আমরা ক্যামেরা কিনে থাকি। ক্যামেরা এর সাথে আবার লেন্স কিনে থাকি। আবার কারো কারো লেন্স ছাড়া ক্যামেরার পরিপূর্ণতা যেন শেষ হয় না। যদিও লেন্স কি আগে থেকে আমাদের কারো জানা থকে না। লেন্স সম্পর্কে সাধারন ভাবে জানলেও এর সম্পূর্ণ কাজ জানি না। তাই বন্ধুরা আমি আজকে আমার এই আর্টিকেল এর মধ্যে এই লেন্স সম্পরকে বিস্তারিত জানার জন্যে আমি আর্টিকেলটি লিখতেছি। আশাকরি আজকেই এই আর্টিকেলে যারা লেন্স নিয়ে সমস্যার মধ্যে আছেন। বা এই লেন্স নিয়ে অনেক কিছু জানার ইচ্ছে তাঁদের জন্য আমার এই আর্টিকেল অনেক কাজের দিবে। তো বন্ধুরা অনেক হাবিজাবি বলে ফেললাম এবার আমদের মূল আর্টিকেল এর মধ্যে চলে আসি।
ক্যামেরার এই লেন্স হলো এমন একটি মাধ্যম যার মাধ্যমে আলোর প্রতিফলন ঘটে। লেন্সের কাজ হলো একদিন থেকে আলো ক্যাপচার করে এবং অপরদিকে আলো পৌঁছে দিয়ে থাকে। আসলে এবার বোঝতে পেরেছেন যে লেন্স কি কাজ করে। আর যদি না বুঝে তাহলে আমি আপনাদের ছুট্ট একটি ধারনা দিয়ে বলি তাহলে হয়তো সহজেই আপনি বুঝতে পারবেন লেন্স সম্পর্কে। মনে করেন, আপনার চোখ দিয়ে আপনি দেখতেছেন। তো সেক্ষেত্রে আমরা চখের মধ্যে যেটা দিয়ে দেখে থাকি সেটাকে আমরা চোখের মনি বলে থাকি। আবার একটু খেয়াল করুন। অন্ধ লোকদের চোখের মনি নষ্ট হওয়ার কারনে তারা চোখে দেখতে পায় না। তাহলে আপনি চিন্তা করুন। সেই চোখের মনি নস্ট হওয়ার কারনে আজ চোখের দৃষ্টি শক্তি তাদের চখের মধ্য থেকে চলে গেছে।
আর যারা আমন অবস্থায় চোখে দেখে তাদের হয়তো কিছুটা দূরের জিনিস কিছুতেই চিনতে পারেনা। এবং সবকিছু সাদা কালো এর মতো হয়ে গেছে। তেমনি ক্যামেরা এর লেন্স এর অ ঠিক এরকম অবস্থা। যদি লেন্সের ব্যবহার না করা হয় তাহলে অনেক দুরের জিনিশ যুম করা যাবে না। এবং ছবির মধ্যে অটো ফোকাশ করা যাবে না। এবং পিকচার তোলার সময় বিভিন্ন অ্যানোমিশন যোগ করা যাবে না। তাহলে আপনি লেন্সের ব্যবহার কেনো করা হয়। এবং লেন্স কি কাজে ব্যবহার করা হয় সুকল কিছু বুজতে পেরেছেন।তাছারাও মনে করেন লেন্স অনেক ধরনের হয়ে থাকে থাকে যেমন ছবিকে বা ছবির ব্যাগ্রাউন্ড ফোকাস করার জন্য ফোকাল লেন্স ব্যবহার করা হয়। ফিশ আই লেন্স এর মাধ্যমে কোনো বস্তুকএ বর করে দেখা যায়। তাছারা মনে করেন আরো অনেক রকমের লেন্স রয়েছে। যে লেন্সেগুলির কাজ রয়েছে ভিন্ন ভিন্ন। যা প্রতিটি লেন্স অনেক দরকারী কাজে লেগে থাকে।
Leave a Reply