লাগে না।আর এই ভুলের কারনে আমাদের মোবাইলে ভাইরাস প্রবেশ করে আমাদের মোবাইল এর ক্ষতি করে থাকে।আর এই ক্ষতির হাত থেকে বাঁচতে আমাদের মোবাইল ফোন antivirus অ্যাপ ইন্সটল থাকা জরুরি।

Wikipedia Android application: উইকিপেডিয়া কি তা আর নতুন করে বলার মত কিছু নাই।তার পরেও আপনি যদি না জেনে থাকেন তাহলে জেনে নিন,উইকিপেডিয়া হল এমন একটি ওয়েবসাইট যেখানে যেকোনো রকম এর নির্ভুল তথ্য পাওয়া যায়।আর এর ওয়েবসাইট এর সকল তথ্য বার বার যাচায় করার পর প্রকাশ করা হয় এবং প্রকাস করার পরও কোন ভুল থাকলে সাথে সাথে তা এডিট করে পুনঃপ্রকাশ করা হয়।তাই সকল প্রকার নির্ভুল তথ্য পেতে আপনার মোবাইলে উইকিপেডিয়া এন্ড্রয়েড অ্যাপ ইন্সটল করা জরুরি।

Google Photos – image backup app: এটি মুলত একটি ফটো ব্যাকআপ অ্যাপ।যারা তাদের মোবাইল ফোনে উঠানো ছবির বেপারে খুব সিরিয়াস!কোন ভাবেই যেন তাদের প্রিয় মুহূর্ত গুলো হারিয়ে না যায়,তাদের জন্য এই অ্যাপ অনেক কাজের।এই অ্যাপ ব্যাবহার করতে চাইলে অবশ্যই আপনার একটি জিমেইল অ্যাকাউন্ট লাগবে।যদি কন্ন কারনে আপনার মোবাইল ফোন হারিয়ে যায়,তাহলে আপনি সুধু মাত্র আপনার নতুন মোবাইলে Google Photos অ্যাপটি ইন্সটল করবেন এবং আপনার জিমেইল অ্যাকাউন্ট দিয়ে লগিন করবেন।আর লগিন করলেই পূর্বে সেভ করা ছবি গুলো আপনার নতুন মোবাইল ফোনে ডাউনলোড করে নিতে পারবেন।

WPS Office – Word, Docs, PDF, Note, Slide & Sheet: আমরা ত মাইক্রো সফট ওয়ার্ড এর কথা সবাই কম বেশী জানি,এই সফটওয়্যার মূলত অফিসিয়াল কাজে ব্যাবহার করা হয়।WPS Office কে আমরা মাইক্রো সফট ওয়ার্ড এর মোবাইল ভার্সন মনে করতে পারি।কারন মাইক্রো সফট ওয়ার্ড দিয়ে যা যা করা সম্ভব WPS Office অ্যাপ দিয়ে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে সেই কাজ গুলো করতে পারবেন।

সুতরাং এই এন্ড্রয়েড অ্যাপ গুলো আমাদের জন্য কতটা প্রয়োজনীয় তা আমরা উপরক্ত আলচনায় জানলাম।এখন ব্যাবহার করার পর আমরা আরও জানতে পারব আসলেই অ্যাপ গুলো আমাদের কাজের নাকি সময় নষ্ট করার মত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Warning: Trying to access array offset on null in /home/bcsaid/instabangla.com/wp-content/themes/disto/single.php on line 260