গতকাল ২৭ জানুয়ারি বুধবার প্রকাশ করা হয়েছে ৩৮তম বিসিএস এর গেজেট।গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রালয়ের ওয়েবসাইটে (www.mopa.gov.bd) এই গেজেট প্রকাশ করা হয়।প্রকাশ করা গেজেটে ২১২৯ জন প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে।৩৮তম বিসিএসে আবেদন করেছিলেন ৩৮৯৪৬৮ জন প্রার্থী।এদিকে পিএসসি এর সুপারিশ করা তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে ৭৫ জন প্রার্থীকে।
৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ২০১৮ সালের ২৮ ফেব্রুয়ারি।৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল ১৬২৮৬ জন প্রার্থী।
এর আগের বছর ২৯ ডিসেম্বর এই প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।বিসিএসে আবেদন করার ক্ষেত্রে ২০১৮ সালের বিসিএস আবেদন রেকর্ড সৃষ্টি করেছিল।কারন সেবার ৩৮তম বিসিএসে আবেদন করেছিলেন ৩৮৯৪৬৮ জন প্রার্থী।
৩৮তম বিসিএস এর মাধ্যমে ২০২৪ জন ক্যাডার কর্মকর্তা নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল।এর মধ্য প্রশাসন ক্যাডারে ৩০০ জন,পুলিশ ক্যাডারে ১০০ টি পদ সহ ৩৮তম বিসিএসে সাধারণ ক্যাডারে ৫২০ টি পদ,কারিগরি ও পেশাগত ক্যাডারে ৫৪৯টি এবং শিক্ষা ক্যাডারে আবেদন গ্রহন করা হয়েছিল ৯৫৫টি পদের বিপরীতে।
Leave a Reply