এই ব্লগে আপনার সাথে বিভিন্ন পোস্টে বা বিভিন্ন কমেন্টে আপনার সাথে সে সকল ওয়েবসাইট বা টিপস ট্রিক শেয়ার করা হয়ে থাকে, প্রতিটি রিকমেন্ড করা ওয়েবসাইট/ টিপস/ট্রিক/ শুধু মাত্র নিজ দায়িত্তে ব্যবহার করবেন, কোন প্রকার ক্ষতি বা কোন টিপস/ ট্রিক কাজ না করলে তার জন্য ইন্সটাবাংলা দায়ী থাকবে না।
ইন্সটাবাংলা তে প্রবেশ করানো কোন তথ্য যেমন আপনার নাম, আপনার ইমেল, আপনার ওয়েবসাইটের লিঙ্ক এগুলা এখানে সুরক্ষিত রাখা হয়, আপনার প্রবেশ করানো কোন তথ্য কোন মার্কেটিং কম্পানির কাছে বা কোন মার্কেটিং এর জন্য ব্যবহার করা হয় না। ইন্সটাবাংলা শুধু আপনার ইমেল ব্যবহার করে থাকে এই ব্লগের সকল নোটিফিকেশন সরাসরি আপনার ইমেলে পাঠানোর জন্য।
এই ব্লগে অবস্থিত কোন বাহিরের লিঙ্কের প্রতি ইন্সটাবাংলা কোন রকম নিরাপত্তা প্রদান করে না, নিজ দায়িত্তে বাহিরের লিঙ্ক প্রবেশ করতে পারেন। তবে বাহিরের লিঙ্ক প্রবেশ করানোর আগে সেখানে অবশ্যই সতর্কতা অবলম্বন করুন।
ইন্সটাবাংলা,তে প্রকাশিত আর্টিকেল গুলি সম্পূর্ণ নিজে থেকেই লেখা হয়, তারপরেও বিভিন্ন সময় অন্যান্য কোন সোর্স এর সাথে মিলে যেতে পারে (বঙ্গানুবাদ), আসল কন্টেন্টটি যদি আপনার লেখা হয়ে থাকে, এবং আপনি যদি না চান যে এটি অন্য কোন ভাষাতে প্রকাশিত হোক, তাহলে উপযুক্ত প্রমান সহ আমাদের সাথে যোগাযোগ করুন।