ইন্সটাবাংলা সম্পূর্ণ বাংলায় লিখিত একটি এডুকেশনাল টেক ব্লগ। বিজ্ঞান, প্রযুক্তি, লেটেস্ট টেক নিউজ , গ্যাঁজেট রিভিউ , ব্লগিং , ওয়ার্ডপ্রেস, এসইও, এবং অনলাইনে ইনকাম সহ ইন্টারনেট রিলেটেড সকল সমস্যার সমাধান আপনি ইন্সটাবাংলা’তে পেয়ে যাবেন।
ইন্সটাবাংলা ২০১৯ সালে আমি মেহেদী হাসান দ্বারা উদ্ভাবিত হয়। ইন্সটাবাংলা তৈরি করার মুল কারন হচ্ছে ওয়েব প্রযুক্তির সর্বাধিক সুবিধা গ্রহনের ক্ষেত্রে আপনাকে সহায়তা করা, ও প্রযুক্তির জটিল টার্ম গুলিকে আপনাদের সামনে পানির মত সহজ করে উপস্থাপন করা। যাতে করে সকলেই খুব সহজে তা বুজতে পারে।
ইন্সটাবাংলা’র বৈশিষ্ট্য কি?
আমরা শুরু থেকেই সর্বদা চেষ্টা করে আসছি ইন্সটাবাংলা’তে ভিন্ন কিছু করার। সহজ ভাবে বললে আমরা আপনাদের সামনে আমাদের লেখা আর্টিকেল গুলি এমন ভাবে উপস্থাপন করার চেষ্টা করি, যা খুব সহজেই সকলে বুজতে সক্ষম হয়।
মানে আমাদের সর্বদা এটাই প্রচেস্টা যে, আপনি ইন্সটাবাংলা’তে কোন আর্টিকেল পড়বার পরে আপনার যেন মনে না হয় আপনি কোন অনলাইন ভিত্তিক পত্রিকা পড়ছেন। আমাদের প্রতিটা আর্টিকেল আমরা ইউজার ফ্রেন্ডলি ভাবে তৈরি করে থাকি। এবং এখানেই আমাদের ভিন্নতা।
ইন্সটাবাংলা’র লক্ষ্য কি?
আমাদের আসে পাসে এমন অনেকেই আছে যারা পড়তে অনেক ভালবাসে। এবং সেই ভালোবাসা থেকে আমরা লিখতেও অনেক বেশি ভালোবাসি। অর্থাৎ যারা পড়তে অনেক বেশি ভালবাসেন বা এই লেখালেখির ভিতর দিয়ে যারা জ্ঞান অর্জন করে করে নিতে চান। আমরা তাদের জন্যই!
আমার প্রিয় বন্ধুগন আপনার যদি ইন্সটাবাংলা সম্পর্কে কোন প্রস্ন বা পরামর্শ থাকে তাহলে নিচে দেওয়া মেইলের মাধ্যমে আমাকে তা জানাতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন ও ইন্সটাবাংলা’র সাথেই থাকুন।
মেইল করুনঃ- secure[at]instabangla.com