আসছে মে মাসে ইয়াহু আনসারস বন্ধ হয়ে যাবে

টেক নিউজঃ এখন পর্যন্ত ইন্টারনেট জগতে যত প্রশ্ন উত্তরের ওয়েবসাইট আছে তার মধ্য ইয়াহু আনসারসই সব চাইতে বড়।২০০৫ সাল নাগাদ ইয়াহু আনসারস সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।ইয়াহু তাদের ব্যাবহারকারীদের কথা মাথায় রেখে এই ওয়েবসাইট চালু করলেও গত ৫ এপ্রিল ওয়েবসাইটটি বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয়।ইয়াহু আনসারস ওয়েবসাইটটি ভিসিৎ করলে সাইটটির সার্চ বারের কাছেই এই সম্পর্কিত একটি নোটিশ দেখা যাচ্ছে।

উক্ত নোট অনুসারে আগামী ৪ মে সাইটটি সম্পূর্ণ ভাবে বন্ধ করে দেওয়া হবে এবং এই কার্যক্রমের অংশ হিসাবে আগামী ২০ এপ্রিল ২০২১ তারিখ থেকে সাইটটিতে শুধু মাত্র প্রশ্ন এবং উত্তর পড়া ছাড়া কিছু করা যাবে না।অর্থাৎ সাইটটি সম্পূর্ণ রিড অনলি মুডে চলে যাবে।

টেক ওয়েবসাইট ভারজ  এর প্রতিবেদনে বলা হয়েছে, এই বিষয়ে ইয়াহু ইতিমধ্যে তাদের একটিভ ব্যাবহারকারীদের প্রয়োজনীয় নির্দেশনা প্রেরন করেছে।রিপোর্টে বলা হয়েছে আগামী ৪ ম আনুষ্ঠানিক ভাবে ইয়াহু আনসারস সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হলেও ব্যাবহারকারীরা আগামী ৩০ জুন ২০২১ পর্যন্ত লগিন করে তাদের প্রয়োজনীয় প্রশ্ন এবং উত্তর ডাউনলোড করে নিতে পারবে।

ডাউনলোড করার জন্য ইয়াহুর ব্যাবহারকারীদের Privacy Dashboard এ লগিন করে ডাউনলোড রিকুয়েস্ট পাঠাতে বলা হয়েছে।

এক সময়ের জনপ্রিয় এবংত সব চাইতে বেশী আয় করা এই ওয়েবসাইট বন্ধের কারন হিসাবে কম জনপ্রিয়তাকে উল্লেখ করা হয়ছে।ইয়াহু আনসারস বন্ধ হলেও ইয়াহুর অন্যান্য সার্ভিস এর উপর এর কোন প্রভাব পড়বে না বলে নিশ্চিত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Warning: Trying to access array offset on null in /home/bcsaid/instabangla.com/wp-content/themes/disto/single.php on line 260