টেক নিউজঃ অনেকদিন ধরেই সোশ্যাল মিডিয়াতে খবর নিয়ে অনেক জোড় আলোচনা চলছে।আর এই আলোচনার প্রধান বিষয় হল সোশ্যাল ওয়েবসাইট গুলোতে শেয়ার হওয়া খবরের বিশ্বাসযোগ্যতা নিয়ে।দিন দিন মানুষের অনলাইন মাধ্যমকে ব্যাবহার করে খবর পড়ার অভ্যাস বাড়ছে আর এর সাথে বাড়ছে নিউজ পোর্টালেরও সংখ্যা।আর নিজেদের নিউজ পোর্টালের খবর মানুষের কাছে দ্রুত পৌঁছে দিতে পোর্টালের মালিকরা সাহায্য নিচ্ছে ফেইসবুকের মত সোশ্যাল ওয়েবসাইট গুলোর।
প্রতিটা দেশেই যেন প্রতিটা নিউজ পোর্টাল ওয়েবসাইটের জন্য একটি ফেইসবুক পেজ থাকা আবশ্যক হয়েচ পরেছে।এটা না থাকলে যেমন তাদের সাইটে ভিউ আসে না আবার মানুষের কাছে জনপ্রিয়তাও পায় না।
কিন্তু দেখা যায় এই পোর্টাল গুলোর পেজের মাধ্যমেই বেশী ভুয়া খবর ইন্টারনেটে (সোশ্যাল মিডিয়া) ছড়িয়ে পরে তা অতিতের অনেক ঘটনা ইতিমধ্য প্রমান করে দিয়েছে।অনেক সময় ত কোন কোন জনপ্রিয় নিউজ পোর্টালের নামে সোশ্যাল মিডিয়াতে নকল পেজ খুলে রীতিমত মানুষকে বিভান্ত্র করারও চেষ্টা চালানো হয়।
আবার অনেক সময় কোন কোন নিউজ পোর্টালের পাজ থেকেও এমন কিছু খবর পরিবেশন করা হয় মানুষ বুঝেই উঠতে পারে না যে নিউজ টি আসল নাকি নকল।এই সমস্যার সমাধান করার জন্য পদক্ষেপ গ্রহন করেছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল ওয়েবসাইট ফেইসবুক।আপাতত ফেইসবুক পেইজ লেভেল নামের একটি নতুন ফিচার টেস্ট করে দেখছে।
সাম্প্রতিক সময়ে ফেইসবুক নিউজ রুম টুইটারে একটি ছবি পোস্ট করে এই পেজ লেভেল নামের অপশন কিভাবে কাজ করবে তা বুঝানোর চেষ্টা করেছে।এই পেজ লেভেল ফিচারের কারনে এখন থেকে ফেইসবুক পেজে তিন ধরনের লেভেল আসবে।
Starting today in the US, we’re testing a way to give people more context about the Pages they see. We’ll gradually start applying labels including 'public official,' 'fan page' or 'satire page' to posts in News Feed, so people can better understand who they’re coming from. pic.twitter.com/Bloc3b2ycb
— Facebook Newsroom (@fbnewsroom) April 7, 2021
অর্থাৎ এখন থেকে ফেইসবুকের পেজ গুলোকে তিনটি ভাগে ভাগ করে দেওয়া হচ্ছে, ভাগগুলো হল পাবলিক অফিসিয়াল, ফ্যান পেজ আর স্যাটায়ার পেজ।এই ফিচার যুক্ত হবার পরে যখন কোন পেজের নিউজ কোন ফেইসবুক বেবহারকারীর ফিডে আসবে তখন পেজের নামের নিচে সেই পেজের শ্রেণীর নামও লেখা থাকবে।
ফেইসবুক জানিয়েছে এই ফিচার যুক্ত হলে সেই নিউজ আসলেও সঠিক কিনা তা পেজের নামের সাথে যুক্ত হওয়া লেভেল দেখেই বুঝে যাবে সবাই।ফেইসবুক আরও জানিয়েছে, সকল রাজনৈতিক পেজ নিয়ে আসা হবে পাবলিক অফিসিয়াল লেভেলের অধীনে।ফেসবুক নিজে থেকেই একটি রাজনৈতিক নিউজ প্ল্যাটফর্ম দিচ্ছে এবং এই লেভেলের বাহিরে থাকা সকল পেজের নিউজকে ভুয়া নিউজ ধরে নিতে হবে।
ঠিক একই ভাবে অন্য পেজ গুলোতে তাদের শ্রেণী অনুসারে ফ্যান পেজ আর স্যাটায়ার পেজ এই লেভেল লেখা থাকবে।আর এই লেভেলের ফলে সেই পেজের নিউজ গুলোর ব্যাপারেও সঠিক ধারনা পরিস্কার হয়ে যাবে ব্যাবহারকারীদের কাছে।
ফেসবুকের নতুন এই ফিচার বর্তমানে আমেরিকাতে টেস্ট করা হচ্ছে।কবে নাগাদ এই ফিচার সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এই ব্যাপারে কিছু বলেনি ফেইসবুক।
Leave a Reply