চাকুরীর সার্কুলার ডেস্কঃ বাংলাদেশ ডিজেল প্ল্যান্টে ১২ টি পদের বিপরীতে ২৪ জনকে নিয়োগ দেওয়ার জন্য নতুন চাকুরীর সার্কুলার প্রকাশ করা হয়েছে।আগ্রহীদের আগামী ২৪ এপ্রিল ২০২১ তারিখের মধ্য আবেদন সম্পন্ন করতে বলা হয়েছে।
পদের নামঃ
১। সহকারী প্রকৌশলী (মেটালার্জিক্যাল/মেকানিক্যাল)
২। একাউন্টস এক্সিকিউটিভ
৩। উপ সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল)
৪। উপ সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল)
৫। ইউডিসি
৬। অফিস সহকারী
৭। স্টোর সহকারী
৮। দক্ষ কারিগর (মেকানিক্যাল)
৯। দক্ষ কারিগর
১০। ভেহিকেল মেকানিক্স
১১। ড্রাইভার
১২। সিকিউরিটি গার্ড
শিক্ষাগত যোগ্যতাঃ
১। সহকারী প্রকৌশলী (মেটালার্জিক্যাল/মেকানিক্যাল): বিএসসি ইঞ্জিনিয়ারিং (মেটালার্জিক্যাল/মেকানিক্যাল) ডিগ্রীধারী।
২। একাউন্টস এক্সিকিউটিভ: বিবিএ ও এমবিএ/বিকম ও এমকম/বিবিএস ও এমবিএস (ফিন্যান্স/একাউন্টস ব্যবস্থাপনা) ডিগ্রীধারী।
৩। উপ সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল): যন্ত্র কৌশল বিষয়ে ০৬ বৎসরের অভিজ্ঞতাসহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার।
৪। উপ সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল): তড়িৎ কৌশল বিষয়ে ০৬ বৎসরের অভিজ্ঞতাসহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার।
৫। ইউডিসি: এইচএসসি।
৬। অফিস সহকারী: এইচএসসি।
৭। স্টোর সহকারী: এইচএসসি।
৮। দক্ষ কারিগর (মেকানিক্যাল): এইচএসসি।
৯। দক্ষ কারিগর: এইচএসসি।
১০। ভেহিকেল মেকানিক্স: এসএসসি সহ ট্রেডকোর্স সম্পন্ন।
১১। ড্রাইভার: ৮ম শ্রেণি।
১২। সিকিউরিটি গার্ড: এসএসসি।
বেতনঃ
১। সহকারী প্রকৌশলী (মেটালার্জিক্যাল/মেকানিক্যাল): ২২০০০-৫৩০৬০/-
২। একাউন্টস এক্সিকিউটিভ: ১৮৭২০-৪৫১৯০/-
৩। উপ সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল): ১৬০০০-৩৮৬৪০/-
৪। উপ সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল): ১৬০০০-৩৮৬৪০/-
৫। ইউডিসি: ৯০০০-২১৮০/-
৬। অফিস সহকারী: ৯০০০-২১৮০/-
৭। স্টোর সহকারী: ৯০০০-২১৮০/-
৮। দক্ষ কারিগর (মেকানিক্যাল): ৯০০০-২১৮০/-
৯। দক্ষ কারিগর: ৮৮০০-২১৩১০/-
১০। ভেহিকেল মেকানিক্স: ৮৮০০-২১৩১০/-
১১। ড্রাইভার: ৮৫০০-২০৫৭০/-
১২। সিকিউরিটি গার্ড: ৮৫০০-২০৫৭০/-
আবেদনের ঠিকানা: আবেদনপত্র “ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট , গাজীপুর সেনানিবাস, জয়দেবপুর, গাজীপুর-১৭০০” বরাবর পাঠাতে হবে।আবেদনের শেষ সময় ২৪ এপ্রিল২০২১পর্যন্ত।
Leave a Reply