চাকুরীর খবর ডেস্কঃ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে ৮৫ জনকে নিয়োগ দেওয়ার জন্য চাকুরীর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।সর্বমত ৬ টি পদের বিপরীতে এই ৮৫ জনকে নিয়োগ দেওয়া হবে।আগ্রহীদের আগামী ০৯ এপ্রিল ২০২১ তারিখের মধ্য আবেদন পক্রিয়া সম্পন্ন করার জন্য আহ্বান হানান হয়েছে।
পদের নামঃ
১।অফিস সহায়ক
২।অফিস সহায়ক কাম চাবিরক্ষক
৩।সহকারী ডেসপাস রাইডার
৪।কামরা পরিচারক/পরিচারিকা
৫।নিরাপত্তা প্রহরী
৬।পরিচ্ছন্নতা কর্মী পূর্বনাম ঝাড়ুদার
শিক্ষাগত যোগ্যতাঃ
১।অফিস সহায়ক পদের জন্যঃ কোন অনুমােদিত শিক্ষা প্রতিষ্ঠান হইতে অন্যন এস.এস.সি পাস। তবে এই তফসিল জারির পুর্বে জাতীয় সংসদ সচিবালয়ে কর্মরত দৈনিক ভিত্তিক সাংবাৎসরিক কর্মচারীদের ক্ষেত্রে শিক্ষাগত যােগ্যতা অষ্টম শ্রেণী পাস।
২।অফিস সহায়ক কাম চাবিরক্ষক পদের জন্যঃ কোন অনুমােদিত শিক্ষা প্রতিষ্ঠান হইতে অন্যন এস.এস.সি পাস। তবে এই তফসিল জারির পুর্বে জাতীয় সংসদ সচিবালয়ে কর্মরত দৈনিক ভিত্তিক সাংবাৎসরিক কর্মচারীদের ক্ষেত্রে শিক্ষাগত যােগ্যতা অষ্টম শ্রেণী পাস।
৩।সহকারী ডেসপাস রাইডার পদের জন্যঃ কোন অনুমােদিত শিক্ষা প্রতিষ্ঠান হইতে অন্যন এস.এস.সি পাস। তবে এই তফসিল জারির পূর্বে জাতীয় সংসদ সচিবালয়ে কর্মরত দৈনিক ভিত্তিক সাংবাৎসরিক কর্মচারীদের ক্ষেত্রে শিক্ষাগত যােগ্যতা অষ্টম শ্রেণী পাস। মটর সাইকেল চালনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
৪।কামরা পরিচারক/পরিচারিকা পদের জন্যঃ কোন অনুমােদিত শিক্ষা প্রতিষ্ঠান হইতে অন্যন এস.এস.সি পাস। তবে এই তফসিল জারির পূর্বে জাতীয় সংসদ সচিবালয়ে কর্মরত দৈনিক ভিত্তিক সাংবাৎসরিক কর্মচারীদের ক্ষেত্রে শিক্ষাগত যােগ্যতা অষ্টম শ্রেণী পাস।
৫।নিরাপত্তা প্রহরী পদের জন্যঃ কোন অনুমােদিত শিক্ষা প্রতিষ্ঠান হইতে অন্যন অষ্টম শ্রেণী পাস। শারীরিকভাবে উপযুক্ত হতে হবে।
৬।পরিচ্ছন্নতা কর্মী পূর্বনাম ঝাড়ুদার পদের জন্যঃ পেশাদার পরিচ্ছন্নতা কর্মী (ঝাড়ুদার) হতে হবে।
বেতনঃ
১।অফিস সহায়ক পদের জন্যঃ ৮,২৫০-২০,০১০ টাকা।
২।অফিস সহায়ক কাম চাবিরক্ষক পদের জন্যঃ ৮,২৫০-২০,০১০ টাকা।
৩।সহকারী ডেসপাস রাইডার পদের জন্যঃ ৮,২৫০-২০,০১০ টাকা।
৪।কামরা পরিচারক/পরিচারিকা পদের জন্যঃ ৮,২৫০-২০,০১০ টাকা।
৫।নিরাপত্তা প্রহরী পদের জন্যঃ ৮,২৫০-২০,০১০ টাকা।
৬।পরিচ্ছন্নতা কর্মী পূর্বনাম ঝাড়ুদার পদের জন্যঃ ৮,২৫০-২০,০১০ টাকা।
আবেদন করার পদ্ধতি এবং নিয়মাবলীঃ
bps.teletalk.com.bd আগ্রহী প্রার্থীরা এ-র মধ্যেমে আবেদন করতে পারবেন।২৬ মার্চ ২০২১ তারিখে সকাল ১০:০০ টা সময় আবেদন শুরু হবে।০৯ এপ্রিল ২০২১ তারিখে বিকাল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
Leave a Reply