ফ্রিল্যান্সারদের পরিচয়পত্রঃ দেশের সাড়ে ছয় লক্ষ ফ্রিল্যান্সার পাবেন ভার্চুয়াল আইডেন্টিটি কার্ড

দেশের প্রায় সাড়ে ছয় লক্ষ ফ্রিলান্সার কে ভার্চুয়াল আইডেন্টিটি কার্ড প্রদান করবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্যপ্রযুক্তি বিভাগ।অল্প কিছুদিনের ভেতরই  দেশের সাড়ে ছয় লক্ষ ফ্রিল্যান্সার ভার্চুয়াল আইডেন্টিটি কার্ড পাবেন,বলেছেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক।

গত রবিবার রাতে ফাইভার হেল্প বাংলাদেশ  এর ফ্রিল্যান্সিং ক্যারিয়ার নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা জানিয়েছেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক।

তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক বলেন,শুধু প্রশিক্ষণ দিয়েই নয়,প্রশিক্ষণ এর পরে মেন্টরিংয়ের বিষয়ে সকল প্রকার কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছে তথ্যপ্রযুক্তি বিভাগ।তিনি আরও বলেন অল্প কয়েক দিনের ভেতরই দেশের প্রায় সাড়ে ছয় লক্ষ ফ্রিলান্সারকে ভার্চুয়াল আইডি কার্ড দেওয়া হবে।এই কার্ড এর মাধ্যমে ফ্রিলান্সাররা সমাজে তাদের আত্মপরিচয় দিতে পারবে,ব্যাংক ঋণ নিতে পারবে এবং হাইটেক পার্ক এ এই কার্ড থাকলে ফ্রিলান্সাররা অগ্রাধিকার পাবে,যোগ করেন মন্ত্রী।

তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক আরও বলেন,তরুনদের শক্তিই বাংলাদেশের সমৃদ্ধি,শ্রমনির্ভর অর্থনীতির পরিবর্তে মেধা ও প্রযুক্তিনির্ভর অর্থনীতির দিকে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার মূল কারিগর এই ফ্রিলান্সাররা।মাননীয় মন্ত্রী আরও বলেন,ফ্রিল্যান্সারদের আপস্কেলিংয়ে সর্বাত্মক চেষ্টা চালিয়েছে সরকার এবং তা অব্যাহত রয়েছে।দেশে পেপাল সেবা চালু করার বিষয়টিও পক্রিয়াধিন আছে বলে জানান মন্ত্রী।

অনলাইন ভিত্তিক এই অনুষ্ঠান সঞ্চালন করেন,ফ্রিল্যান্সার সুলতান নির,এসময় তথ্যপ্রযুক্তি মন্ত্রী ছারাও ফ্রিল্যান্সার সোসাইটি ডেভেলপমেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, টপ রেটেড ফ্রিল্যান্সার ফাহিমুল করিম বক্তব্য তাদের বক্তব্য তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Warning: Trying to access array offset on null in /home/bcsaid/instabangla.com/wp-content/themes/disto/single.php on line 260