মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ৩২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

চাকুরীর খবর ডেস্কঃ মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আটটি পদের বিপরীতে লোকবল নিয়োগ দেওয়ার জন্য নতুন চাকুরীর সার্কুলার প্রকাশ করা হয়েছে।আগ্রিহিদের আগামী ২৭ এপ্রিল ২০২১ তারিখের মধ্য আবেদন পক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে।নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য নিচে পাওয়া যাবে।

প্রতিষ্ঠানের নামঃ মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়

পদের নামঃ 

১। অফিস সহায়ক

২। নিরাপত্তা প্রহরী

৩।পরিচছনতাকর্মী

৪।মালি

৫।বেয়ারার

৬।নিরাপত্তা প্রহরী

৭।পরিচছনতাকর্মী

৮।মালি

শিক্ষাগত যোগ্যতাঃ

১। অফিস সহায়কঃ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

২। নিরাপত্তা প্রহরীঃ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

৩।পরিচছনতাকর্মীঃ জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

৪।মালিঃ জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

৫।বেয়ারারঃ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

৬।নিরাপত্তা প্রহরীঃ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

৭।পরিচছনতাকর্মীঃ জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

৮।মালিঃ জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতনঃ

১। অফিস সহায়কঃ ৮২৫০-২০০১০/-

২। নিরাপত্তা প্রহরীঃ ৮২৫০-২০০১০/-

৩। পরিচছনতাকর্মীঃ ৮২৫০-২০০১০/-

৪। মালিঃ ৮২৫০-২০০১০/-

৫। বেয়ারারঃ ৮২৫০-২০০১০/-

৬। নিরাপত্তা প্রহরীঃ ৮২৫০-২০০১০/-

৭। পরিচছনতাকর্মীঃ ৮২৫০-২০০১০/-

৮। মালিঃ ৮২৫০-২০০১০/-

বয়সসীমাঃ

প্রার্থীর বয়স ০৫-০৫-২০২১ খ্রিঃ তারিখ ১৮হতে ৩০ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধার  সন্তান ও শারীরিক প্রতিবদ্ধীর ক্ষেরে সরকারি বিধি মোতাবেক বয়স ৩২ বছর  পর্যন্ত শিথিলযোগ্য। তবে বীর  মুক্তিযোদ্ধার / শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এর সন্তানের  ক্ষেত্রে বয়সসীমা অনুধব ৩০ বছর।

আবেদন করার পদ্ধতি এবং নিয়মাবলীঃ

নির্ধারিত আবেদন ফরমটি www.forms.gov.bd ওয়েব সাইটে অথবা জেলা ওয়েব পোর্টাল (www.munshiganj.gov.bd). এবং জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত শাখা হতে হাডকপি সংগ্রহ করা যাবে। আবেদনপ্ত্র আগামী ০৫-০৫-২০২১খ্রিঃ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে জেলা প্রশাসক , মুন্সীগঞ্জ বরাবর জেলা প্রশাসক কার্যালয় , মুন্সীগঞ্জ ঠিকানায় ডাকযোগ পীেছাতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *