চাকুরীর খবর ডেস্কঃ সর্বমোট ১২ টি পদে জনবল নিয়োগ দেওয়ার জন্য চাকুরীর সার্কুলার প্রকাশ করেছে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট।আবেদন করতে আগ্রহীদের আগামী ১৫ এপ্রিল ২০২১ তারিখ থেকে শুরু করে আগামী ০৯ মে ২০২১ তারিখের মধ্য আবেদন পক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে।
পদের নামঃ
১। বৈজ্ঞানিক কর্মকর্তা
২। নিরাপত্তা কর্মকর্তা/নিরাপত্তা তত্ত্বাবধায়ক
৩। সায়েন্টিফিক এসিসটেন্ট
৪। জুনিয়র ফিল্ড এসিসটেন্ট
৫। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর
৬। ট্রাক চালক/ট্রাক্টর চালক/গাড়ীচালক
৭। ইলেক্ট্রিশিয়ান
৮। ল্যাবরেটরী সহকারী
৯। প্রিন্টার
১০। মালি
১১। অফিস সহায়ক
১২। নিরাপত্তা প্রহরী
শিক্ষাগত যোগ্যতাঃ
১। বৈজ্ঞানিক কর্মকর্তাঃ
২। নিরাপত্তা কর্মকর্তা/নিরাপত্তা তত্ত্বাবধায়কঃ এইচএসসি পাশ।
৩। সায়েন্টিফিক এসিসটেন্টঃ বিএসসি পাশ/ বয়ন প্রকৌশলীতে ডিপ্লোমা/ প্রকৌশলীতে ডিপ্লোমা।
৪। জুনিয়র ফিল্ড এসিসটেন্টঃ কৃষি ডিপ্লোমা/কৃষি সনদ/এইচএসসি (কৃষি)।
৫। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরঃ এইচএসসি পাশ।
৬। ট্রাক চালক/ট্রাক্টর চালক/গাড়ীচালকঃ এইচএসসি পাশ।
৭। ইলেক্ট্রিশিয়ানঃ ৮ম শ্রেণী পাশ।
৮। ল্যাবরেটরী সহকারীঃ ট্রেড সার্টিফিকেট
৯। প্রিন্টারঃ ৮ম শ্রেণী পাশ।
১০। মালিঃ ৮ম শ্রেণী পাশ।
১১। অফিস সহায়কঃ ৫ম শ্রেণী পাশ।
১২। নিরাপত্তা প্রহরীঃ ৫ম শ্রেণী পাশ।
বেতনঃ
১। বৈজ্ঞানিক কর্মকর্তাঃ ২২,০০০-৫৩,০৬০ টাকা।
২। নিরাপত্তা কর্মকর্তা/নিরাপত্তা তত্ত্বাবধায়কঃ ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
৩। সায়েন্টিফিক এসিসটেন্টঃ ১০,২০০-২৪,৬৮০ টাকা।
৪। জুনিয়র ফিল্ড এসিসটেন্টঃ ১০,২০০-২৪,৬৮০ টাকা।
৫। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরঃ ৯,৩০০-২২,৪৯০ টাকা।
৬। ট্রাক চালক/ট্রাক্টর চালক/গাড়ীচালকঃ ৯,৩০০-২২,৪৯০ টাকা।
৭। ইলেক্ট্রিশিয়ানঃ ৯,৩০০-২২,৪৯০ টাকা।
৮। ল্যাবরেটরী সহকারীঃ ৮,৫০০-২০,৫৭০ টাকা।
৯। প্রিন্টারঃ ৮,৫০০-২০,৫৭০ টাকা।
১০। মালিঃ ৮,২৫০-২০,০১০ টাকা।
১১। অফিস সহায়কঃ ৮,২৫০-২০,০১০ টাকা।
১২। নিরাপত্তা প্রহরীঃ ৮,২৫০-২০,০১০ টাকা।
আবেদন করার পদ্ধতি এবং নিয়মাবলীঃ
আগ্রহী প্রার্থীরা অনলাইনে bjri.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেন করতে পারবেন।আবেদন শুরুর সময় ১৫ এপ্রিল ২০২১ তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন করা যাবে।আবেদনের শেষ সময় ০৯ মে ২০২১ তারিখ বিকাল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।
Leave a Reply