ডিসেম্বর ১০,২০২০ আমরা (গুগল) গুগল অ্যাডসেন্সের লিংক অ্যাড ইউনিট বন্ধ করে দেয়াওার সিদ্ধান্ত নিয়েছি।আমরা আমদের বিজ্ঞাপনদাতা,পাবলিশার এবং ব্যাবহারকারিদের মতামতের ভিত্তিতে ইউনিট গুলিকে আধুনিকভাবে উপস্থাপন করতে চাই।আমরা আপনার আয়কে বাড়িয়ে দিতে আমাদের অন্যান্য বিজ্ঞাপনগুলিকে আরও উন্নত করার চেষ্টা করব।ঠিক এমন টা বলেছে গুগল।
আজকে সকল অ্যাডসেন্স পাবলিশার তাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টে লগিন করলে একটি ঘোষণা দেখতে পাচ্ছে,যেখানে বলা হয়েছে “Link units are being retired” এতে করে অনেকেই মনে করছে যে তাদের অ্যাডসেন্স এর কোন সমস্যার কারনে এমনটা হচ্ছে।আসলে এটা দেখাচ্ছে কারন আজকে থেকে গুগল অ্যাডসেন্সে কোন রকম লিংক অ্যাড ইউনিট দেখাবে না।তাহলে এখন কি হবে?লিংক অ্যাড ইউনিট যেসব সাইটে বসানো আছে তাদের কি হবে?
বিশেষ করে যারা বিভিন্ন রকম প্লাগইন্স ব্যাবহার করে অ্যাড ইউনিট দিয়ে শর্টকোড এর মাধ্যমে পোস্ট লেখার সময় অ্যাড প্লেস করেছে তাদের কি অ্যাড ইউনিট গুলো সরিয়ে ফেলতে হবে?না সরিয়ে ফেলতে হবে না।কারন গুগল জানে যেসব পাবলিশারদের ওয়েবসাইটে শত শত আর্টিকেল অথবা কারও কারও হাজার হাজার আর্টিকেল তাদের জন্য এই অ্যাড সরানো কতটা কষ্টকর ব্যাপার।তাহলে চলুন জেনে নেওয়া যাক যারা এত দিন লিংক অ্যাড ইউনিট অ্যাড ব্যাবহার করত তাদের এখন কি হবে?
১/ এখন থেকে আপনি আর লিংক অ্যাড ইউনিট তৈরি করতে পারবেন না।
২/ এতদিন যারা Responsive লিংক অ্যাড ইউনিট ব্যাবহার করত সেই সব অ্যাড ইউনিট অটোমেটিক ডিসপ্লে অ্যাড শো করবে।
৩/ আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে অ্যাড সেকশনে যে লিংক অ্যাড ইউনিট ছিল সেগুলা অটো কনভার্ট হয়ে ডিসপ্লে অ্যাড ইউনিটে পরিবর্তন হবে এবং অটো রিনেম হয়ে “Previously Link ad Unit” এই ওয়ার্ডটি আপনার অ্যাড ইউনিট নামের শেষে যোগ হয়ে যাবে।এবং এই পক্রিয়াটি রেস্পন্সিভ এবং ফিক্সড উভয় প্রকার লিংক অ্যাড ইউনিট এর জন্য প্রযোজ্য হবে।
৪/ ফিক্সড সাইজের লিংক অ্যাড গুলোও আপনার ওয়েবসাইটে দেখানো বন্ধ হয়ে যাবে।
৫/ আমরা যতটা সম্ভব প্রতিটি লিংক অ্যাড ইউনিট এর জায়গায় অন্যান্য অ্যাড দেখানোর চেষ্টা করব,যদি কোথাও দেখাতে অক্ষম হই তাহলে সেই অ্যাড ইউনিট এর জায়গায় ফাঁকা স্পেস শো করবে।
আপনি যদি লিংক অ্যাড ইউনিট ব্যাবহার করেন তাহলে আপনার কোন কিছু পরিবর্তন করার দরকার নাই,কারন আমরা পরিক্ষা করে দেখেছি আপনি যে রেস্পন্সিভ লিংক অ্যাড ইউনিট ব্যাবহার করতেন সেই স্থান গুলোতে আমাদের সিস্টেম ডিসপ্লে এবং রেস্পন্সিভ ডিসপ্ল অ্যাড দেখাতে সক্ষম।তবে আপনি যদি ফিক্সড সাইজ লিংক অ্যাড ব্যাবহার করে থাকেন তাহলে আমাদের পরামর্শ হল আপনি সেই অ্যাড ইউনিট গুলো অবশ্যই ম্যানুয়ালি পরিবর্তন করে নিবেন।তথ্য সুত্রঃ গুগল সাপোর্ট।
Leave a Reply