চাকুরীর খবর ডেস্কঃ সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি) তিনটি পদের বিপরীতে জনবল নিয়োগ দেওয়ার জন্য চাকুরীর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।আগ্রহীদের আগামী ৩০ এপ্রিল ২০২১ তারিখের মধ্য অনলাইনের মাধ্যমে আবেদন পক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে।
প্রতিষ্ঠানের নামঃ সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি)
পদের নামঃ
১। গাড়ি চালক
২। ডেপুটি ম্যানেজার
৩। কাউন্সিলর (মহিলা)
শিক্ষগত যোগ্যতাঃ
১। গাড়ি চালকঃ অষ্টম শ্রেণি (এসএমসি হলে অগ্রাধিকার )
২। ডেপুটি ম্যানেজারঃ স্নাআতকোত্তর / এমবিবিএস অভিজ্ঞতাঃ ০৫ বছর
৩। কাউন্সিলর মহিলাঃ স্নাতক (সমাজবিজ্ঞানে অগ্রাধিকার) অভিজ্ঞতাঃ প্রযোজ্য নয় । তবে থাকলে অগ্রাধিকার।
আবেদন করার পদ্ধতি এবং নিয়মাবলীঃ
১নং পদের জন্য পদসংখ্যাঃ নির্ধারিত নয়। চাকরির ধরনঃ ফুল টাইম । প্রার্থীর ধরনঃ নরী – পুরুষ। বয়সঃ ৩৫ বছর । কর্মস্থলঃ যেকোনো স্থান । আবেদন নিয়মঃ আগ্রহীরা www.jagojobs.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়ঃ ৩০ এপ্রিল ২০২১। ২নং পদের জন্য বেতনঃ আলোচনা সাপেক্ষে । চাকরির ধরনঃ চুক্তভিত্তিক । প্রার্থীর ধরনঃ নরী – পুরুষ। কর্মস্থলঃবনানী , ঢাকা । আবেদন নিয়মঃ আগ্রহীরা www.jagojobs.com/ngo-development এর মাধ্যমে আবেদন করতে পারবেন।বয়সঃ ৩৫ -৪০ বছর ।আবেদনের শেষ সময়ঃ ২৮এপ্রিল ২০২১। ৩নং পদের জন্য বেতনঃ আলোচনা সাপেক্ষে । চাকরির ধরনঃ চুক্তভিত্তিক । প্রার্থীর ধরনঃ নরী । বয়সঃ ২৫ -৪০ বছর । কর্মস্থলঃটাঙ্গাইল , নওগাঁ , রংপুর। আবেদন নিয়মঃ আগ্রহীরা www.jagojobs.com/ngo-development এর মাধ্যমে আবেদন করতে পারবেন।আবেদনের শেষ সময়ঃ ২৯এপ্রিল ২০২১।
Leave a Reply